আর নয় অনলাইন, এবার অফলাইনেই ভিজিট করবেন সব সাইট । কারন সম্পুর্ণ ওয়েব সাইট থাকবে আপনার কম্পিউটারে ।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আমাদের প্রতিদিন এমন অনেক ওয়েব সাইট ভিজিট করতে হয় যেগুলো মোটামুটি ভাবে সব সময় একই রকম থাকে, টেকটিউনস বা ফেসবুকের মতো প্রত্যেকদিন নতুন কন্টেন্ট যোগ হয়না। এসব সাইট মুলত কোন শিক্ষনীয় কাজে লাগে । যদি এমন হতো যে সাইট গুলো ভিজিট করার জন্য আপনাকে আর ইন্টারনেট ব্যবহার করতে হবেনা তাহলে কেমন হতো? আমি আপনাদের কথা ভেবেই আজ নিয়ে এসেছি এমন একটা সফ্টওয়ার যেটা ব্যবহার করে আপনারা খুব সহজেই সম্পুর্ণ ওয়েব সাইট ডাউনলোড করতে পারবেন।

সফ্টওয়ারটির নাম HTTrack । যাদের লাগবে তারা এখান থেকে তারাতারি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৩.৬ এমবি ।

ডাউনলোড শেষে একটা জিপ ফাইল পাবেন। Extract করলে যে .exe ফাইলটা পাবেন সেটা স্বাভাবিক নিয়মে Install করে নিন। এখন সফ্টওয়ারটি রান করুন এবং Language Select করে OK চাপুন তাহলে নিচের মতো উইন্ডো আসবে। এখন শুধু Next Button Click করুন।

নিচের মতো উইন্ডো দেখতে পাবেন । আপনি চিহিৃত স্থান গুলো পুরন করে Next Button Click করুন ।

এখন নিচের মতো উইন্ডো দেখতে পাবেন । আপনি যে সাইটটি ডাউনলোড করতে চান চিহিৃত স্থানে সে সাইটের url লিখুন এবং যথারীতি Next Button Click করুন ।

আপনি যদি সব গুলো কাজ ঠিক ভাবে করে থাকেন তাহলে যে উইন্ডোটি এখন আসছে সেটাতে শুধুমাত্র Finish Button Click করুন। তাহলেই দেখতে পারবেন আপনার সাইট ডাউনলোড শুরু হয়েছে ঠিক নিচের চিত্রের মতো ।

আজ থেকে ডাউনলোড করতে থাকেন আপনার পছন্দের সাইটগুলো। আর ব্রাউজ করুন অফলাইনে হাই- ‍স্পিডে.............

সংবিধিবদ্ধ সতর্কিকরন: কেউ আবার টেকটিউনস বা ফেসবুক ডাউনলোড করতে যাবেন না যেন। তাহলে আপনার জিন্দেগী পার হয়ে যাবে মাগার ডাউনলোড চলতেই থাকবে।

আজকের মত এখানেই শেষ করার ইচ্ছে ছিল কিন্তু আপনাদের আরো কিছু দিতে ইচ্ছে করছে তাই HTTrack দিয়ে ডাউনলোড করা একটা কমপ্লিট সাইট এর ডাউনলোড লিংক দিলাম। সাইজ মাত্র ১.৬ এমবি। যাদের লাগবে তারা এখান থেকে ডাউনলোড করে নিন। ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের কাজে লাগবে।

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিল তবে ধন্যবাদ । যারা জানে না তাদের জন্য খুবই উপকারের ।

Level 0

ধন্যবাদ। কাজের জিনিস।

কিছু অংস বাদ দিয়েছেন প্রক্স্য চাচ্ছে এখন কি করব?

দারুন হয়েছে ধন্যবাদ পোস্টের জন্য
আমার ওয়েব সাইট টি কষ্টকরে একটু দেখে আসুন প্লীজ http://amadershopnoo.com/

জানা ছিল। তবুও কাজের । থাঙ্কস।

Dhonyobad,amar kaje lagbe

Level 0

বাংলা টিউটোরিয়াল সাইট itrongbd.com/tutorial

visit here
bollywoodia.blogspot.com & 1winner2.blogspot.com

Level 0

Vhai….ai soft dia ki only main site download kora jabe ??

naki chaile nirdisto category download kora jabe ??

jemon ami jodi techtunes er android category download korte chai….tahole

https://www.techtunes.io/category/android

dilei hobe….naki full site tai dl hobe ?????

Level 0

ধন্যবাদ কাজের জিনিস। আচ্ছা আপনার w3schools ডাউনলোড করতে কত সময় লেগেছিল ?

    @samir01: ধন্যবাদ কমেন্ট করার জন্য ।
    বেশি সময় লাগবেনা । টিউনে যেটা আছে সেটা আমি ডাউনলোড করি নাই । আমার কাছে নতুন ভার্সন আছে যেটা আমি কিছুদিন আগে ডাউনলোড করেছি । স্পিড ভালো হলে বেশি সময় লাগবেনা । ১৩০ মেগাবাইট এর মতো ।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এমন একটি সফটওয়্যার উপহার দেয়ার জন্য। গতকাল একটা সাইট ডাউনলোড করেছি সবই ঠিক আছে কিন্তু এতটা সমস্যা হচ্ছে,সেটা হল,আপনার দেওয়া w3schools টা যখন ব্রাউজ করছি তখন বাম পাশের সাইড বারে থাকা মেনুতে ক্লিক করলে পেজ ওপেন হচ্ছে কিন্তু আমি যে সাইটা টা ডাউনলোড করেছি সেটার বিভিন্ন লেবেল বা মেনু তে ক্লিক করলে সারভার নট ফাউন্ড লিখছে।এক কথায় লেবেল বা মেনুর সাথে অরজিনাল লিঙ্কটা এখনো রয়ে গেছে।কিন্তু আপানার দেওয়া w3schools এর মেনুতে বা লেবেলে অরজিনাল লিঙ্কটা টা নেই।যে ফোল্ডারে রাখা হচ্ছে সেই ফোল্ডার অনুযায়ী লিঙ্ক হয়ে যাচ্ছে। এখন আমি কিভাবে অফলাইনে সাইট দেখতে পাবো একটু বললে আমার খুবই উপকার হতো।

    আপনার সমস্যাটা একটু জটিল। হয়তো ডাউনলোড করার সময় কোন সমস্যা হয়েছে। সময় থাকলে নতুন করে ডাউনলোড দিয়ে দেখতে পারেন।

ami “http://ebanglalibrary.com/” ei site ta download korte parchhi na help karen plz…

    সব সাইট ডাউনলোড নাও হতে পারে। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী সাইটগুলো অনেক বড় হয়।

ভাল পোস্ট