উইন্ডোজ ৯ এর প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
উইন্ডোজ ৮ এর একঘেয়েমি চেহারা দেখতে দেখতে উইন্ডোজ ৮ ব্যাবহারকারীদের বিরক্তিকর অবস্তা ।
তাই ডেভেলপার ডেনিয়াল(Daniel Skrzypoń) একটি নমুনা দর্শকদের আকর্ষণ করতে উন্মুক্ত করেছেন ।
ডেনিয়াল জানিয়েছেন যে, উইন্ডোজ এর এই নতুন সংস্করণে অনেক নতুনত্ব থাকবে।
এতে যুক্ত হয়েছে নতুন নতুন সব উইডগেট,থাকছে reworked ফাইল ম্যানেজার,উইডগেট ফন্ট ছোট বড় করার সুবিধা,থাকছে টাস্কবারে মিউজিক প্লেয়ার মিনিমাইয করা অবস্তাই গান বদলানোর,গান থামানোর সুবিধা (চিত্রের মত)
কিন্তু উইন্ডোজ ৯ এর এই নতুন সংস্করণে কিছু ত্রুটি থাকার কারনে মাইক্রোসফট এখন এটিকে সম্পূর্ণ রুপে পছন্দ করেননি।
মাইক্রোসফট এর মতে তাদের একটি ঐতিহ্য আছে । ডেনিয়াল(Daniel Skrzypoń) এর নমুনাটি সম্পূর্ণভাবে সেই চাহিদা পূরণ করতে অক্ষম।
তবে সবকিছু ভালো থাকলে সামনের বছর উইন্ডোজ ৯ এর মুখ দেখতে পেতে পারে গ্রাহকরা।
সংগৃহীতঃ সফট পিডিয়া থেকে
দয়া করে আজে বাজে কমেন্ট করবেন না।
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন ভালো থাকলে একটু উকি মেরে আসতে পারেন।
আমার ফেসবুক পেজঃ টেক মাস্টার
আমি নূরে করিম শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম। আমি নূর করিম শুভ। আমি একজন ছাত্র। আমার প্রধান শখ ওয়েব ডিজাইন।এছারা অবসর কাটাই বই ও টেক টিউনস পড়ে।
Thanks…