ভাই আমি আমার পিসিতে নেটা কানেক্ট করার পর কোন ডাউনলোড/ব্রাউস না করলেও আমার ব্যান্ডউইথ ব্রাবহার হতে থাকে, এই সমস্যার সমাধান কি। কেউ কি আমাকে একটি সমাধান দিতে পারবেন বা কোন সফটওয়্যার এর নাম লিংক সহে। এ্র্যান্ডয়েতড ফোনে ফায়ারওয়েল দ্বারা যেভাবে অতিরিক্ত ডাটা অফ করে রাখা যায় পিসিতে কি সেভাবে কোন সিসটেম আছে?
কিছু তথ্যা।
1. আমার এ্যন্টিভাইরাসের অটোমেটিক অপটেড অফ করা।
2. উইনডোস আপডেট্ অফ করা।
3. অণ্য এমন কোন সফট আমার যানা মতে সেটাপ দেয়া নাই যা ডাটা টানতে পারে।
4. সকট সফট এর অটোমেটিক আপডেট অফকরা।
5. আমি উইন 7, 32 বিট ভারসন ব্যাবহার করি।
6. ব্রাউজার হিসেবে ফায়ার ফক্স ও ক্রোম ব্যাবহার করি।
ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই।
আমি Reaz Ul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 369 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ctrl+shift+escape aksate press kore task manger open koren tarpor Performance>resource monitor e click koren new window open hobe oikhane .. Network tab e click kore dekhen kon soft/program bandwith use kortese..tarpor babosta nen