ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন, আমিও আল্লাহ্ সুবানুতালার অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের একটি নতুন অফার সম্পকে লিখছি,যাই হোক এই অফারে আমার কোন কিছু নেই। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম মাএ। এই অফার শুধু বন্ধ গ্রামীণফোনের সংযোগের জন্য।
এই অফারটি যাদের জন্য:::
১০ নভেম্বর বা এর
পূর্বে বন্ধ থাকা সকল জিপি প্রিপেইড কাস্টমার
(সহজ, বন্ধু, আপন, আমন্ত্রণ, স্মাইল, স্পন্দন,
বিজনেস সলিউশন (১,২,৩, সফল) প্রিপেইড,
একতা প্রিপেইড (১,২), নিশ্চিন্ত, ভিপি প্রিপেইড,
জিপিপিপি প্রিপেইড, ডিজুস প্রিপেইড, প্রিপেইড
ইন্টারনেট সিম) সাবস্ক্রাইবারগণ এই
অফারটি উপভোগ করতে পারবেন।
আপনি পাবেন কি না চেক করুন এভাবে:::
>অফারটি প্রযোজ্য হবে কি না,
সেটি জানতে আপনাকে“ Check” লিখে ৯৯৯৯
নম্বরে (ফ্রি) এসএমএস করতে হবে। ফিরতি এস এম এস এ আপনাকে জানিয়ে দেবে আপনি পাবেন কি না।।
যেভাবে কিনবেন::
>এবার ৯টাকায় ১ জিবি থ্রিজি ডাটা পেতে "1GB"
লিখে ৯৯৯৯ নম্বরে এসএমএস করতে হবে। (ফ্রি)
মেয়াদ ও আন্যান্য তথ্য::
>১ জিবি থ্রিজি ৫১২কেবিপিএস ডাটা’র মেয়াদ ২০দিন।
অফার চলাকালীন সর্বোচ্চ একবার
১জিবি থ্রিজি ইন্টারনেট উপভোগ করা যাবে।
মেয়াদ থাকতেই আপনি অন্য কোনো টুজি/থ্রিজি প্যাক কিনে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
থ্রিজি নেটওয়ার্কের আওতায়
থ্রিজি হ্যান্ডসেটে সর্বোচ্চ ৫১২ কেবিপিএস
স্পিডে এই ইন্টারনেট উপভোগ করা যাবে!
অবশিষ্ট ভলিউম চেক করবেন যে ভাবে::
>ডাটা কতটুকু ব্যাবহার এর বাকি আছেজানতে সরাসরি *৫০০*৬০# নম্বরে এবং ইউসেজ
জানতে সরাসরি *৫০০*৬১# নম্বরে ডায়াল
করুন।
বি. দ্র.:::
)> শুধুমাত্র থ্রিজি নেটওয়ার্কের
আওতায় থ্রিজি হ্যান্ডসেটে এই
থ্রিজি ডাটাপ্যাক ব্যবহার করতে পারবেন।
তবে টুজি হ্যান্ডসেটে অথবা টুজি নেটওয়ার্কে টুজি স্পিডে অফারটি উপভোগ
করতে পারবেন।
১জিবি ইন্টারনেট শেষে প্রতি ০.০১/১০ কিলোবাইট।
সুএ: http://goo.gl/Pzb2aN
))> যাদের বন্ধ সিম নেই বা এই অফার পাবেন না তারা এখানে দেখুন http://goo.gl/ExCC03
সবাই ভাল থাকবেন।আমার জন্য দোআ করবেন। আল্লাহ্ হাফেজ।
আমি শাকিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি লিখে চা্লু করতে হবে সেটা ক্লিয়ার করে বলেন?