এয়ারটেল এ 1GB ইন্টারনেট নিয়ে নিন একদম ফ্রি সাথে আরও ++

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি। এই অফারে আমার কোন কিছু নেই। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম মাএ। এই অফার শুধু বন্ধ এয়ারটেল সংযোগের জন্য।
বন্ধ সংযোগে শুধুমাত্র ১৯
টাকা রিচার্জ করে উপভোগ করুন 1GB
internet ডাটা একদম ফ্রি।
আরও থাকছে স্পেশাল রেট
যেকোনো এয়ারটেল নাম্বারে ৪.১৭
পয়সা প্রতি ১০ সেকেন্ড এবং অন্য
অপারেটরে ১০ পয়সা প্রতি ১০ সেকেন্ড
দিন রাত ২৪ ঘণ্টা! যার মেয়াদ ৩০ দিন।

আপনি যে ভাবে চেক করবেন::

আপনার এয়ারটেল নাম্বারটি এই
অফারে প্রযোজ্য কিনা জানতে,
যে কোন এয়ারটেল নাম্বার
থেকে আপনার নাম্বারটি টাইপ
করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৯০০০
নাম্বারে।

ফ্রি ইন্টারনেট যে ভাবে পাবেন::::

1GB internet ডাটা ফ্রি পেতে ১ম
বারে ১৯ টাকা রিচার্জ করতে হবে।
রিচাজ ক রার সাথে,সাথে পেয়ে জাবেন ৩৪১ মেগাবাইট বোনাস। বাকি গুলো পরবতী ২মাসে সমান ভাগে ভাগ করে বাকি
internet ফ্রি ডাটা দেওয়া হবে।
যার মেয়াদ ৫ দিন।
চেক করতে ডায়াল করুন *৭৭৮*১৩#

আরও জানতে এয়ারটেল হেল্প লাইন::
৭৮৬ (এয়ারটেল থেকে)
০১৬৭৮৬০০৭৮৬ (যে কোন নম্বর থেকে)।

সবাই ভাল থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি শাকিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমি এর আগে বন্ধ সিম চালু করে ২০০এমবি পাইছিলাম। এখন আবার কি ১জিবি পাওয়া সম্ভব???
জানালে খুশি হব…

@ টেকপোকা ভাই আপনি চেক করে দেখেন, পেতেও তো পারেন! ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

ধন্যবাদ।

কিন্তু মেয়াদ ৫ দিন থেকে বাড়াব কি ভাবে।

@ মো: আশরাফুল
সরকার (ছাদ্দাম), মেয়াদ বাড়ানো সম্ভব নয়…..!

Level 0

vai, amr 6.42 tk. Ase. Meyad 13dec2013. Check korar jonno sms pathale outbox a joma hoi. Bolse prepaid card er meyad ses. Amr ki pete pari?

    @ Sakib99, আপনি সম্ভবত পাবেন না। তারপর ও চেষ্টা করে দেখতে পারেন! ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য,,

Level 0

আমি SIM গুলো আমি বগুড়া customer
care হতে কিনেছিলাম । আর আমার
নামে, আমার ID card, Photo
দিয়ে কেনা ছিল। আমি একবার SIM
গুলো হারিয়ে ফেলি। যেহেতু
আমার নামে, আমার ছবি দিয়ে SIM
কিনেছিলাম। তাই SIM
গুলো দিয়ে কেউ যেন
কোনো খারাপ কাজ
করতে না পারে এই
ভয়ে বগুড়া থানায়
জিডি করেছিলাম । এখন SIM
গুলো যেহেতু অন্যদের
নামে registration করা তাই ঐ ভয় আর নাই।
আমি SIM গুলো ব্যবহার করতাম না।
কিন্তু মনের মদ্ধে ভয় ছিল SIM
গুলো নিয়ে। কারন নিজের
নামে registration করা SIM তো তাই ।
আমি ইচ্ছা করলে SIM গুলো documents
দিয়ে তুলতে পারব। বগুড়া customer
care যত কথাই বলুক। কিন্তু তুলব না।
আর রেজিস্ট্রেশন করা SIM
নিয়া জিডি করতে চাই না।
আমার নামে registration
না থাকলে কি থানা আমাকে জিডি করতে দিত?
থানা আমার কাগজ দেখেই
তো জিডি নিয়েছিল , তাই না?
আবার তারাও আমার নামে registration
আছে দেখেই Bogra customer care SIM
replacement করে দিয়েছিল । আমার
কাছে প্যাকেট, registration Form,
replacement paper সব আছে। এখন আমি GP
ব্যবহার করছি। তাছাড়া Airtel এর
network coverage ও ভালো না। তাই
বেচে গেছি জিডি এর
ঝামেলা থেকে।
আমার খারাপ লেগেছে এই Airtel operator
এর কান্ড দেখে। যে SIM
গুলো তারা একটু বেশি দিন বন্ধ
দেখতাছে ঐ গুলো তারা ভিন্ন
নামে বাজারে ছেড়ে দিচ্ছে,
নতুন SIM এ তো সরকারকে নতুন
করে ভ্যাট-ট্যাক্স দিতে হতো।
আর পপুরনো SIM e তো আর
তা দিতে হচ্ছে না। যার
ফলে আমাদের সরকার তথা আমাদের
দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ
রাজস্ব। আর airtel দিচ্ছে ভ্যাট
ফাঁকি। কারন তারা পুরনো SIM ই
বাজারে ছাড়ছে। আমাদের
সরকারের এই বিষয়ে নজর দেয়া দরকার।
অন্য কোনো operator এই কাজ
করলে তাদেরও শাস্তির
ব্যবস্থা করা দরকার। কারন
যে কম্পানি রাজস্ব
ফাঁকি দিতে চায় তার motive কখনোই
ভালো হতে পারে না।