cloudget ভাইরাস কি? আপনিও আক্রান্ত হতে পারেন জেনে রাখুন ।

আমার ২য় টিউন । ডেট দেইখা ভয় পাইয়েন না, এটা আমার প্রথম পোষ্ট যেটা এতোদিন hidden সিলো । আগেরটা মুছে নতুন করে লেখা । আজ 13.10.2014     কিছুক্ষন আগে টেকটিউনসে চোখ রাখতেই দেখলাম , নতুন কিছু বিজ্ঞাপন । সাধারনত টেকটিউনস এরকম বিজ্ঞাপন দেয় না ।  বিজ্ঞাপনগুলো রেনডমলি আসে । মনে প্রশ্ন জাগল এটাকি টেকটিউনস থেকে নাকি অন্য কোন............???? বিজ্ঞাপনগুলো দেখাচ্ছিল ডান পাশের সাইডবার এর সাথে ।

পরে দেখি অন্য সাইটগুলাতেও দেখায় । তার মানে সমস্যা টেকটিউনসে না , কিছুটা স্বস্তি পাইলাম পুরা না । কিন্তু সমস্যাতো সমাধান করতেই হইব । শুরু করলাম গুগলি । গুগল মামার দিলতো বিশাল , পাইয়া গেলাম ।

এটা একটা ভাইরাস । সাধারনত ফ্রিওয়ার সফটওয়ার এর সাথে আসে । আমার ক্ষেত্রে km player এর নতুন ভার্সন এর সাথে আসছে ।  বিজ্ঞাপনগুলো এরকম

সমাধান:

১.  control panel থেকে আনইনস্টল এ program open করুন ।

Windows 7 ব্যাবহারকারিরা :

Windows XP ব্যাবহারকারিরা :

Windows 8 এবং 8.1 ব্যাবহারকারিরা :

২.  অচেনা সফটওয়ারগুলা আনইনস্টল করুন ।

সাধারনত এর নাম windows facilate , window advertisment হয়ে থাকে ।

*****স্ক্রিনসটগুলো pcrisk থেকে সংগৃহিত । ******

মনোযোগ দিয়ে পড়ার জন্য  ধন্যবাদ সবাইকে ।  টিউনমেন্ট করলে খুশি হব  ।

Level 0

আমি Mahbub918। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস