আমার এই টিউনটা পড়ে হয়ত অনেক IE বিরোধীদের মন খারাপ হতে পারে। অনেকে আবার আমকে IE এর সমর্থক ভাবতে পারেন। হা ভাই আমি IE এর সমর্থক বটে তবে আমি IE এর অন্ধ সমর্থক নই । আমি IE -এর চেয়ে firefox বেশি ইউস করি। আর সবচেয়ে বেশি ইউস করি MAXTHON এবং AVANT ব্রাউসার । তবে যেখানে সিকিউর লগিন করার দরকার হয় (যেমন ইমেল চেক করা বা alertpay অথবা moneybookers এ লগিন করা ) সেখানে তো " nothing is better that Firefox"
তো আসল কথায় আসা যাক। আমি অনলাইন এ কয়েকটি পত্রিকা পরে থাকি। তার মধ্যে প্রথম আলো এবং ইত্তেফাক নিয়মিত পড়ি। আজকে সকালে ইত্তেফাকের আইটি কর্নারে দেখলাম ওয়েব জগতে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর সফলতা। পড়ে যা বুজলাম তা হলো, ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর মার্কেট আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। অন্যদিকে firefox এবং chrome সহ অনন্য browser মার্কেটে অবস্থান সামান্য কিছুটা হলেও কমেছে। এবং সেই সাথে আরো জানতে পারলাম, ইন্টারনেট এক্সপ্লোরার ৮ নাকি গুগলের ক্রোম ব্রাউসার থেকে ২.৫ গুন বেশি দ্রুত কাজ করে ।
আরো বিস্তারিত জানার জন্য দয়া করে এখানে ক্লিক করুন এবং এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দেন। ধন্যবাদ ।।
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
আমি ভাই ইন্টানেট এক্সপ্লেয়ার ব্যবহার করি । তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ।