ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর সফলতা ।

আমার এই টিউনটা পড়ে হয়ত অনেক IE বিরোধীদের মন খারাপ হতে পারে। অনেকে আবার আমকে IE  এর সমর্থক ভাবতে পারেন। হা ভাই আমি IE  এর সমর্থক বটে তবে আমি  IE  এর অন্ধ সমর্থক নই । আমি IE -এর চেয়ে firefox বেশি ইউস করি। আর সবচেয়ে বেশি ইউস করি MAXTHON এবং  AVANT ব্রাউসার । তবে  যেখানে  সিকিউর  লগিন  করার  দরকার  হয় (যেমন ইমেল চেক করা বা alertpay অথবা moneybookers এ  লগিন  করা )  সেখানে তো  " nothing is better that Firefox"
তো আসল কথায় আসা যাক। আমি অনলাইন এ কয়েকটি পত্রিকা পরে থাকি। তার মধ্যে প্রথম আলো এবং ইত্তেফাক নিয়মিত পড়ি। আজকে সকালে ইত্তেফাকের আইটি কর্নারে দেখলাম ওয়েব জগতে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর সফলতা। পড়ে যা বুজলাম তা হলো,  ইন্টারনেট এক্সপ্লোরার ৮  এর মার্কেট আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। অন্যদিকে firefox এবং  chrome সহ অনন্য browser মার্কেটে অবস্থান সামান্য কিছুটা হলেও কমেছে। এবং সেই সাথে আরো জানতে পারলাম, ইন্টারনেট এক্সপ্লোরার ৮ নাকি গুগলের ক্রোম ব্রাউসার থেকে ২.৫ গুন বেশি দ্রুত কাজ করে ।

snapshot

আরো বিস্তারিত জানার জন্য দয়া করে এখানে ক্লিক করুন এবং এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দেন। ধন্যবাদ ।।

Level 0

আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ভাই ইন্টানেট এক্সপ্লেয়ার ব্যবহার করি । তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ।

আমি ভাই ইন্টানেট এক্সপ্লেয়ার ব্যবহার করি যিদও ফাকে মাঝে Mozilla ব্যবহার করি দুটাই ভাললাগে
তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ।

আমি fire fox ব্যবহার করি, ইন্টানেট এক্সপ্লোয়ারে পেপার পরতে একটু বেশি সুবিধা। বড়করে দেখতে ইন্টারনেট এক্সপ্লোয়ার ভাল(e-prothm-alo)

এক সময় ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতাম বেশি।কিন্তু এর কিছু সমস্যা আমাকে খুব ভুগিয়েছিল।যা আমি ফায়ার ফক্স থেকে সমাধান পেয়েছি।তাই এখন ফায়ার ফক্স বেশি ব্যবহার করি।তবে কিন্তু আই,ই কেও ছাড়ি নি।

ইন্টারনেট এক্সপ্লোরার ৮ আমিও ব্যবহার করি।এইটা আসলে সত্যি কথা যে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ গুগল ক্রোম চেয়ে অনেক বেশী দ্রুত কাজ করে,আর ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এ পেপার পড়া সুবিধা।

আপনাকে ধন্যবাদ … কিন্তু আমি Mozilla ব্যবহার করি …

Level 0

Dear tuners,
I shall publish a non teki tune @ tonight. There I shall show some of pathetic issue which are also crime.
But these type of crime is happening every year in a civil country. And they have no sense for their job.
Please visit TT @ 12 am or after.
Till that please wait and have patient.
Thank U.

Level 0

তথ্যটা শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ইন্টানেট এক্সপ্লেয়ার ?? আদিম জিনিস !! যা সমস্যা !!! আমি মজিলা ব্যবহার করি ।

    পুরোপুরি একমত পোষণ করছি। মজিলা ফায়ারফক্স দিয়ে এমন অনেক কিছু করা যায় যা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে করা যায় না। তবে কিছু কিছু সাইটের জন্য অপেরার গুরুত্বও কম নয়। 🙂 🙂

Level 0

আমি কেমট বাড ব্যবহার করি। সবচেয়ে স্পিড বেশী। এবং সকল সুযোগ সুবিধা বিদ্যমান এটাতে। একবার ব্যবহার করেই দেখুন। http://download.cnet.com/1770-20_4-0.html?query=cometbird&tag=srch&searchtype=downloads&filterName=platform%3DWindows%2CWebware&filter=platform%3DWindows%2CWebware

ইন্টারনেট এক্সপ্লোরার-৮ কোন সমস্যা করলে এর প্রপার্টিজ থেকে এডভান্স-এ গিয়ে রিসেট করে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। সময় লাগে মাত্র ৫ মিনিট- এটাই আমার কাছে ইন্টারনেট এক্সপ্লোরার-৮ এর সবচেয়ে বড়ো সুবিধা বলে মনে হয়।

    Level 0

    পাইস্তে পারলাম না যে ভাইজান

Level 0

তাই যদি হত তাহলে সবাই কি আর বকার মত মযিলার কাছে পড়ে থাক্ত!!!!!!!

কবেযে বাদ দিয়েছি তাই এখন আর মনে পড়েনা। সম্রাট বাবরও এই ফালতু জিনিসটা ব্যবহার ছেড়ে দিয়েছিলেন তার সাথে আমিও।

আপনারা যারা কমেন্ট দিতেছেন তারা কি কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ৯ ব্যবহার করেছেন ? দয়া করে একবার ট্রাই করে দেখুন । আমি নিশ্চিত আপনারা অন্য কোনো কিছু ব্যবহার করতে মোটেই আগ্রহী হবেন না । আর মোজিলা যতই আপডেট দিক কোনদিন এর আগে যেতে পারবে না।