প্রথমেই টেকটিউনস কে ধন্যবাদ আমার টিউনারশীপ ফিরিয়ে দেওয়ার জন্য। [Link Updated]
টাইটেল দেখে কি অবাক লাগছে? না কি বিশ্বাস হচ্ছে না? হ্যা সত্যিই বিশ্ব আপনার হাতের মুঠোয়। তাই এবার একটি সফ্টওয়্যার দিয়েই হবে ইন্টারনেট জগতের সকল কাজ। সফ্টওয়্যারটির নাম হচ্ছে MY WEB 4.00
আমরা বর্তমানে ধীরে ধীরে ইন্টারনেটের উপর বেশ নির্ভশীল হচ্ছি। তাছাড়া এখন প্রায় অনেক ধরনের কাজই অনলাইনে বা ইন্টারনেটে করতে হয়।
যেমন : বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এখন আর বিশ্ব বিদ্যালয়ে গিয়ে ফরম পুরন করে জমা দিতে হয়না, এসব এখন ইন্টারনেটের দ্বারাই করা যায়। আবার বিদেশে যাওয়ার ভিসা , সেটিও অনলাইনে চেক করা যায়। এছাড়াও বিশ্বের সকল দেশের অনলাইনে বিমান টিকিট ক্রয়/ফ্লাইট সিডউল/তারিখ পরিবর্তনও অনলাইনে করা যায় এবং দেশীয় সংবাদ পত্র ও আন্তর্জাতীক সংবাদ পত্র অনলাইনে পড়া যায়।
এখন মূল কথা হল এইযে হাজার কাজের হাজার ওয়েবসাইট কি আপনার পক্ষে/কারো পক্ষে মুখস্থ্য রাখা সম্ভব? উত্তর হবে: না
তাই এসসকল কাজ অতি সহজে করার জন্য আপনাদেরকে দেব এক নতুন সফ্টওয়্যারের সন্ধান, যার নাম
MY WEB 4.00
এই সফ্টওয়্যার ব্যবহার করলে আপনার কোন ওয়েবসাইট মনে রাখার কোন প্রয়োজন হবে না। সুধু আপনার কম্পিউটারে এটি ইন্সটল দেওয়া থাকলেই হবে বাকী কাজ সফ্টওয়্যারই আপনাতে করে দিবে। এই সফ্টওয়্যারটি দিয়ে আপনি টেকটিউনস সহ যে সকল প্রকার ওয়েবসাইট সহজেই ব্রাউজ করতে পারবেন তা নিচে দেওয়া হল:-
নিটের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করুন আর কাজটা আপনি নিজেই করুন। আমি ৭১% গ্যারান্টি দিচ্ছি বিশ্বের সকল মানুষের কাজে আসবে এই সফ্টওয়ারটি ।
আর ইন্সটল দেওয়ার পাসওয়ার্ড চাইলে নিচের পাসওয়ার্ড দিন:- MIM-MYW-400-TMS
এবার Google Drive নামিয়ে নিন
অথবা
Media Fire থেকে সফ্টওয়্যরিটি নামিয়ে নিন।
Link 2 : Download Software 1.51 MB
এছাড়াও সাথে থাকছে ফ্রি হিসেবে Age Calculator. যেটি আপনার পিসি/ল্যাপটপে Automatic ভাবে ইন্সটল হবে।
Screen Shot
PLEASE POST YOUR COMMENT, GOOD OR BAD
আবারও টেকটিউনস কে ধন্যবাদ আমার টিউনারশীপ ফিরিয়ে দেওয়ার জন্য।
আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks