অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে প্রথম আলো থেকে প্রবন্ধ কম্পিউটারে সংরক্ষণ করা যায়। সর্বশেষ techtunes এর মাধ্যমে মেহেদী আকরাম ভাইয়ের "অনলাইনেই ইউনিকোডে বাংলা লিখুন এবং রূপান্তর করুন" টিউনটি পড়ে তা শিখলাম। আর তা ছিল মূলত কম্পিউটার বিষয়ক লেখাগুলো কম্পিউটারে সংরক্ষণ করা।
যাই হোক, গত কয়েক দিন কোন কাজ না থাকায় গত এক বছরে প্রত্রিকায় প্রকাশিত কম্পিউটার বিষয়ক লেখাগুলো দিয়ে একটা ব্লগ (http://computerbd.blogspot.com ) বানালাম। যাতে সকলেই মাত্র এক ক্লিকে দীর্ঘ দিন ধরে প্রকাশিত কম্পিউটার বিষয়ক (প্রয়োজনীয়) লেখাগুলো পড়ে ফেলতে পাড়েন। এখানে মূলত দৈনিক প্রথম আলো, নয়াদিগন্ত, ইত্তেফাক, যুগান্তর ইত্যাদি প্রত্রিকা থেকে লেখাগুলো সংগ্রহ করা হয়েছে
বি: দ্র: আমি ঠিক জানি না লেখাগুলো প্রকাশের ক্ষেত্রে কপিরাইট আছে কিনা। তবে আজকাল প্রত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে বাণিজ্যিকভাবে সাইট গড়ে উঠেছে।
তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যদি লেখাগুলো প্রকাশের জন্য কোন আইনগত সমস্যা থাকে তাহলে জানাবেন, আমি সকলের প্রদর্শনের permission বন্ধ করে দিব। যাতে কেবল শুধু আমিই ব্যবহার করতে পারি। আর যদি কোন সমস্যা না হয় জানাবেন। তাহলে দৈনিক না পারি অত্যন্ত্ দুই তিন দিন পর পর আপডেট করে দিব।
সাইটটি ভিজিট করার জন্য :: http://computerbd.blogspot.com
আমি জাকারিয়া উজ্জ্বল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিডিয়াফায়ারবিডি.কম সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!
ধন্যবাদ আপনাকে, আশা করি সকলেই সাইটি সর্ম্পেকেও মন্তব্য করবেন। এতে উপকৃত হওয়ার মতো কিছু আছে কিনা; নাকি সময় নষ্ট!!
জাকারিয়া উজ্জ্বল ভাই অসাধারন আমার জন্য বিরাট উপকার হইল……আর যিনি আমাকে এই টেকটিউনস খবর দিয়েছে কামরুল ইসলাম রুবেল ভাই তাকে বিষেশ ধন্যবাদ…………….
আমি যতটুকু জানি কোন আইনগত সমস্যা নেই। আর আপনি তো সৌজন্যে পত্রিকার নাম লিখছেন। তবে আপনি লিঙ্কটাও দিয়ে দিলে মনে হয় ভাল হয়।