আমরা অনেকেই সখের বশে কিংবা কোন কাজে ডোমেইন কিনে থাকি যা পরে আগ্রহ হারিয়ে ফেললে আর কোন খবর রাখি না কিংবা রিনিউ করি না জার দরুন ডোমেইন টি এক্সপায়ার হয়ে যায়। এই ডোমেইন গুলোর পরে কি হয় বেশির ভাগ ICNNA রেজিস্ট্রাররা একটা সময় দেয় যার মধ্যে আপনি কিছু এক্সট্রা ফি দিয়ে এগুলো পুনোরায় আপনি রেনিউ করতে পারবেন আর যারা করেন না তাদের ডোমেইন গুল আর সরাসরি কেও কিনতে পারবেনা কিন্তু কোম্পানি এগুলো নিলাম এ বেসি দামে বিক্রি করে। এবার চিন্তা করে দেখুন এতে আপনার কোন লাভ তো নাই, তাহলে লস করবেন কেন, ডোমেইন গুল বিক্রি কর দেন জা দাম পাবেন তাই তো আপনার জন্য ভাল। ডোমেইন বিক্রির জন্য সবচে বর দুটি প্লাটফর্ম হল
Sedo তে একটু ঝামেলা আছে এতে ডোমেইন টি যে আপনার তার ভেরিফিকেসন করা লাগে, Afternic এ আবার এই সমসসা নাই তাই এই দুটি থেকে যেকোনো একটি তে আপনি লিস্টিং করে দিলে আপনি আপনার ডোমেইন টি বিক্রি করতে পারবেন। এজন্য আপনাকে কিছু ফী দিতে হবে তাদেরকে। এছারা আর অনেক ডোমেইন ব্রোকার আছে তবে তাদের আগে পে করতে হয় হয় তাই এই প্রছেডউর এ না যাইয়াও ভাল।
এখানে লিস্ট করা জত সহজ বিক্রি করা তত সহজ নয়। আমার ডোমেইন টা লিস্টিং করলাম কেও একটা মেসেজ অ দিল না যেন কেও দেখে এ নাই নাকি সবাই এখানে সেলার বায়ার নাই কে জানে।
এইসব দিক বিবেচনা করে দেখলাম ব্রোকার কে কেন টাকা দেব, আমার নিজের একটা অতি উৎসাহী হয়ে কেনা ডোমেইন টাকে বানিয়ে ফেললাম ডোমেইন বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ ফোরাম আর ফ্রী হোস্টিং এ ফ্রী তে হোস্ট করে দিলাম। এখনো বেশি কোন ইউজার নাই তবে আপ্নারা এটাকে মারকেট প্লেস বানালে হোস্ট আপগ্রেড করার চিন্তা করব। ওয়েবমাস্টার ভিক্তিক কিছু কেটাগরি আছে চাইলে ডিসকাশন এ অংশ নিতে পারেন। link
আর কোন প্রকার সাজেশন থাকলে কমেন্ট এ বলতে ভুলবেন না।
আমি Soab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“এইসব দিক বিবেচনা করে দেখলাম ব্রোকার কে কেন টাকা দেব, আমার নিজের একটা অতি উৎসাহী হয়ে কেনা ডোমেইন টাকে বানিয়ে ফেললাম ডোমেইন বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ ফোরাম আর ফ্রী হোস্টিং এ ফ্রী তে হোস্ট করে দিলাম। এখনো বেশি কোন ইউজার নাই তবে আপ্নারা এটাকে মারকেট প্লেস বানালে হোস্ট আপগ্রেড করার চিন্তা করব। ওয়েবমাস্টার ভিক্তিক কিছু কেটাগরি আছে চাইলে ডিসকাশন এ অংশ নিতে পারেন। ” – আপনার টিউনের হেডিং আর এই প্যারার কোন মিল পেলাম না। আর এই প্যারার জটিল বর্ণনা আমার মত অনেকেই ভালভাবে বুঝতে পারে নি। টিউন করার আগে হাতে সময় নিয়ে টিউন করুন। সহজ করে বিস্তারিতভাবে লিখুন যাতে অনভিজ্ঞরাও খুব সহজেই বুঝতে পারে।