যারা শেয়ার ব্যবসার সাথে জডিত তারা প্রায় সবাই IPO শেয়ার এর সাথে পরিচিত । অনেকের শত শত IPO অ্যাকাউন্ট ও রয়েছে। আবার অনেকের রয়েছে ২/৪/৫ টার মত অ্যাকাউন্ট। যাদের তুলনা মূলক কম অ্যাকাউন্ট তারা মূলত হাতে পূরণ করে থাকেন আর যাদের অনেক গুলো অ্যাকাউন্ট তারা সময় ও ভূল এড়াতে অনলাইনে বিনামূল্যে /অনেক ক্ষেত্রে ফি এর সাপেক্ষে
তার অ্যাকাউন্টগুলোর পূর্ন বিবরণী তাদের অনলাইনে সার্ভারে জমা রেখে ফর্মগুলো পূরণ করে থাকেন। এতে তাদের অ্যাকাউন্টগুলোর ব্যাংক অ্যাকাউন্ট গুলো বিবরনী ও থাকে। অনলাইনে আপনাদের বিনামূল্যে করা এই সব তথ্যগুলো তাদের সার্ভারে রাখা আপনার জন্য কতটা নিরাপদ? একবার চিন্তা করুন তো। তাদের সার্ভার আমার সব ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য গুলো জনা রাখতে হয়। এই ব্যাপারে আপনাদেরও গঠনমূলক মন্তব্য আশা করছি।
আমি Nilmon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সর্তকতামূলক পোষ্টের জন্য আমিও নিরাপদ মনে করি না,
কারণ এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন নির্ভর এতে আমার অ্যাকাউন্ট এর তথ্য নিরাপদ নয়।
যেকোন কারণে তাদের সাইটও হ্যাক হতে পারে।
আমার ৫০টির মত অ্যাকাউন্ট রয়েছে আমি আমার সব ফর্ম Offline এ সফটওয়্যার দিয়েই পূরণ
করি। এতে আমার তথ্যগুলো আমার কাছেই থাকে । নিরাপদ থাকে।
সফটওয়্যারটি এখানে পাবেন :
http://learn24bd.com/ipo_form_generator.php