প্রথমে ফেসবুকে আমাদের নবিজি মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনীর উপর আমার প্রকাশিত একটি
প্রতিবাদী টিউন পড়ার জন্য এবং এর উপর আপনাদের মূল্যবান কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।
আপনার অনেকেই আমার সাথী ফাসেবুক ছাড়ার ব্যাপারে আপনাদের সহমত ব্যক্ত করেছেন । অনেকে আবার প্রতিবাদ করার জন্য ভিন্নমত করেছেন তো আমার টাউনে আমি কিন্তু আপনাদের সরাসরি facebook ছাড়ার জন্য বলিনি বরং এই ক্ষেত্রে আমি আপনাদের দুইটা উপায় দেখিয়েছিলাম এবং প্রথম উপায় তা যদি কাজ না দেই তবেই দিতীয় পথটি অবলম্বন করার জন্য বলেছিলাম ।
তো প্রথমে আমি আপনাদেরকে প্রথম উপায়ের ব্যাপারে বলি :
১. এর জন্য আপনারা নিচের লিঙ্ক দেয়া পেজতিতে যান ।
http://www.facebook.com/pages/Everybody-Draw-Mohammed-Day/১২১৩৬৯৯১৪৫৪৩৪২৫২. এরপর এখানে নিচে বামদিকে ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন অথবা কোনো সমস্যা হলে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন :
৩. এরপর drop down menu হতে এই option টি বেছেনিন ।
৪. এবার Send বাটন চাপুন আর Ok বাটন চাপুন ।
এইবার আসি অন্য কথায় , আমি কেন আমার সেকেন্ড অপশনে আপনাদেরকে ফেসবুক ছাড়ার কথা বলছি ?
এই কথা আর আপনাদেরকে মনে করানোর বা বুঝানোর কোনো দরকার নেই যে : অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুই জনেই সমান পাপী
এই বিশাল দুনিয়াতে এত জায়গা থাকতে ইসলাম বিরোধীরা কেন ফেসবুককে বেছে নিল কারণ টাও সবার জানা ।
Facebook is the largest online social network. And this is why, any idea or activity that may be positive or negative to any people or any community will spread rapidly than other media.
আর এখানেই কথা আসছে, ইসলাম বিরোধীরা ইসলামের মূল্যবোধ এ আঘাত হানার জন্য ফেসবুককেই সর্বৌত্তম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আর তৈরী করছে একের পর এক ইসলাম বিরোধী পাতা এবং সাইট ।
তার উপর ফেসবুক এর মালিক জনাব যুকার্বার্ক সাহেব তো আবার একজন সাবেক হ্যাকার অন্যকে বিরক্ত করার ব্যাপারে তার অভিজ্ঞতা আর যোগ্যতা সবারই জানা আছে ।
তাই আমি দিতীয় এবং শেষ রাস্তার কথা বলেছি । তবে আমার মনে হয় প্রথম এবং শেষ রাস্তা দুটির মাঝখানে আরেকটি রাস্তাও আছে আর তা হলো :
ফেসবুকে যেমন ইসলাম বিরোধী পেজ আছে ঠিক তেমনি ইসলাম সমর্থক পৃষ্ঠাও আছে যেগুলোকে আমরা highlight করতে পারি এবং এইগুলোর উপর লিখতে পারি ।
পরিশেষে আপনাদেরকে আমার তৈরী করা একই সাইট এর লিঙ্ক দিচ্ছি যেখানে যেয়ে আপনারা কিছু সাইটের লিস্ট পাবেন যা নামে ইসলামী কিন্তু কাজে ইসলাম বিরোধী। এই সমস্ত লিস্টেড সাইট গুলো মুসলমানদের বিভ্রান্ত করার জন্য এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়ার জন্য তৈরী করা হয়েছে ।
আমার সাইটটি কোনো অর্থ উপার্জনের জন্য তৈরী করা হয়নি বরং ইসলাম বিরোধীদের কান্ড কারবার সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য তৈরী করা হয়েছে ।
আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই সমস্ত ভুয়া এবং ভুলে ভরা সাইট থেকে সাবধান থাকবেন এবং আপনাদের আত্তীয় সজন , বন্ধুবান্ধব সবাই কে এইসব সাইটগুলো থেকে বিরত থাকার জন্য বলবেন ।
মহান আল্লাহ আপনাদের সহায় হউন । আমিন ।।
খুবেই সুন্দর মানের লেখা।ধন্যবাদ আপনাকে।