আজকে সকালে যখন নাস্তা করছিলাম তো n TV -তে Facebook এর একটি খবর দেখলাম যাতে মনটা একদম খারাপ হয়ে গেল আর তা হলো Facebook এ নাকি আমদের মহানবী হজরত মুহাম্মদ (স:) এর বাঙ্গচিত্র -র প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন হছে। একটু চিন্তা করেন তুমুল জনপ্রিয়তা মানুষকে কতটা স্খারাপ করে তোলে Facebook হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট আর এখানে কিনা আমাদের মহানবী হজরত মুহাম্মদ (স:) এর বাঙ্গচিত্র -র প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন হচ্ছে আর এতকিছুর পরেও আমরা নির্লজ্জের মত Facebook ব্যবহার করছি প্রতিদিন।
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
খবর সত্য এবং আমার একাউন্ট বন্ধ করেছি।