Facebook এর ধৃষ্টতা এবং এর যথাযথ প্রতিবাদ

facebook

আজকে সকালে যখন নাস্তা করছিলাম তো n TV  -তে Facebook এর একটি খবর দেখলাম যাতে মনটা একদম খারাপ হয়ে গেল আর তা হলো Facebook  এ নাকি আমদের মহানবী হজরত মুহাম্মদ (স:) এর বাঙ্গচিত্র -র প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন হছে। একটু চিন্তা করেন তুমুল জনপ্রিয়তা মানুষকে কতটা স্খারাপ করে তোলে Facebook  হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট আর এখানে কিনা আমাদের মহানবী হজরত  মুহাম্মদ (স:) এর বাঙ্গচিত্র -র প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন হচ্ছে আর এতকিছুর পরেও আমরা নির্লজ্জের মত Facebook ব্যবহার করছি প্রতিদিন।

যতটুকু আমি জানি আমদের দেশের সরকার এই বাপরে কিছুই জানে না আর তাই তারা এই বাপরে কোনো বাবস্থা নেই নি। কিন্তু পাকিস্তান সরকার এই বাপরে অবগত হবার পর তাদের দেশে Facebook ব্যবহার নিষিদ্ধ করেছে এবং এই বাপরে জনসচেতনতা চলছে ।
এখন কথা হলো আমরা এই বাপরে কি করছি আম মতে এই ধরনের ব্যাপারে দুইটি পদক্ষেপ নেইঅ যাই আর তা হোল :
১.   Facebook কর্তৃপক্ষ কে এইব্যাপারে অবহিত করা এবং এই ধরনের কাজ যাতে Facebook এ আর না হতে পারে তার যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ করা। যদিও আমার মনে হয়না তারা আমাদের এই কথা শুনবে কারণ তারা আবার একটু বেশি মাত্রায় উদারপন্থী অর্থাত মুক্ত চিন্তার supporter।
২. আর যদি প্রথম পদক্ষেপে কোনো কাজ না হই তাহলে আমাদের অর্থাত সমস্ত মুসলমান এবং বিবেকবান অন্য ধর্মের অনুসারীদের  জন্য একটি রাস্তাই খোলা আছে আর তা হলো ।
let's QUIT from Facebook ....
যেই সাইট আমাদের ধর্মকে সম্মান করে না সেই সাইট বাবহার করার কোনো দরকার আমাদের থাকতে পারেনা পৃথিবী তে আরো অনেক সাইট আছে এমনকি আমদের দেশে ও আছে।
একটি কথা মনে রাখা দরকার আর  তা হলো  Facebook কখনো  আমাদের ধর্মীয় মূল্যবোধ এর চেয়ে বড় হতে পারে না ।
তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সবাইকে এই ব্যাপারে খোজ খবর নেয়ার অনুরোধ করছি । আর যদি এই খবরটি সত্যি প্রমানিত হই তাহলে Facebook ছাড়ার জন্য অনুরোধ করছি ।
সবাই কে ধন্যবাদ ।

Level 0

আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খবর সত্য এবং আমার একাউন্ট বন্ধ করেছি।

আসুন আমরা সবাই এর প্রতিবাদ জানাই।
আমরা সবাই facebook এর একাউন্ট বন্ধ করে ফেলি।

অবশ্যই করা উচিত।……………………

Level 0

ব্যপারটা জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ। আমিও off রাখলাম facebook.

    Level 0

    আপনাকেও ধন্যবাদ, আপনি ফেসবুক ছাড়বেন কিনা সেটা আপনার ব্যাক্তিগত বেপার। তবে তার আগে আমার দ্বিতীয় টিউন টি পড়ুন এবং আইনগত ভাবে এর প্রতিবাদ করুন. এতেও যদি কাজ না হয় তাহলে তো শেষ রাস্তা তা ছাড়া আর কোনো পথ দেখি না ।

    https://www.techtunes.io/internet/tune-id/24972/

মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি সাহেব অনেক আগেই ফেসবুকের বিরুদ্ধে ফতয়া দিয়েছিলেন যে,ইহার কারনে মুসলমানদের সামাজিক নিরাপত্তা বিগ্নিত হচ্ছে সেই সময় অনেকে এটাকে উগ্রপন্থি ফতয়া হিসাবে বেক্ষা করেছিল কিন্তু দেখেন আজ উনার কথাটাই সত্যি বলে প্রমানিত হল।

Level 0

আমার রাগে …….. মনে হয় ……….. হ্যা আমিও off .

আসুন আমরা ফেসবুক থেকে চিরতরে বিদায় নেই,ফেসবুক ছারাও ইন্টারনেটে আরো অনেক পথ আছে যোগাযোগের জন্য আমরা সেগুলু ব্যহার করি।

ফালতু ফেসবুক ব্যাবহার করলৈই কি না করলেই কি।
এরকম আরো বহু ইসলাম বিরোধি গ্রুপ আছে ফেসবুকে……….

Level 0

ভাই, ওইসব দিকে না গেলেই হয়, সব কিছুতে ভালো-মন্দ আছে। ভালো দিকটা গ্রহন করেন আর মন্দ দিকটা ত্যাগ করেন, তা হলেই হয়>>>>>>>>>

Level 0

সব বুঝে শুনে যে অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায়ের সাথে থেকে এর শক্তি বৃদ্ধি করে সে কি অপরাধী নয় ? কি বলেন Bill Gates ভাই ?
Facebook এর এই চরম নিন্দনিয় কাজের নিন্দা জানাই ।

    Level 0

    অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুই জনেই সমান পাপী ।

এই সবকিছুর মুলে হলো ইন্টারনেট, কম্পিউটার আর বিদ্যুৎ । আসুন কাল থেকে আমরা এইসব বর্জন করি ।

    আপনার এই কথার সাথে একমত হতে পারলাম না। ইন্টারনেট, কম্পিউটার আর বিদ্যুৎ কি ধর্মীয় কালচার কে নষ্ট করছে, নাকি ফেসবুকের মত এমন কিছু সাইট ধমরঈয় মূল্যবোধকে নষ্ট করছে। একবার ভাবুন। দয়া করে আমার মতামতের ভুল ধারনা নেবেন না। কারন আমিও একজন মুসলমান। ফেসবুককে ছাড়ুন, এখানে আমি ইন্টারনেট, কম্পিউটার আর বিদ্যুৎ এর কোন দোস দেখছি না। আশা করি আপনাকেও আমার মতামতের পাশে পাবো।

    একমত।

    Level 0

    লিটলবয় ভাই, আমাকে একটি কথা বলেন তো, আপনি কি কখনো উকুনের ভূয়ে মাথা ন্যাড়া করে ফেলেন ?, নাকি আপনার জামা কাপড়ে ময়লা ধুলা লাগবে এইজন্য আপনি কি ল্যাংটা হয়ে রাস্তায় হাটেন ? কোনটা ??

    আর যদি কোনটাই না করেন তাহলে আপনার এই মন্তব্যের মানে কি ? ইন্টারনেট, কম্পিউটার আর বিদ্যুত এইগুলো কি ফেসবুকের বাপের সম্পত্তি ? যদি নাই হয় তবে এইগুলো আমরা বর্জন করব কেন ?

    ফেসবুকের অপরাধের জন্য আমরা এইগুলোকে শাস্তি দেব কেন ?

    আরে ভাই, এইসব হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র. । আপনারা বুঝতাছেন না। sobai nobi’r against a darieche. Aj paper a deklam France a borkha nishiddo. vai muslim chara onno kew Islam k like korena. karota amra dekte pacchi karota pacchina. so amra sobaike avoid korbo. nahoy islam dhongso hoye jabe. apni amar sathe moruvumite jete isshuk ?

পুরা ফেসবুক বন্ধ করে দিসি।

Level 0

………………………………………………………………………………………………………….

Deactivate করলাম, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

Level 0

আমি Deactivate করেছি এবং সবাইরে করতে বলতেছি।

    Level 0

    WISH YOU ALL THE BEST
    May allah bless you .

আমি ফেস বুকের এহেন আচরনের তীব্র প্রতিবাদ করছি । ফেসবুক নিপাত যাক।
আমার একাউন্ট এ আর কখনই লগইন করব না । আসুন সবাই এ শপথ নেই।
প্রতিবাদ স্বরুপ আমি আমার সাইট হতে Facebook Like প্লাগিনটা ডিজ্যবল করে দিলাম ।
ধন্যবাদ ভাই খবরটি শেয়ার করায়।

Level 0

Apnara FaceBook er account bondho korlay FaceBook er kichui jabay ba ashbay na. Bangladeshi ra amnitay Fundamentalist type er. Beshir vag forum,blog e dekha jay sharakhon dhormo nea khech khech cholay. Onno dhormayr koyjonkay dekcheyn amon lafay kichu holay. Lafay na karon ora budhiman. Apnader moto fundamentalists rai Islam dhormay bash detachayn. Ehudi,Christan go jinishpotro babohar korayn,abar ogoy gali maira beran 🙂 Mia agay nejay kichu banaya dekhan. Parayn na bal halaytay abar chechan. Facebook to durar kotha akta kaua book o banaitay parbayn na apnader koran and hadith poira. Khali chapabazi koran…………….chapabazi chalan. Kar ki.

    apnar gurura koto udar,tara fundamentalist na,dhormo nia matha ghamay na, onner dhormo k koto somman(!) kore!!!!!!!!!

Level 0

ভাই ট ! এক এক করে সবগুলো মন্তব্য পড়েন। দেখেন সবচাইতে নিকৃষ্ট মন্তব্যটা কার, এরপর অন্যদের সাথে নিজের তুলনা করেন।
আশাকরি নিজের ভুল বুজতে পারবেন।
আর একটা কথা, ইসলাম আর ধর্মের কথা শুনলেই অনেকের গা জ্বলে, ভাই আপনারা এসব পোস্ট না পড়লেইতো পারেন।

    vai sob muslimra jodi USA, UK, Australia, France etc etc desh gulo theke aivabe nijeder sorie nito taholei monehoy prithibita onek onek besi shanti’r hoto. vai tuner’der proti akta request, apnara sobai mile sob muslimder aktu bozan tara jeno oisob desh theke chole gie moruvumite chole jay. morle dure gie mora valo.

Level 2

সহমত।