খুব সহজে বন্ধ করুন KMPlayer এর নতুন ভার্সনের বিজ্ঞাপনের বিরক্তিকর ব্যবস্থা

সম্প্রতি কেএম প্লেয়ার তাদের নতুন ভার্সন বের করেছে । তবে এই ভার্সনে তারা বিজ্ঞাপন সিস্টেম যুক্ত করেছে । তা খুব বিরক্তিকর । কিন্তু তা খুব সহজে বন্ধ করা যায় ।

আপনি এই ব্যবস্থা দুই ভাবে বন্ধ করতে পারবেন ।

পদ্ধতি - ১

১ । প্রথমে কন্ট্রোল প্যানেল যান ।

২ । তারপর  ''Network and Internet'' এ যান ।

৩।  ''Internet Options'' এ যান ।

৪।  ''Security'' ট্যাবে যান  ।

৫। ''Restricted Sites'' এ ক্লিক করুন ।

৬।  তারপর  ''Sites''  এ ক্লিক করুন ।

৭।  ''player.kmpmedia.net''  অ্যাড করুন ।

৮।  তারপর কম্পিউটার রিস্টার্ট করুন ।

এরপর থেকে কেএম প্লেয়ার এর বিরক্তিকর বিজ্ঞাপন আপনাকে আর দেখতে হবে না ।

পদ্ধতি - ২

১। c:/windows/system32/drivers/et­c/host গিয়ে নোটপ্যাড ওপেন করুন ।

২। ''127.0.0.1 player.kmpmedia.net''   ( এটা লিখুন তারপর সেভ করে বের হয়ে আসুন ) ।

৩ । কম্পিউটার রিস্টার্ট করুন ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

player.kmpmedia.net এটা কিসের জন্য?

আগে থেকেই জানা ছিল.. ধন্যবাদ !!

এবার filehippo তে দেখলাম অনেকেই কমপ্লেইন করেছে এই ভার্সনটির ব্যপারে। এই ভার্সনটি আমার দেখা সবচেয়ে বাজে একটা ভার্সন। আপনাকে অনেক ধন্যবাদ এই এ্যাড বিড়ম্বনা থেকে মুক্তির একটা পথ দেখানোর জন্য।

কাজের জিনিস।

Level 2

Valo to. Thanks. Add pura jalaiye marlo.

Hotspot shield er ad off korar system ta ki apnar jana ache?

ধন্যবাদ। আসলেই এই লেটেস্ট ভার্সনটা তেমন ভালো না।

Level 2

খুব কঠিন মনে হলো ব্যাপার টা । আর যেটা চাইছি সেটা করতে পারিনি । নিজেই একটা নতুন পোষ্ট দিলাম এ বিষয়ে ।

দেখে জানাবেন: https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/258820