২০ মে তারিখে একজন মুসলিম হিসেবে একদিনের জন্য অবশ্যই ফেসবুক আইডি DEACTIVATE করুন

30063_14iiiiiiiiiiiiiiiiiii79655192669_1272450276_31352729_3396727_n

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) র বিরুদ্ধে একটি page খোলা হয়েছে । link : http://www.facebook.com/pages/Everybody-Draw-Mohammed-Day/121369914543425#

এখানে মহানবীর ব্যাঙ্গাত্তক ছবি আঁকতে বলা হয়েছে । তাই একজন মুসলিম হিসেবে আমাদের সকলের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা । এই page র বিরুদ্ধে report করুন এবং  ২০ মে একদিনের জন্য আপনার ফেসবুক আইডি একদিনের জন্য DEACTIVATE  করুন আর কারন হিসেবে বলুন - I AM DE-ACTIVATING TO PROTEST AGAINST THE EVENT EVERY BODYDRAW MOHAMMAD DAY(nauzubillah)।  উপরের ছবিটি আপনার প্রফাইল picture হিসেবে ব্যবহার করুন ।  আপনার আইডিটি ঠিক আগের মত হয়ে যাবে অ্যাকটিভ করার পর ।

আইডি DE-ACTIVATE করার জন্য ACCOUNT SETTINGS এ গিয়ে সবচেয়ে নিচে DE-ACTIVATE ACCOUNT এ CLICK করুন । এর পর REASON  হিসেবে BRIEFLY DESCRIBE  OPTION E-  “I AM DE-ACTIVATING TO PROTEST AGAINST THE EVENT EVERY BODYDRAW MOHAMMAD DAY(nauzubillah) এই লেখাটি COPY করে PASTE করে দিন । তারপর FACEBOOK PASSWORD  দিতে বলা হবে । তারপর একটি BOX আসবে …..যেখানে PICTURE  এ দেখানো WORD  লিখতে বলা হবে । OK দিন । আর আইডি  ACTIVATE  করতে আপনার FACEBOOK E-MAIL আর  FACEBOOK PASSWORD  দিয়ে LOGIN করলেই হবে ।

Level 0

আমি dl। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

57


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বন্ধ করছি। কারন আমি এই কাফিদের ঘৃনা করি।

    আমি মুসলমান হিসাবে ফেসবুক পুরা বন্ধ করে দিব।

আমিও বন্ধ করেছি।কারন আমি একজন মুসলমান।আল্লাহ যেন আমাদের ঈমানকে আরও মযবুত করে দেন।

ফেইসবুক তেমন একটা ব্যবহার করি না। তাই একটু বলেন একদিনের জন্য DEACTIVATE করতে কোন কোন option এ যেতে হবে। পরে আবার active করব কিভাবে।

    আইডি DE-ACTIVATE করার জন্য ACCOUNT SETTINGS এ গিয়ে সবচেয়ে নিচে DE-ACTIVATE ACCOUNT এ CLICK করুন । এর পর RESON হিসেবে BRIFELY DISCRIBE OPTION E- “I AM DE-ACTIVATING TO PROTESTAGAINST THE EVENT EVERY BODYDRAW MOHAMMAD DAY(nauzubillah) এই লেখাটি COPY করে PASTE করে দিন । তারপর FACEBOOK PASSWORD দিতে বলা হবে । তারপর একটি BOX আসবে …..যেখানে PICTURE এ দেখানো WORD লিখতে বলা হবে । OK দিন । আর আইডি ACTIVATE করতে আপনার E-MAIL আর FACEBOOK PASSWORD দিয়ে LOGIN করলেই হবে ।

ভাই আমি অবশ্যই বন্ধ করবো একজন ইসলাম প্রিয় টিউনার হিসাবে।

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

    সবাই খালি অনুরোধ করে, কিন্তু কিভাবে DEACTIVATE করব তাতো বলে না। সরষের মধ্যেই ভূত , ভূত তাড়াবে কে?

    আরে তাইতো !

    কেমনে কি করুম……………………………………………………………………………………………………………

    আইডি DE-ACTIVATE করার জন্য ACCOUNT SETTINGS এ গিয়ে সবচেয়ে নিচে DE-ACTIVATE ACCOUNT এ CLICK করুন । এর পর RESON হিসেবে BRIFELY DISCRIBE OPTION E- “I AM DE-ACTIVATING TO PROTESTAGAINST THE EVENT EVERY BODYDRAW MOHAMMAD DAY(nauzubillah) এই লেখাটি COPY করে PASTE করে দিন । তারপর FACEBOOK PASSWORD দিতে বলা হবে । তারপর একটি BOX আসবে …..যেখানে PICTURE এ দেখানো WORD লিখতে বলা হবে । OK দিন । আর আইডি ACTIVATE করতে আপনার E-MAIL আর FACEBOOK PASSWORD দিয়ে LOGIN করলেই হবে ।

মাইক্রোহ্যাকার_আলমাস says:

ভাই আমি অবশ্যই বন্ধ করবো একজন ইসলাম প্রিয় টিউনার হিসাবে।

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?

সকল টিউনারদের একদিনের জন্য DEACTIVATE করার অনুবধ করছি। ভাই ধর্মের জন্য এটুকু করবেন ?
………………………………………………………………………………………………….

আমিও তাই বললাম।
…………………………………………………………………………………………………

Level 0

ব্যপারটা জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ। আমিও off রাখলাম facebook.

গতকাল আমার সব একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।

মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি সাহেব অনেক আগেই ফেসবুকের বিরুদ্ধে ফতয়া দিয়েছিলেন যে,ইহার কারনে মুসলমানদের সামাজিক নিরাপত্তা বিগ্নিত হচ্ছে সেই সময় অনেকে এটাকে উগ্রপন্থি ফতয়া হিসাবে ব্যাখ্যা করেছিল কিন্তু দেখেন আজ উনার কথাটাই সত্যি বলে প্রমানিত হল।

    Level 0

    আল্লাহ তুমি সবাইকে তার ভুল বোঝার তৌফিক দান কর

আজকের আমার দেশ পত্রিকায় দেখলাম পাকিস্তানে ফেসবুক ব্লক করে দেয়া হয়েছে,আমিও সরকারের কাছে আবেদন জানাবো আমাদের দেশেও যেন ফেসবুক ব্লক করে দেয়া হয়।
আর একটা কথা অনেকে লিখছেন ধর্মের জন্য ফেসবুক বন্ধ করবেন কেউ মনে কিছু করবেন্না,আমি দ্বিমত পোশন করছি আমরা আমাদের ভালর জন্যই ফেসবুক বন্ধ করব, কারন ধর্ম আমাদের পথ দেখিয়েছে কিভাবে চলতে হবে কিন্তু চলার দায়িত্বটা কিন্তু আমাদের নিজের,আমরা ভাল করলে যেমন এর পুরুষ্কার পাব তেমনি খারাপ কাজ করলেও শাস্তি ভোগ করতে হবে,আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সকল পাপ কাজ থেকে হেফাজত করেন এবং এই সমস্ত কাফের-নাস্তিক থেকে ইসলাম এবং মুসলিম উম্মাহকে রক্ষা করেন।

    Level 0

    “আর একটা কথা অনেকে লিখছেন ধর্মের জন্য ফেসবুক বন্ধ করবেন কেউ মনে কিছু করবেন্না,আমি দ্বিমত পোশন করছি আমরা আমাদের ভালর জন্যই ফেসবুক বন্ধ করব, কারন ধর্ম আমাদের পথ দেখিয়েছে কিভাবে চলতে হবে কিন্তু চলার দায়িত্বটা কিন্তু আমাদের নিজের”

    আমি সম্পূর্ন একমত আতাউর ভাইএর সাথে। আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বললেই আমরা তার বিরুদ্ধে আমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পরি, কিন্তু আমি কী কখনও চিন্তা করে দেখেছি আমার দ্বারা প্রতি মুহুর্তে কত কত অ-ধর্মের কাজ হয়। আসুন আমরা সবাই এখনই আমাদের নফসের (মনের) বিরুদ্ধে জিহাদে ঝপিয়ে পরি। আসুন আমরা আজ এই মুহুর্ত থেকে প্রতিজ্ঞা করি যেন আমার দ্বারা আর কোন অন্যায় কাজ না হয়। আল্লাহ যেন আমাকে সহ বিশ্বের সকল মুসলিমকে হেদায়েত দান করেন। আমীন।

ভাই account পুরা অফ কইরা দিছি।

Level 0

এমন গুরুত্ত্বপুর্ন টিউন কারার জন্য ধন্যবাদ।এখনি এর প্রতিবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই এর প্রতিবাদ জানাই।
http://www.gsmbd24.blogspot.com

আমিও এর প্রতিবাদ জানাছি । আমার facebook account deactive করেছি । আল্লাহ আমাদেরকে কমা করেন এবং আমারা যেন আমাদের ইমানকে মজবুত করতে পারি ।

এই সবকিছুর মুলে হলো ইন্টারনেট, কম্পিউটার আর বিদ্যুৎ । আসুন কাল থেকে আমরা এইসব বর্জন করি ।

    Level 0

    আপনে মনে হয় কি হইছে তা বুঝেন নাই….. আপনাকে একটা title দিতে ইচ্ছা করছে…

আমি আজই ডিটেক্টিব করবো।

এখন করেছি।

আল্লাহ আপনার প্রতি মেহেরবান হউন। আমি আমাদের অফিসের সার্ভার থেকে ফেসবুক ব্লক করার ব্যবস্থা করেছি।

আমার মতে টেকটিউন্সে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি তাদের সবাই ফেসবুক এখনি ত্যাগ করা দরকার।

কি বলেন সম্মানিত টিউনার গন।

Level 0

ধন্যবাদ প্লাবন খানকে এ রকম একটা নিউজ দেবার জন্য। আমি আমার একাউন্ট DEACTIVATE করেছি। সকলের কাছে আমার আর একটি প্রস্তাব আছে তাহলো: আপনাদের মেইলের কন্টাক লিষ্টের সবাইকে এই টিউনের লিঙ্কটা মেইল করুন। কারন আমাদের কন্টাক লিষ্টের অনেকেই আছে যারা নিয়মিত টেকটিউনে আসেনা বা টেকটিউন সম্পর্কে জানেনা। তাই জলদি করুন। ধন্যবাদ সবাইকে।

Deactivate করলাম, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন।

আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ভাইদের আকীদা দেখে তারা চলছে ইহুদীদের মন মতো বলা যায় পুরো ফলো করেই চলছে ইহুদীদের মত। অথচ ইহুদীরা নবীজীকে কটাক্ষ করলেই আমাদের যুব ভাইরা ক্ষেপে ওঠেন এবং অনেকে মনে অনেক কষ্ঠ পান তা দেখে আমার ব্যাপক হাসি আসে, হাসি আসে এই জন্যই যে নবী করীম [সাঃ] দাড়িকে লম্বা করার জন্য বারবার তাগিদ দিয়েছেন এবং গোঁফকে ছোট করতে বলেছেন কারন ইহুদীরা গোঁফ মোটা করতো এবং দাড়ি ছাটাই করতো । তাই তাদের সাথে আমাদের পার্থ্ক্যের বুঝানোর জন্য নবী আমাদের এই আদেশ দিয়েছিলেন
এবার আপনি মনের আয়নার দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন আমার বেশ ভুশ কি ইহুদীর মত হয়ে যায়নি আমিকি মুসলমানের লেবাস জাড়িয়েছি। ইহুদী নবীকে অবমাননা করছে আমরা কি নবীকে কম অবমাননা করছি । যিনি বারবার দাড়িকে বড় রাখার তাগিদ দিয়েছেন যাতে আমরা ইহুদী নাসারাদের মত হয়ে না যাই । আর আমরা ফেসবুক নিয়ে পড়ে আছি। আপনি কি জানেননা ফেসবুক এবং তার সকল কর্মকর্তাবৃন্দ প্রায় বেশীর ভাগই ইহুদী নাসারা । তাহলে আমরা কেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকি এবং তাদেরকে সাপোর্ট করছি । আমরা ফেসবুককে ব্যান করলেই তো পারি । আমরা কি নিজেরা ইসলামী ব্লগ করে সেখানে ঘন্টার পর ঘন্টা প্ররিশ্রম করতে পারিনা এবং পরস্পরকে সালাম বিনিময় করতে পারিনা । ভাইরা এরকম নবীর প্রতি ভালোবাসা করে কোন লাভ হবেনা । আগে ভাবুন নবীজী সম্মানিত হবেন এমন কয়টি কাজ আপনি সারাদিন করেছেন এবং এমন কয়টি কাজ করেছেন যা নবীজীকে অবমাননা করার মতই । ভাবুন এবং নিজেকে মনের আয়নায় দেখুন, সুন্দর উওর পাবেন

ফ্রান্সে নেকাব নিষিদ্ধের খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদন
বিশ্লেষকদের সতর্কতা, মুসলমানদের বিরোধিতা
কালের কণ্ঠ ডেস্ক
প্রকাশ্যে পুরো মুখ ঢেকে রাখার পর্দা বা নেকাব নিষিদ্ধসংক্রান্ত খসড়া আইন অনুমোদন করেছে ফ্রান্সের মন্ত্রিসভা। গত বুধবার প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির উপস্থিতিতে মন্ত্রিসভায় আইনটি অনুমোদিত হয়। ফলে আগামী জুলাইয়ে আইনটি পার্লামেন্টে তোলার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। (kalerkantho, 21.05.2010)

vai cholen sobai mile iman rokkar jonno sob kichu chere moruvumite jai.

deactive ভাল প্রতিবাদ হতে পারে কিন্তু এর চেয়েও আরও ভাল প্রতিবাদ করা যেতে পারত। খেয়াল করুন গত কাল অনেক বেশী মানুষ মুহাম্মদ (স) কে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। হোক না সেটি নেতিবাচক দৃষ্টিতে। আমাদের উচিত ছিল ওদেরকে হাসি মুখে বরণ করা আর বলা ধন্যবাদ ইসলাম আর মুহাম্মদ(স) কে নিয়ে আগ্রহ দেখানোর জন্য। আরও জানতে এই এই ওয়েবসাইট দেখুন আর এই বই গুলা ডাউনলোড করুন।

এই কাজ গুলো খুবই সফল ভাবে করেছে facebook.com/iloveallah, তারা রাসুলুল্লাহ (স) এর উপর ডকুমেনটারী, বই, ভিডিও ক্লিপ শেয়ারে দিয়ে যাচ্ছে। aggresive না হয়ে এইভাবে কাজ করলে আরো ভাল হত কারণ যারা এইসব কাজ করছে এদের অধিকাংশই না জেনেই করছে। কালকে facebook.com/hadith.bangla তে ভাল আর্টিকেল পরলাম এই নিয়ে।

Level 0

ধন্যবাদ প্লাবন খানকে এ রকম একটা নিউজ দেবার জন্য।

page sas

We all of us have to make a clean and sharp social networking site like facebook to termination of violence against Islam and its ummah……. Pleas Come on all Islam loving brothers to creat a social platform for obscene free and pure friendly base social site. ilife.com canbe a real of new and dynamic anti facebook socio platform… I will spent my life about creating such a islamic social site… Any one here for appreciate with me?

Level 0

deactive korlad