“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
বরাবরের মতন সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেকদিন হয় ডাউনলোড নিয়ে কোন টিউন করি না তাই গুগলু মামার কাছে সার্চ দিতেই এসে গেল দারুন একটি সফটওয়্যার। যার নাম Modem Booster 3.0,4.0 & 5.0 ।সত্যিই একটি অসাধারন সফটওয়্যার এটি। বর্তমানে আমাদের দেশে নেটের গতির যে অবস্থা তাতে এর ভূমিকা মনে হয় আমাদের কাজে লাগবে। এটি আপনার পিসির পপআপ কে রিমুভ করে সর্বচ্চ গতি দিতে পারে। আমার মডেম Symphony D65 এবং সাধারনত আমি এতে 5kb পর্যন্ত পাই এরপর Modem Booster ব্যবহার করার পর এটা প্রায় 6kb – 7kb পর্যন্ত আসছে। এটির ক্ষমতা মডেমের সর্বচ্চ গতির উপর নিরর্ভশীল। মডেম উন্নত মানের হলে এটি প্রায় ৩০০% পর্যন্ত গতি দিতে পারে।
১। এটি PING টেকনোলজিতে তৈরির ফলে মডেম কে সর্বচ্চ ৩০০% পর্যন্ত গতিশীল করতে সক্ষম।
২। ইন্টারনেটকে আপ্টিমাইস করে আপনাকে দিবে ব্লাউজিংয়ের দূর্দন্ত গতি।
৩। ব্লাউজিং এর সময় Pop-up সয়ংক্রিয় ভাবে দূর করে।
৪। Hindering দেখানোর ফলে আপনাকে দিবে ব্লাউজিং পুরো মজা।
# ডাউনলোড করুন #
ডাউনলোড করার পর ইনিস্টল করার সময় ডায়ল-আপ নতুন করে করতে হয় এজন্য আপনাকে ISP ঠিকানা এবং পূর্বের ডায়ল-আপের পাসওয়ার্ট দিতে হবে। যেমনঃ
ইনিস্টল করার পর নিচের Taskbar এর Modem Booster এর লোগোতে একটি ক্লিক করলেই এখান থেকে Dail হবে এবং পরবর্তীতে এখান থেকেই Dail এবং Disconnect করুন।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস।
জ্বর এবং সর্দির কারনে টিউনটি মন মত করতে পারলাম না তাই SoRrY !
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
প্রথমেই আপনার রোগ মুক্তির জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন।আপনার একটা জিনিস আমার খুব ভাল লাগে সেটা হল আপনি টিউনের আগে,“বিসমিল্লাহির রাহমানির রাহিম” দিয়ে শুরু করেন এই জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন আশা করছি।
আপনার টিউনটা খুব ভাল হয়েছে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।