হুম… সম্ভব !!! আপনার মডেমকে সর্বচ্চ ৩০০% পর্যন্ত গতিশীল করুন আর উপভোগ করুন দূর্দান্ত গতি।

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

বরাবরের মতন সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেকদিন হয় ডাউনলোড নিয়ে কোন টিউন করি না তাই গুগলু মামার কাছে সার্চ দিতেই এসে গেল দারুন একটি সফটওয়্যার। যার নাম Modem Booster 3.0,4.0 & 5.0 ।সত্যিই একটি অসাধারন সফটওয়্যার এটি। বর্তমানে আমাদের দেশে নেটের গতির যে অবস্থা তাতে এর ভূমিকা মনে হয় আমাদের কাজে লাগবে। এটি আপনার পিসির পপআপ কে রিমুভ করে সর্বচ্চ গতি দিতে পারে। আমার মডেম Symphony D65 এবং সাধারনত আমি এতে 5kb পর্যন্ত পাই এরপর Modem Booster ব্যবহার করার পর এটা প্রায় 6kb – 7kb পর্যন্ত আসছে। এটির ক্ষমতা মডেমের সর্বচ্চ গতির উপর নিরর্ভশীল। মডেম উন্নত মানের হলে এটি প্রায় ৩০০% পর্যন্ত গতি দিতে পারে।

almas.zaman

সুবিধা সমূহঃ

১। এটি PING টেকনোলজিতে তৈরির ফলে মডেম কে সর্বচ্চ ৩০০% পর্যন্ত গতিশীল করতে সক্ষম।

২। ইন্টারনেটকে আপ্টিমাইস করে আপনাকে দিবে ব্লাউজিংয়ের দূর্দন্ত গতি।

৩। ব্লাউজিং এর সময় Pop-up সয়ংক্রিয় ভাবে দূর করে।

৪। Hindering দেখানোর ফলে আপনাকে দিবে ব্লাউজিং পুরো মজা।

nyah

# ডাউনলোড করুন #

ডাউনলোড করার পর ইনিস্টল করার সময় ডায়ল-আপ নতুন করে করতে হয় এজন্য আপনাকে ISP ঠিকানা এবং পূর্বের ডায়ল-আপের পাসওয়ার্ট দিতে হবে। যেমনঃ

  • ISP ঠিকানাঃ GrameenPhone
  • পূর্বের ডায়ল-আপের পাসওয়ার্টঃ 123456789

ইনিস্টল করার পর নিচের Taskbar এর Modem Booster এর লোগোতে একটি ক্লিক করলেই এখান থেকে Dail হবে এবং পরবর্তীতে এখান থেকেই Dail এবং Disconnect করুন।

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস।

জ্বর এবং সর্দির কারনে টিউনটি মন মত করতে পারলাম না তাই SoRrY !

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমেই আপনার রোগ মুক্তির জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন।আপনার একটা জিনিস আমার খুব ভাল লাগে সেটা হল আপনি টিউনের আগে,“বিসমিল্লাহির রাহমানির রাহিম” দিয়ে শুরু করেন এই জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন আশা করছি।
আপনার টিউনটা খুব ভাল হয়েছে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    লাখো……….. ধন্যবাদ আপনাকে আমার একজন সুপ্রীয় শুভাকাঙ্খী হিসাবে।
    ভাল এবং সুস্থ্য থাকুন এই কামনায়।

Level 0

ধন্যবাদ আলমাস, খুবই ভালো টিউন,কাজে লাগবে । তাছারা এমনিতেই আমি তোমার টিউন গুলোর প্রতি দুর্বল । আমি ৪টি টিউন করেছি কিন্তু দুঃখের বিষয় একটিতেও তোমার মন্তব্য পেলাম না ।

    প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ এবং দ্বিতীয়ত SoRrY !

    সামনের টিউনে অবশ্যই অবশ্যই কমেন্ট করবো।

    Level 0

    কাউর থেকে কিছু পায়ার আশা না করে টিউনের মান ঠিক রাখুন ঠিক একদিন আপনি সফল হবেন ই

    Bappy ভাই কিছু মনে করবেন না LuckyFM ভাই একটু কড়া ভাবে কথা বলেছেন, তবে উনি অবশ্যই আপনার শুভাকাঙ্খী। আমি, LuckyFM এবং আমরা সবাই আপনার পাশে আছি।

    OffComment
    ———————————————————————————————-
    LuckyFM ভাইঃ Bappy ভাইরে কথাটা সহজ ভাবেও কিন্তু বলা যেত।
    ———————————————————————————————-

    কই আপনে? খবর নাই কেন?

    Level 0

    নারে ভাই তোমরা মাইন্ড খাইবা জানলে আমি কইতাম না,

    তবে যেটা বলছি মনে হয় ভুল বলি নাই

জটিল টিউন। কাজে আসতেসে। কিন্তু আলমাস ভাই আমার জন্য একটা ভাল ব্রডবেন্ড কানেকশন এর স্পীড বাড়ানোর জন্য সফ্‌টওয়ার খোজ করে দিবেন?
অসংখ্য ধন্যবাদ!!!

Level 0

আলমাস ভাই আপনাকে ধন্যবাদ শেয়ার করার ,নিজের শরীরের প্রতি খেয়াল বাখবেন ।

Level 0

আলমাস ভাই আপনাকে ধন্যবাদ শেয়ার করা ও,নিজের শরীরের প্রতি খেয়াল বাখবেন ।

আলমাস এখন কি অবস্থা জ্বরের?টিউনটা তো একদম ফিটফাট।এবার নিজের শরীরটাকে ফিট করো আর তাড়াতাড়ি সব জোশ টিউন গুলো করে ফেলো।

সবটিউনের মত এই টিউনটি ও ভাল হইছে,তাড়াতাড়ি সুসহ্য হওয়ার প্রত্যাশায় ………. ।

ট্রাই করে দেখতে হবে 🙂

জিপি মডেমে কাজ করবে আলমাস?

    Level 0

    জিপি মডেমে কাজ করছে টিনটিন ভাই! Performance test-এ Extreme Performance 252%, Average Performance 60% ও Best of the best Performance 19% দেখাচ্ছে। তবে MTU Ping use করতে পারলে Performance আরো বাড়বে বলে আমার মনে হয়।
    @ আলমাস ভাই, MTU Ping কিভাবে use করতে হয় তাড়াতাড়ি জানান, প্লিজ!!!

    Spam আপনি ডাউনলোড কত পান এখন?

    হ্যা সোহান ভাই ১০০% কাজ করবে।

    ধন্যবাদ Spam ভাই।

    Level 0

    আমার এখনকার ডাউনলোড স্পিড 0.09 Mb/s

ভাল হইছে

download link kothay ?

খুবেই সুন্দর আলমাস । ধন্যবাদ ।

Khub valo tune.
Rangpur e thaki, আলমাস tumi kothay thako.
Amar mouse er left button single click korle majhe majhe double click hocche (mouse e somossa nei). Ki korbo, help me.

    ধন্যবাদ ভাই।

    আমি গাইবান্ধায় থাকি, আপনার প্রতিবেশী। অবশ্যই অবশ্যই দেখা করবেন।

    আপনার সমস্যাটি মাদারবোর্ডর।

    Level 0

    almas amar nanar bari gaibandai.purbopara.tumi gaibandai kothai thako
    tomar shata daka korbo

পুরোপুরি ২ ঘন্টা সফটওয়্যার এর উপরে কাজ করলাম। ইচ্ছে করেই চায়না মোবাইলের দিয়ে টেস্ট করেছি। এই screenshot গুলো দেখলেই বুঝতে পারবে স্পীড কতটা বাড়ল।
পূর্বের স্পীড=http://img94.imageshack.us/img94/6195/previousspeed.jpg
পরবর্তী স্পীড=http://img139.imageshack.us/img139/6506/nextspeed.jpg

দারুণ টিউন, কাজে লাগবে , ধন্যবাদ 😀

আলমাস, GP মডেমে ঝামেলা করতেছে! আমার কাছে Speed বাড়ছে বলে মনে হয় নাই, বরং কিছুক্ষন পর পর Gp Internet is now connected msg দিচ্ছে।
সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ।

আলমাস তোমার রেজাল্ট টাতো জানাওনি। আমার ভাগের মিষ্টি গুলো কই

    আমি ২০১১ সালে S.S.C দিব।

    আপনাদের দোঁয়া একান্ত কাম্য……………

    মিষ্টি তো অবশ্যই পাইবেন……………….. যদি A+ টা পাই। 😛

Level 0

Nice Tune. Go Ahead Bro….

অনেক ধন্যবাদ, আমি সিটিসেল জুম এর আই এস পি এবং ডায়াল আপ কি হবে বলবেন ।

Level 0

সব ডাউনলোডইং সফটওয়্যার এ কাজ কি কাজ করবে ?

valo hoice. Dhonnobad tomake abaro.

আলমাস ভাই আমিতো GP internet modem ব্যবহার করি এটাতে কি কাজ করবে আর GP modem এর আই এস পি এবং ডায়াল আপ টা কি হবে দয়া করে বলেন?

Level 0

M.H Aslam Vi Thamk UUuuuuuuuuuuuuuu sooo Much. But vi Link ta lekhe dele valo hoto. Valo Thakban By…

আলমাস তোমার রেসাল্ট কি হইছে ?

Level 0

bro,
ami to qubee modem use kori….
ki korbo kichui bujhtesina…
help me….

Level 2

software ta passi na.

ভাইয়া এটা কি কিউবি তে কাজ করে?????????

Level 0

ভাই কিছু মনে করবেন না । এই সফট টা সম্ভবত wireless modem এর জন্য না , cable modem এর জন্য ।
সেটা হলে জিপি সহ অন্যান্য usb মডেম এ এই সফট কোনো performance increase করবে না ।
আমার ভুল ও হতে পারে ।
ধন্যবাদ ।