আস্সালামুআলাইকুম,
আজ আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি যেখানে আপনি হাজারেরও উপর আইকন পাবে। এই ওয়েব সাইটের আইকন দিয়ে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার, সফটওয়্যারের সটকার্টের আইকন চেঞ্জ করে আপনার কম্পিউটারকে সুসজ্জিত করতে পারবেন। এই ওয়েব সাইটের আইকোনগুলো আপনি MS Windows এর জন্য *.ico, Linux এর জন্য *.png এবং MacOS এর জন্য *.icns ফরমেটে ডাউনলোড করতে পারবেন। আবার আপনি কোনো ইকন সেটের সবগুলো আকন একসাধে Zip ফর্মেটে ডাউনলোড করতে পারবেন।
তাই দেরী না করে এখনই ঘুরে আসুন http://www.iconarchive.com এই ওয়েবসাইট থেকে আর ডাউনলোড করতে থাকুন নিজের পছন্দমত আইকন।
আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম সেমিস্টার, প্রথম বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
ভালই হইছে আপনাকে ধন্যবাদ চালিয়ে যান,তবে শিরোনামটা একটু ফেরীওয়ালা মার্কা হইয়া গেছে।সামনে আরো ভাল এবং উন্নত মানের টিউন আশা করছি।