সুপার ফাষ্ট থ্রিজি প্যাকেজ ফ্রি তে

টেলিটকের যে কোন পুরাতন সিম আপগ্রেড করলেই ফ্রি তে পাচ্ছেন ১ জিবি ডাটা । এক মাসের মেয়াদের এই থ্রিজি ডাটার সাথে আরো পাবেন 300 মিনিট ভিডিও কলিং সুবিধা ফ্রি মেসেজ ।

যাদের কাছাকাছি থ্রিজি সেবা এখনো আসেনি তারা ২জি স্পিডেই ফ্রি ডাটা ইউজ করতে পারবেন ।

আর 2009 এর পরবর্তি বিক্রিত মডেম এর থ্রিজি অপশন থাকার কথা সবার । কম্পিউটারে থ্রিজি এনাবল্ড মডেম দিয়ে আপনি সুপার ফাষ্ট স্পিডে ব্রাউজ করতে পারবে ।

টেলিটকের যেকোন থ্রিজি প্যাকেজে মাইগ্রেশন করুন মাত্র ২০ টাকায় ! বিজয়, একুশ, স্বাধীন প্যাকেজের গ্রাহকরামাত্র ২০ টাকায়

থ্রিজি প্যাকেজে মাইগ্রেট করতে 3G লিখে পাঠিয়ে দিন 666 নাম্বারে !

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi 20 taka dea migrate korla 20mb data deba. na jana tune koren kano?

    Level 2

    ভাইয়া জয় তুমি হয়তো খেয়াল করনি আমি পোষ্ট খুব ই কম দেই । আর আমি নিজে ইউজ করে তারপরেই দিয়েছি ।

    আপনিও না চেষ্টা করে কমেন্ট করবেন না আশা করি । আমি শতভাগ শিওর যে এটা সঠিক । ১ গিগা পাবেন ১০০% সত্য । আমি ইউজ করছি ।এবং বেশ কয়েকজনকে নিয়ে দিয়েছি ।

    বিভ্রান্তকর মন্তব্য করার আগে একবার চেষ্টা করলে মনে হয় না কোন ক্ষতি হতো ।

Level 0

আমি মাইগ্রেড করে 20 মেগা পাইলাম।

    Level 2

    @blogstudy: আপনি মনে হয় প্রসেস টা ভালোমত পড়ে দেখেননি । আমি কোন প্যাকেজ মাইগ্রেশনের কথা বলিনি স্পেসিফিকভাবে ।”

    আপনি সম্ভবত Y3G লিখে পাঠিয়েছেন বলে এরকম টা হচ্ছে ।

    >> আপনি Y3G লিখে 555 নাম্বারে এসএমএস করলে ১ GB আর পাবেন না, সেক্ষেত্রে ২০MB পাবেন।
    >>পরবর্তীতে আপনি চাইলে ২০টাকা দিয়ে (Y3G সেন্ড 555) YOUTH3G তে কনভার্ট করতে পারবেন।

    ১ গিগাবাইট ফ্রি 3G ইন্টারনেট পেতে 3G লিখে পাঠিয়ে দিন 666 নাম্বারে ।
    ফিরতি মেসেজে পেয়ে যাবেন
    ১ গিগাবাইট ডাটা, ১০০ এমএমএস, ৩০০০ সেকেন্ড ভিডিও কল টকটাইম।

    আমি পেয়েছি । পোষ্ট সহ মন্তব্য সব করছি ফ্রি ফ্রি নেওয়া ৩ জি দিয়ে । আপনি প্রসেস টা আরেকবার ভালো করে পড়ে দেখুন ।

আপনি যদি Y3G লিখে ৫৫৫ নম্বরে পাঠান তবে ২০ মেগাবাইট ফ্রি পাবেন। আর যদি আগামী/পিসিও/ইউথ ২জি প্যাকেজ বাদে অন্য কোন ২জি প্যাকেজে থাকেন তবে 3G লিখে ৬৬৬ নম্বরে পাঠালে ফ্রী ১ জিবি ৩০ দিন মেয়াদ সহ পাবেন। যা ২জি ও ৩জি উভয় নেটওয়ার্ক এ ব্যাবহার করা যাবে। উভয়ের জন্য চার্জ ২০ টাকা। এসএমএস/ ভ্যাট চার্জ করা হবে না।

    @রাফাতুল হাসান সাগর: 3G network covarege na thakle o ki ei subidha pawa jabe?

      Level 2

      @আধ্যাত্মিক ভবঘুরে: সেক্ষেত্রে আপনি ৩ জির গতি পাবেন না । আগেকার সেই ২জি তে পাবেন ।

    Level 3

    @রাফাতুল হাসান সাগর: apnarta valo bujhte parlam.

আগের থেকেই জানতাম|ধন্যবাদ|
Techtunes
[url=https://www.techtunes.io/download/tune-id/243434]Techtunes[/url]

    Level 2

    @Zahidul_Islam: কিসের মধ্যে কিসের লিংক দিলেন ভাই !

    আপনার যদি পোষ্ট টা এতটাই ভালো হয় মানুষে অবশ্যই পড়বে । মার্কেটিং এর তো কিছু নাই ।

Goode

Level 0

1 gb na 20 mb

    Level 2

    @Imtiaj:

    >> আপনি Y3G লিখে 555 নাম্বারে এসএমএস করলে ১ GB আর পাবেন না, সেক্ষেত্রে ২০MB পাবেন।
    >>পরবর্তীতে আপনি চাইলে ২০টাকা দিয়ে (Y3G সেন্ড 555) YOUTH3G তে কনভার্ট করতে পারবেন।

    ১ গিগাবাইট ফ্রি 3G ইন্টারনেট পেতে 3G লিখে পাঠিয়ে দিন 666 নাম্বারে ।
    ফিরতি মেসেজে পেয়ে যাবেন
    ১ গিগাবাইট ডাটা, ১০০ এমএমএস, ৩০০০ সেকেন্ড ভিডিও কল টকটাইম।

১ জিবি পাইছে কেউ?

    Level 2

    @tauhid zihad:

    আমি পেয়েছি । পোষ্ট সহ মন্তব্য সব করছি ফ্রি ফ্রি নেওয়া ৩ জি দিয়ে । আপনি প্রসেস টা আরেকবার ভালো করে পড়ে দেখুন ।

3g ki hobe naki khali 20 taka gelo??????????????????
pailam to 20 mb

    Level 2

    @Shahriar rahat: আপনি সম্ভবত Y3G লিখে পাঠিয়েছেন বলে এরকম টা হচ্ছে ।

    >> আপনি Y3G লিখে 555 নাম্বারে এসএমএস করলে ১ GB আর পাবেন না, সেক্ষেত্রে ২০MB পাবেন।
    >>পরবর্তীতে আপনি চাইলে ২০টাকা দিয়ে (Y3G সেন্ড 555) YOUTH3G তে কনভার্ট করতে পারবেন।

    ১ গিগাবাইট ফ্রি 3G ইন্টারনেট পেতে 3G লিখে পাঠিয়ে দিন 666 নাম্বারে ।
    ফিরতি মেসেজে পেয়ে যাবেন
    ১ গিগাবাইট ডাটা, ১০০ এমএমএস, ৩০০০ সেকেন্ড ভিডিও কল টকটাইম।

    আমি পেয়েছি । পোষ্ট সহ মন্তব্য সব করছি ফ্রি ফ্রি নেওয়া ৩ জি দিয়ে । আপনি প্রসেস টা আরেকবার ভালো করে পড়ে দেখুন ।

      @Nahid: vai ami only 3g e likhsi r send o korsi 666 e

Level 0

vi, This offer only for you . i recharge 20tk but i get 20 mb internet…

আমি পেয়েছি

    Level 2

    @রাসেল: যাক একজন কে তো পাওয়া গেল যে আমার সাথে একমত ।

Level 2

harami

Level 0

gp modem diya ki teletalk 3g chalano jay?

আমি আজ করলাম ৩জি লিখে ৬৬৬ ে পাথালাম , কিন্তু ২০ এম্বি পাইলাম । কিন্তু আমার এক বন্ধু আমার সাথে করে ১ জিবি পাইল । কিচুই বুঝলাম না ।

    Level 2

    আমিও তো কিছুই বুঝতে পারছি না রুবেল । আমি যতজনকে করে দিয়েছি সবাই ১ জিবি করে পেয়েছে । আপনারা সবাই এরকম কমেন্ট করছেন আমি নিজেই কন্ফিউজ্ড ।

Level 0

I write message option 3G and send 666. Then i get 20 MB free internet but you say 1GB free and also get 300 minutes video calling. Don’t disapointed people.

    Level 2

    @nirobodi01: আমি সত্যি সত্যি এ পর্যন্ত কারো সিম এ ২০ এমবি পেতে দেখিনি । সম্ভবত কোথাও ভুল হচ্ছে আমার ।
    কিন্তু আমার প্যাকেজে এখনো ডাটা আছে ৮১০ মেগাবাইট মত এখনো আছে । আমি চোখে বেশি দেখছিনাতো ?

আমি কনফিউজড তাই করতে গেলাম না

ভাই, আমিও তো 3G লিখ 666 এ পাঠিয়ে মাত্র 20 MB পেলাম৷ নিশ্চয় এখানে কোন ফাঁক ফোকর আছে৷ দয়া ভালোমতো জেনেশুনে পোষ্ট দেবেন৷

    Level 2

    @হুমায়ুন কবির বিদ্যুৎ: আমিও কন্ফিউজ ভাই । আল্লার কির‌্যা কইতাছি । আমি পাইছি । আর আরো কয়েকজনকে নিয়ে দিয়েছি ৫-৬ জন মত হবে । সবাই পেয়েছে ।

Level 0

এটা কি 3G থেকে 3G মাইগ্রেশন নাকি 2G থেকে 3G মাইগ্রেশন সিস্টেম?

    Level 2

    @MEZBA: এটা আমি পুরাতন ব্যাবহৃত ২জি সিম এ করেছি । সবগুলাতেই ১ জিবি ডাটা পাওয়া গেছে ।

Level 0

vhi 20 mb e to pailam apni kemne pailen bujlam na.kono 300 minit ekane free nay.apnar proccess motoi korci.paini vhi

    Level 2

    @optimizers: আমি সবগুলাই পুরাতন ব্যাবহৃত সিম দিয়ে করেছি । আমার মনে হয় কিছু কিছু সিম এ শুধু ২০ মেগাবাইট পাওয়া যাচ্ছে । আর যারা ২০ িএমবি পেয়েছে তারাই শুধু কমেন্ট করছে ।

    ১ জিবি ওয়ালারা মনে হয় ফ্রি পেয়ে দৌড় দিয়েছে ।

      Level 3

      @Nahid: amar sim puraton kintu bondho rakhini kokhono , eta diye ki kaam hoybo? janale upokrito hoybo.

ভাই, আমিও তো 3G লিখ 666 এ পাঠিয়ে মাত্র 20 MB পেলাম৷
নিশ্চয় এখানে কোন ফাঁক ফোকর আছে৷ দয়া ভালোমতো জেনেশুনে পোষ্ট দেবেন৷

amito vai kichui pelam na …sudhu 20tk kete nilo…

just 20 mb paici…… vai 2G theke Youth 3G te migration korte 250 taka lage…. 2G sim diye 20 takai youth 3G te upgrade hoi na…

apni may b system fault ar karone paicen…

Level 0

Vobugurey Vai 😛 Apni Luki a C len to….. Tai jantey paren nai j Akhon R 1 GB er Offer Nai.
October thekey 20 tk tey 20 Mb e dae.
Tune Korar Agey Sob Jantey Hoe rey Vai….Teletalk Er Web site a akbar jan tarpor Tune koren