যারা শেয়ার ব্যেবসা ( আইপিও ) করেন তাদের জন্য দরকারি দুইটি সাইট।

যারা এই "লসের শেয়ার মার্কেটে" এখন সেকেন্ডারি শেয়ার ব্যেবসা না করে শুধু "কোন প্রকার ঝুঁকি না থাকার কারনে" বিও অ্যাকাউন্ট খুলে শুধু আইপিওতেই আবেদন করছেন তাদের এ সাইটিগুলি  খুব কাজে লাগবে।

এখন আমরা আইপিও ফর্ম কিনে তা হাতে পূরন করে জমা করি। এই পূরন করার কাজটাই আপনি এ সাটগুলি থেকে সরাসরি করতে পারবেন।

ipoapply.com

এ সাইটিতে আপনি বিনামূল্যে ফর্ম পূরন করতে পারবেন। যত খুশি তত ফর্ম পূরন করতে পারবেন। প্রথমে সাইন আপ করে লগ ইন করবেন। এর পর আপনার বিও অ্যাকাউন্ট যোগ করবেন। শেষে Generate General Form এ ক্লিক করে কোম্পানির নাম ও বিও অ্যাকাউন্ট সিলেক্ট করে Generate IPO Form এ ক্লিক করলেই আপনার ফর্ম পূরন হয়ে পিডিএফ ফাইল হিসেবে আপনার কম্পিউটার এ ডাউনলোড হয়ে যাবে। এর পর শুধু প্রিন্ট করে সাইন করে জমা করে দিবেন।

আপনার বিও অ্যাকাউন্ট এর তথ্য এক বার সঠিক ভাবে যোগ করলে আপনার আইপিও ফর্ম ভূল হবার কোন সম্ভবনাই আর থাকবে না। ভূল ফর্ম জমা দেওয়া যে কি ঝামেলা তা যে এক বার করেছে সে জানে।

bdipo.com

এ সাইটির কাজ প্রায় একই। এটি আগে ফ্রীঈ ছিল এখন কিছু চার্জ দিতে হয়। এটিতে আপনি Bo Import Export এর মত কিছু বেশি সেবা পাবেন। এখানেও আপনি রথমে সাইন আপ করে লগ ইন করবেন। এর পর আপনার বিও অ্যাকাউন্ট যোগ করবেন। শেষে Generate General Form এ ক্লিক করে কোম্পানির নাম ও বিও অ্যাকাউন্ট সিলেক্ট করে Generate IPO Form এ ক্লিক করলেই আপনার ফর্ম পূরন হয়ে পিডিএফ ফাইল হিসেবে আপনার কম্পিউটার এ ডাউনলোড হয়ে যাবে। এর পর শুধু প্রিন্ট করে সাইন করে জমা করে দিবেন।

আশা করি আপনাদের কাজে লাগবে।

Level 2

আমি ফারুক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমার মনে হয় ipoapply.com এর জেনারেট করা ফর্মটা বেশি ভাল। কারণ এ ফর্মটিতে কম্পানির নাম এবং লোগো দেওয়া থাকে। এবং ফন্ট ও মেইন ফর্ম এর মত থাকে। bdipo এরটা শুধু নাম লেখা থাকে লোগো থাকে না।

THNX For SHARE