স্প্যামিং ই হতে পারে আপনার ওয়েবসাইটের সর্বনাশের মূল

হ্যালো স্প্যামার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আমি ভালো নেই, আপনাদের স্প্যামিং শিকার আমি। অল-রেডি একটা সাইট অফ করে দিয়েছি স্প্যামিং এর দুঃখে। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে স্প্যামিং এর সুফলগুলি তুলে ধরব।

স্প্যামিং এর সুফলগুলি নিম্নে আলোচনা করা হলঃ

  • ফেসবুক দিয়েই শুরু করি। আপনার ওয়েবসাইটটি যদি ফেসবুকের স্প্যাম লিস্টে চলে যায়, তাহলে আপনি হারাবেন একটি ভিজিটরের খনি। কারন বর্তমানে ওয়েবমাস্টাররা সার্চ ইঞ্জিনের চেয়ে ফেসবুক্কেই মার্কেটিং এর জন্য বেশি গুরুত্ব দিচ্ছে।
  • কোন জায়গায় যদি স্প্যাম করে আসেন, ভিজিটর কি আপনাকে ভালো চোখে দেখবে? অবশ্যই না। আর ভিজিটর যাদি আপনাকে ভালো চোখে না দেখে, তাহলে আপনার শুধু শুধু ডোমেইন-হস্টিং ভাড়া দিয়ে লাভ কি?
  • বেশি স্প্যামিং করলে যদি মামু, আই মিন গুগল যদি আপনাকে ব্যান করে দেয়? তখন আপনি কি করবেন?
  • বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, সাইটের বাউন্স রেট বাড়ানোর জন্য একমাত্র দায়ি হল স্প্যামিং। আর আর বাউন্স রেট বাউন্স করতে করতে যদি আপনার সাইট ছেড়ে অজানার উদ্দেশ্যে পারি জমায়, তখন কি হবে?
  • আচ্ছা, আপনার সাইটে যদি কেউ স্প্যাম করে আপনার কেমন লাগবে? যেখানে আপনি স্প্যাম করবেন, তিনি যদি আপনাকে স্প্যামার বলে একটা পোস্ট দেয়। তাহলে আপনার রেপুটেশন কোথায় থাকবে?
  • এই পর্যন্ত কেউ স্প্যামিং করে সফল হতে পারে নাই। যারা হয়েছে, তারা সাময়িক।
  • সবচেয়ে হাস্যকর ব্যাপার হল, কোন কোন স্প্যামার গর্ব করে বলে আমি স্প্যামার। আপনি কি জানেন যে, আপনি একজন ক্রিমিনাল।
  • স্প্যাম করলে আপনার মানুশিকতা ছোট হয়ে যাবে।
  • অনলাইনে আপনার সম্পর্কে বাজে মনভাব সৃষ্টি হবে।
  • আপনাকে কোন কোন গ্রুপে রাখতে এডমিনরা ভয় পাবে।

যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আরও অনেক সুফল আছে স্প্যামিং এর, এত কথা এখন মনে নেই।

 

কি করবেন?

বিভিন্ন গ্রুপে, ওয়েবসাইটে, সামাজিক সাইটগুলোতে আপনার ওয়েবসাইট দেখতে আমন্ত্রন জানা। অবশ্যই তা অসাভাবিকভাবে নয়। ওখানে যেই বিষয়ে কথা হচ্ছে, সেই বিষয়ে যদি কোন কিছু আপনার সাইটে থেকে থাকে তাহলে সেখানে আপনি আপনার লিঙ্কটি শেয়ার কতে পারেন। অথবা, কোন বিষয়ে আলোচনা করার সময় বলতে পারেন যে, এখানে এই বিষয়ে অনেক কিছু আছে আপনারা এটা দেখতে পারেন।

কিংবা, আপনি বিভিন্ন লিঙ্ক শেয়ারিং সাইটগুলিতে আপনার সাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন। স্প্যামিং করে কি লাভ?

উপরোক্ত উপায়ে যেই ভিজিটরগুলি আপনি পাবেন, তা সবগুলিই পাবেন হাই কুয়ালিটি ভিজিটর এবং বেশীরভাগ ভিজিটরই নিয়মিত আপনার সাইট ভিজিট করবে (যদি আপনার সাইটে ভিজিট করার মত কিছু থাকে)।

 

উপসংহারঃ  এখন আমি একটু স্প্যামিং করবো, আরে নাহ। আমরা একটা ফেসবুক গ্রুপ খুলেছি যেখানে গ্রুপের মেম্বাররা তাদের লিঙ্ক শেয়ার করবে। এই গ্রুপটা অনেকটা Social Bookmarking সাইটের মত কাজ করবে। গ্রুপটাতে জয়েন করার জন্য সবাকে আমন্ত্রন জানান হচ্ছে। গ্রুপ লিঙ্কঃ http://www.facebook.com/groups/deyal/

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ami jodi eki comment shob gula blog e post kori tahole ki sheta spam hobe? blog gula keyword related and post ta o. eki IP theke shob link build korle google theke kick khawar probability kototuku?

Amar dakha sobcha kharap spammer : http://www.liveusafootball.com/

ai lok hidden text use kore google ar 1st page a!. Ai site golo ke kevabe ban kora jai keu janle janabe pls.

Level 0

@অবুঝ বাঙালী dhonnobad…..