ডোমেইন এর মূল্য যখন কোটি টাকা

একটি ডোমেইন এর দাম কত হতে পরে! ৮০০ টাকা? বাংলাদেশে তো আরো কম দামে ডোমেইন পাওয়া যায়। একটি ডোমেন এর দাম কি কোটি টাকা হতে পারে? কোটি টাকা তো খুব কম হয়ে গেল বরং ৭০-৮০ কোটি টাকায়ও ডোমেইন বিক্রয় হয়। অবিশ্বাস্য হলেও সত্য যে একটি ডোমেইন এর দাম ১ কোটি ৩০ লক্ষ ডলার। বিশ্বাস না হলে নিচের ফাইলটি ডাউনলোড দিয়ে দেখুন, এখানে টপ লেবেল ডোমেইন এর বিক্রয় মূল্য দেয়া আছে। লিষ্টে মোট ৫০০ টি ডোমেইন এর বর্তমান দাম দেয়া আছে। সর্ব নিন্ম ডোমেইন এর দাম ১ লক্ষ ২৫ হাজার ডলার।

কেন একটি ডোমেন এর দাম এতো টাকা?
ইন্টারনেটের প্রসারের সাথে সাথে ভালো নামের ডোমেইনগুলো দখন হয়ে গেছে। ফলে ভালো নামে এখন আর কোন ডোমেইন পাওয়া যায় না। যেমন আপনি যদি ব্লগিং করার কোন ওয়েব সাইট বানাতে চান তাহলে আপনার প্রথম প্রছন্দ হবে ব্লগ ডট কম নামে কোন ডোমেইন। কিন্তু সেই ডোমেইন তো আরো একজন কিনে বসে আছে। আপনি যদি বড় কোন কোম্পনীর হয়ে কাজ করেন তবে আপনি চাইবেন যে কোন মূল্যে আমি ওই ডোমেইনটি নেবো। আর তখন যদি ডোমেইনটির প্রকৃত মালিক তার ডোমেইনটি নিলামে তুলে দেয় তাহলে কি অবস্থা হবে। এরকম একটি ডোমেইন এর এতো দাম হওয়ার প্রধান কারন হলো, সহজে এসব সাইটে ভিজিটর পাওয়া যায়, পেইজ রেঙ্ক ভালো হয় ইত্যাদি সংখ্য কারণ রয়েছে।

[ডাউনলোড] এখান থেকে টপ লেবেল ডোমেইন লিষ্ট ডাউনলোড দিন।

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস