মানুষের জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এনেছে ইন্টারনেট। নতুন ভাষা, কোড লেখা, ছবি আঁকা, নকশা করা বা নতুন রান্নার মতো বিষয়গুলো শিখতে অর্থ খরচ করতে হয়। কিন্তু ইন্টারনেট দেখে চেষ্টা করলে খুব সহজে বিনামূল্যেই তা করতে পারবেন। এক্ষেত্রে ভিডিও সাইট ইউটিউব যেমন কাজে আসতে পারে তেমনি বিনামূল্যের বেশ কিছু ওয়েবসাইট থেকেও আপনি সাহায্য পেতে পারেন।
ছবি তোলা
ছবি তোলার মূল বিষয়গুলো শিখতে অনলাইনের সাহায্য নিতে পারেন। ভালো ইংরেজি জানা থাকলে অনলাইনে খুব ভালো করে ছবি তোলার বিষয়গুলো জেনে নিতে পারবেন। ফটোগ্রাফি কোর্স ডটনেট (photographycourse.net) নামের সাইটটি এক্ষেত্রে কাজে লাগতে পারে। অ্যাপ্লিকেশন হিসেবে কাজে লাগতে পারে ফটোগ্রাফি টিউটোরিয়ালস নামের বিনামূল্যের অ্যাপ্লিকেশন।
কম্পিউটার প্রোগ্রামিং
ইন্টারনেট ব্যবহার করে অর্থ খরচ ছাড়াই কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারেন। জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, পিএইচপি, পাইথন ও রুবি শিখতে আপনার কাজে লাগতে পারে কোডঅ্যাকাডেমি ডটকম নামের সাইটটি। (http://www.codecademy.com/) ট্রিহাউজ নামের আইপ্যাড অ্যাপ্লিকেশন ব্যবহার করেও প্রোগ্রামিং শিখে নিতে পারেন।
নতুন ভাষা শেখা
ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই নতুন ভাষা রপ্ত করে ফেলতে পারেন আপনি। ভালো ইংরেজি জানলে স্প্যানিশ ভাষা শেখা সহজ হয়। এক্ষেত্রে কাজে আসতে পারে ওপেনকালচার ডটকম (www.openculture.com)। অ্যাপ্লিকেশন হিসেবে কাজে আসতে পারে ডুয়োলিংগো।
রান্না শিখতে
যারা নতুন নতুন রান্না করতে ভালোবাসেন তাঁদের বিনামূল্যে রান্না শেখার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এক্ষেত্রে কাজে লাগতে পারে সিম্পলরেসিপি ডটকম (simplyrecipes.com)
চিত্রকলা
যারা আর্ট বা চিত্রকলা নিয়ে কাজ করতে ইচ্ছুক ইন্টারনেট থেকেই তাঁরা সাহায্য পেতে পারেন। এক্ষেত্রে কাজে লাগতে পারে আর্টিফ্যাক্টরি ডটকম (artyfactory.com), ইনস্ট্রাকটেবল ডটকম (instructables.com)
নাচ
অনলাইন ব্যবহার করে বিনা খরচে নাচ শেখা যায়। বিনামূল্যে নাচ শেখার জন্য ড্যান্সটুদিস (dancetothis.com) নামের সাইটটি কাজে লাগতে পারে।
অনলাইন কোর্স
ইন্টারনেট ব্যবহার বিনামূল্যে কোর্স সম্পন্ন করতে পারেন। এমআইটি, হার্ভার্ড, টেক্সাস, টরোন্টো বিশ্ববিদ্যালয় বিনামূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দেয়। ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে খোঁজ নেওয়া যায় অথবা এক্ষেত্রে কাজে লাগতে পারে এডএক্স ডটওআরজি (edx.org)
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
valo tune