ইমেইলের মাধ্যমে নতুন ভাইরাসের আমদানী (সাবধান)

ভাইরাস হতে সাবধান । ভাইরাস হতে দূরে থাকুন। বর্তমানে ইমেইলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে নতুন একধরনের পর্নোভাইরাস এবং ব্লাকমেইল করে ইউজারের অর্থ ছিনিয়ে নিচ্ছে । ইহা ফাইল শেয়ারিং সাইটগুলো হতে ডাউনলোড করা পর্নোগ্রাফিক ফাইলের লিস্ট বানিয়ে ফেলে । এরপর এটি ব্যবহারকারী নেট হতে কি কি পর্নোগ্রাফিক ফাইল ডাউনলোড করেছে তার একটি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার ভয় দেখিয়ে অর্থ দাবি করে । এই ভাইরাসটি নিজেই ডাউনলোড হয়ে কম্পিউটারে আপনা আপনি সেটআপ হয়। এখন পর্যন্ত কয়েক হাজার ব্যক্তি এই ভাইরাসের শিকার হয়েছেন। এই ভাইরাসের নাম হল কেনজিরো । অবৈধ ফাইল ডাউনলোড করার সময় ইউজার যে তথ্য দেয় তাহা এই ভাইরাসটি মনে প্রাণে আয়ত্ত করে রাখে । তারপর অনলাইনে ইউজারের নামসহ কর্মকান্ড প্রকাশ করে । তাই সকলেই সাবধান এবং পর্নোসাইট হতে নিজেকে হেফাজত করুন।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিকই আছে, শিক্ষা হওনের দরকার আছে।

    ১০০% ঠিক কথা বলেছেন সাম্য ভাই। পর্নোসাইট ভিজিটরদের অবশ্যই শিক্ষা হওয়ার দরকার ।

দোয়া করি আল্লাহও যেন সবাইকে এই সব বিপদ হইতে হেফাজত করেন।

    ধন্যবাদ আতাউর রহমান ভাই, আল্লাহ আপনার দোয়া কবুল করুন (আমিন) । আমরা যেন এই সব বিপদের দিকে অগ্রসর নাই হই ।

বিশ্বাষ করেন আমরা কেউ কলা খাইনা………………. এইটাই কয় সবায়, এইবার খাইবো শিক্ষা।

    শিক্ষা খেতেই হবে।:)
    এতো দিন পরে পরম উপকারী ভাইরাসের জন্ম হইল মনে হয় ।

    ১। আপনার মন্তব্যের ‘কলা খাইনা’ অংশটুকুর সাথে আমি একমত।
    ২। ‘আমরা কেউ কলা খাইনা’- তা প্রমাণ করার জন্য ”আসুন, শুধু ইমেইল এড্রেস দিয়ে জেনে নিই তিনি কবে কোন পর্নো সাইট ভিজিট করেছেন”- এ শিরোনামে ২০১১ সালের ১ এপ্রিল (এপ্রিল ফুল) টেক হিউমার বিভাগে একটি টিউন করে টিউনটির ভিজিটর এবং মন্তব্যের সংখ্যা দেখুন।

    সহমত।

এই রকম আরো ভাইরা্সের আগমন কে স্বাগত জানাচ্ছি।

    সত্যিই এইরকম ভাইরাসের সৃস্টি হলে, ভাইরাস একটি উপকারি প্রোগ্রাম হিসাবে বিবেচিত হবে। কবির ভাই, আপনার স্বাগতকে অভিনন্দন জানালাম ।