খুব সহজেই ফেসবুকে ডকুমেন্টস শেয়ার করুন

documents_facebook

পড়াশোনার কাজে অথবা অফিসের প্রয়োজনে আপনাকে কোন ডকুমেন্ট ওয়েবে শেয়ার করতে হবে। এতদিন আপনি হয়তো কোন জনপ্রিয় ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটগুলোর মাধ্যমে ( যেমন:-SlideShare , Scribd , Google Docs ) অথবা প্রাইভেট ডকুমেন্ট হলে ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে ডকুমেন্টগুলো শেয়ার করেছেন। আনন্দের খবর, এখন এই ডকুমেন্ট খোঁজা, তৈরি বা আদান-প্রদান করতে পারবেন জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে। কি অবাক করা ব্যাপার তাই না?

গত ২১শে এপ্রিল মাইক্রোসফট নতুন একটি ডকুমেন্ট শেয়ারিং সাইট - ডকস.কম -এর যাত্রা শুরু করে। ডকস.কম সাইটটি ফেসবুকের সাথে কানেক্টেড। যাদের ফেসবুক একাউন্ট আছে তারা মাইক্রোসফটের এই অফিস টুল ব্যবহার করে নতুন কোন ডকুমেন্ট ( ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন অথবা এক্সেল স্প্রেডশিট) তৈরি বা আদান-প্রদান করতে পারবেন। এমনকি আপনার আপলোডকৃত ডকুমেন্টটি সম্পর্কে আপনার ফেসবুকের বন্ধুরা মতামতও জানাতে পারবে ( যেমনটি ফেসবুকে আপলোডকৃত ছবি, ভিডিও, নোট বা স্ট্যাটাসের বেলায় ঘটে)।online_document_viewer_thumb

ডকস.কম এর অন্যতম একটা সুবিধা হচ্ছে প্রাইভেসি অপশন। আপনি ইচ্ছ করলে আপনার আপলোডকৃত ডকুমেন্টসটা প্রাইভেট করে রাখতে পারেন অথবা শুধু আপনার ফেসবুক বন্ধুদের জন্য উন্মুক্ত করে দিতে পারেন। চাইলে সকলের জন্যও এটি উন্মুক্ত করে দিতে পারেন।

ডকস.কম এর সার্ভিস এখনও beta ভার্সন-এ রয়েছে। সব ধরনের সুবিধা এই মুহুর্তে না পাওয়া গেলেও আশা করা যাচেছ খুব শীঘ্রই এটি পূর্ণ সুযোগ-সুবিধা নিয়ে হাজির হবে।

ভাবছেন কিভাবে ডকস.কম এ ডকুমেন্টস শেয়ার করবেন? এই ভিডিও টিউটোরিয়ালটা দেখুন

সুত্র: কম্পিউটার টিপস এন্ড ট্রিকস

Level 2

আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই তো। ধন্যবাদ।

Level New

thanks…….