গ্রামীনফোনের নতুন ইন্টারনেট প্যাকেজ পি৭ ঘোষনা ….

যারা মোবাইলে জিপিআরএস ব্যবহার করেন তাদের টার্গেট করে জিপি নতুন প্যাকেজ দিয়েছে। প্যাকেজের নাম Minipack 15MB (P7)। এ প্যাকেজের ভ্যালিডিটি ১৫ দিন। খরচ হবে ২৯ টাকা (+ভ্যাট)। ডাটা ব্রাউজ করতে পারবেন ১৫ মেগাবাইট পর্যন্ত। এ প্যাকেজ চালু করতে P7 লিখে পাঠিয়ে দিন 5000 এ। আমার মনে হয় প্যাকেজটি খারাপ না। কারন অনেকই আছে যাদের ১ মাসেও ১৫ মেগাবাইট খরচ হয় না।

আপনার কাছে প্যাকেজটি কেমন লাগল?

*ভাল?

*নাকি গ্রাহক চোষার নতুন ফন্দি?

...........................................................................................................................

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

15MB এ কিছুই হবেনা । 🙂

Level 0

আচ্ছা বলেনতো কাদের ১৫দিনেও ১৫ মেগা খরচ হয়না ? যারা একদম ইউজ করেনা….নাকি যারা ব্রাউজিং বেশি না করে শুধু মেসেন্জার টেসেন্জার ইউজ করে। আসলে বলতে চাচ্ছি, আমি পি৬ ইউজ করি শুধু মাত্র রাতে মেসেন্জার ইউজ করার জন্য। এই ৩-৪ ঘন্টা প্রতিদিন মেসেন্জার ইউজ করলে মাসে কি পরিমান খরচ হতে পারে।

    অনেকই আছে যাদের খুব অল্প পরিমান ডাটা যেমন মেইল চেক করতে হয়। শেয়ার বাজার দেখতে হয় তাদের অনেক কাজে লাগবে বুজছেন।

    মতামতের জন্য ধন্যবাদ।

    GRAMEENPHONE P7 এর 15 MB. কে যদি আনলিমিটেড করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ এটা সম্ভব। আর এটার উপরেই কাল প্রকাশিত হবে আমার প্রথম টিউন। (২৯ টাকায় ১৫ দিন আনলিমিটেড ইন্টারনেট!!!) গ্রামিন ফোনের এমন একটা প্যাকেজ এর জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম।

মিয়া ভাই , কেমন আছেন ? আমার তো প্রতিদিন ১ জিবি লাগে । আনলিমিটেড ইউজ করছি । P7 আমার একদম পছন্দ না ।

    আমার ও প্রায় একইরকম।
    ১ জিবি আমার কাছে কিছুই না। একবার যদি ঠ্যাংগানি দিতে পারতাম গ্রামীনফোন রে………কি শান্তি যে পাইতাম।

GP কে ধরে চাবকানো উচিত। P7 অবশ্যই পয়সা বানানোর ফন্দি। যারা ১৫ দিনেও 15MB খরচ করেনা, তাদের internet ব্যবহার করার কী দরকার? আমি P6 ব্যবহার করি কেবল messenger আর Facebook use করার জন্য, তবু ২০~২৫ দিনেই 1 GB শেষ হয়ে যায়…

এর চেয়ে একটেলের ২০ টাকা ২০ মেগাবাইট ভালো, দামও কম পরিমানে বেশী আর স্পীডও বেশ চলে।

Level 0

দেশে যদি বড় কোন চোর থেবে তাহলে গ্রামীণফোণ। কারণ তারা মানুষকে চুষে খায়। এরা মানুষের টাকা কীভাবে মারা যায় তাই তাদের চিন্তা। তারা মানুষের সমস্যার কথা ভাবে না। এই ধরুণ বাংলাদেশের অন্যান্য মোবাইল কম্পানিগুলো বাংলাদেশের সংস্কৃতির পিছনে কতটাক খরচ করে। আর এরা তা করবেনা। এইতো পহেলা বৈশাখ উপলক্ষে এরা কী করেছে। কিন্তু এরাই দেশের বড় মোবইল কম্পানি। এদের উচিত কলরেড আরো কমানো। ৩০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেটের সুযোগ। এরা তো যেটুকু কমায় অন্যান্য কম্পানির কাছে টিকে থাকতে বাধ্য হয়ে কমায়। অন্যান্য কম্পানি বাংলাদেশে না থাকলে এরা আপনার আমার কাছ এখনো প্রতিমিনট ৭ টাকা করেই নিতো। এখন বঝতে পেরেছেন কেন বড় চোর।

নিশ্চই নতুন কোন ধান্ধা ফিকির

কালে কালে আরও কতো কী দেখাবে গ্রামীণ ফোন। পি-ওয়ান থেকে পি-সেভেনে যখন গিয়েছে। পি-সেভেন থেকে সেভেনটিনে যেতে বেশী দেরী নেই। একদিন দেখবেন, মেগাবাইটেরও ব্যালেন্স ট্রান্সফার করা যাচ্ছে।

আমি যদি সিটিসেল এ কোন প্যাকেজ ব্যবহার করতে না চাই , তাহলে সিটিসেল এ আমি ১০ টাকা রিচার্জ করি এবং ২১ মেগাবাইট ব্যবহার করতে পারি। এর মানে দাড়াল, ১ মেগাবাইট .৪৮ পয়সা ( ভ্যাট সহ )।

আর গ্রামীণ p7 এ ১৫ মেগাবাইট পাচ্ছি ৩৫ টাকা( ভ্যাট সহ ) দিয়ে !!!
অথচ সিটিসেল এ ৩৫ টাকা দিয়ে পাচ্ছি ৭৩ মেগাবাইট !!!!
কোনটা ভাল । লাভ কি শুধু গ্রামীণ ই করে সিটিসেল লাভ করে না ???

mig33 যারা ব্যাবহার করে আর কোন কাজ যাদের নাই তাদের জন্নে ১৫ কিসুটা কাজ করে.।.।.।.।। কিন্তু যারা প্রক্রিত নেট ব্যাবহার করে তাদের জন্নে ১ ঘন্টা ও চলে না।
যাই হোক GP একটা ধান্দা বাজ কম্পানী.।.।.।.।.।.।.।.।.।.।।

তবে বিষয় টা জানানর জন্ন্যে tnx…………………..

15 MB. কে যদি আনলিমিটেড করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ এটা সম্ভব। আর এটার উপরেই কাল প্রকাশিত হবে আমার প্রথম টিউন। (২৯ টাকায় ১৫ দিন আনলিমিটেড ইন্টারনেট!!!) গ্রামিন ফোনের এমন একটা প্যাকেজ এর জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম।

    কৌশিক ভাই, আপনি বললেন ১৫ মেগা কে আনলিমিটেড করবেন। আপনার পোষ্ট কোথায় ? আমার অনেক প্রয়োজন প্লিজ। আমার বাসাতে ব্রডব্যান্ড রয়েছে। কিন্তু আমি গ্রামের বাড়িতে গেলে সেখানে মোবাইলে চালাবো তাই গ্রামীনের ১৫ মেগার প্যাকেজটা ব্যবহার করবো ঠিক করেছি। কিন্তু আমার আনলিমিটেড হলে খুবই ভালো হবে।

15 MB. কে যদি আনলিমিটেড করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ এটা সম্ভব। আর এটার উপরেই কাল প্রকাশিত হবে আমার প্রথম টিউন। (২৯ টাকায় ১৫ দিন আনলিমিটেড ইন্টারনেট!!!) গ্রামিন ফোনের এমন একটা প্যাকেজ এর জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম।।।

15 MB. কে যদি আনলিমিটেড করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ এটা সম্ভব। আর এটার উপরেই কাল প্রকাশিত হবে আমার প্রথম টিউন। (২৯ টাকায় ১৫ দিন আনলিমিটেড ইন্টারনেট!!!) গ্রামিন ফোনের এমন একটা প্যাকেজ এর জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম।।।..

Level 0

গ্রামীনফোন হচ্ছে চোর-বাটপারের বস্।

নাকি গ্রাহক চোষার নতুন ফন্দি eta…. Era jiboneo SOJA hobe na !

* গ্রাহক চোষার নতুন ফন্দি…

গ্রামীণ ফোনরে দোষ দিয়া লাভ কি আমরা বাংগালিরা তো খারাপ গ্রামীণ বেবোহার না করলেই ত হয়… দেখবেন নাচতে নাচতে আমাদের কম রেট এ ইন্টানেট দিতাছে আমরা ওদের টোপ্পা গিল্লা লই বইলাই তো …… গিলাই তাছে…।আর গ্রামীণ ফোন এর টোপ্পা গিলবেন না… দেখবেন সব ঠিক হইয়া গেসে…।।আমার কথা ডা চিন্তা কইরেন আপনারা…।

আমি ব্রাক নেট ইউস করি মাশে ১০ জিবি পার কইরা ফালাই…।। মিসা না হাচা কইলাম

Level 0

কৌশিক ভাই আপনার টিউনটির অপেক্ষায় আছি।

শাকিল ভাই একটেল এর ২০ টাকায়২০ মেগাবাইট এর কথা বললেন, কিন্তু এর মেয়াদ তো মাত্র একদিন, তাইনা? এদিক থেকে পি৭ লাভজনক। ১৫ দিন মেয়াদ। আমার মনে হয় এমন অনেক গ্রাহক আছেন যারা শুধুমাত্র মোবাইলেই ইন্টারনেট ইউজ করেন। এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা ভালো প্যাকেজ।

***আমার ইউজার নেম “কৌশিক” নতুন কোনো ইউজার ইউজ করছেন.

Thanks…………………….. & thanks………

Apatato upay nai tai GP use kori. Tobe GP er upor procur rag ace. 30 taka dia unlimited use kore GP k sikkha dear icche ache. Kowsik Bhai taratari tune koren.

Level 0

ভাই, p7 এর ব্যালেন্স কিভাবে দেখে? অন্যগুলোর মতো *৫৬৬*১০# দিলে তো হচ্ছে না। এটা কি নতুন কোন কোড এ দেখতে হয় নাকি?

    ওটা তো P6 এর নাম্বার। P7 এর হল *566*1#

Level New

খুবই ভােলা প্যােকজ ,

এইটা মোবাইল ইউজারদের লক্ষ্য করে বানানো … ১৫ এমবি ১৫ দিন ২৯ টাকা , মোবাইল ইউজারদের জন্য চরম অফার , আমার মনে হয় ।

    হ্যা ঠিক বলেছেন। কিন্তু মোবাইলে যদি শুধুমাত্র ইমেইল চেক, ফেইসবুক চ্যাট করি আর মাঝে মাঝে ব্রাউজিং ছোটখাটো তাহলে কি ১৫ দিন যাবে ? আমি মোবইলে ব্যবহর করি নাই নেট।