সুধুমাত্র একটি ডোমেইন কিনেই আপনি এড করতে পারেন গুগল এডসেন্স।ডোমেইনে গুগল এডসেন্স সেটআপ সব সারভিস প্রভাইডারদের অলমোস্ট একি রকম।আমি ব্যক্তিগত ভাবে ডোমেআন কিনি Namecheap থেকে।ইউজার নেইম পাসওয়াড দিয়ে আপনার ডোমেইনে লগইন এরপর ডোমেইন মেনেজ অপশনে গেলে নিচের ছবিরমত All Host Records অপশনটি পাবেন।
All Host Records এই অপশনটিতে ক্লিক করলে নিচের ছবিরমত অপশন আসবে।
এই অপশন গুলকে নিচের ছবির মতকরে পুরন করতে হবে।
www এর পাশে যেখানে 1 লিখা আছে সখোনে গুগল এডসেন্স এর ID বসাতে হবে(pub-6254946429518884.afd.ghs.google.com. এইটা আমার গুগল এডসেন্স ফর ডোমেইন এর জন্য ID)। ID এর পাশেথেকে CNAME(Alias) সিলক্ট করুন।নিচে @ এর পাশে যেখানে 2 লিখা আছে সেখানে ডোমেইন প্রভাইডারদের আইপি দিতে হবে(216.239.32.21 এইটা আমার ডোমেইন প্রভাইডার এর আইপি)।
SUB-DOMAIN-SETTING
Host Name এর সরাসরি নিচে 3 Mark করা যায়গায়
@ লিখতে হবে IP ADDRESS/ URL এর সরাসরি নিচে ২য় IP (216.239.34.21 এইটা আমার কম্পানির প্রভাইড করা IP) IP এর পাশ থেকে A(Address) সিলক্ট করুন। একি ভাবে Host Name এর সরাসরি নিচে 4 Mark করা যায়গায় @ লিখতে হবে IP ADDRESS/ URL এর সরাসরি নিচে ৩য় IP (216.239.36.21 এইটা আমার কম্পানির প্রভাইড করা IP) IP এর পাশ থেকে A(Address) সিলক্ট করুন। 5 Mark করা যায়গায় @ লিখতে হবে IP ADDRESS/ URL এর সরাসরি নিচে ৪র্থ IP (216.239.38.21 এইটা আমার কম্পানির প্রভাইড করা IP) IP এর পাশ থেকে A(Address) সিলক্ট করুন।
এরপর None (Email will not work) এই অপশটি সিলেক্ট করুন। Save Changes বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
আমার লেখা লিখির অভ্যাস নেই।তাই হয়ত ঠিকমত গুছিয়ে লিখতে পারিনি।কারো কোন প্রশ্ন থাকলে মেইল করতে পারেন এই ঠিকানায় [email protected] অথবা মন্তব্য আকারে এখানে প্রশ্ন করতে পারেন।লিখাটি পূবে আমার ব্যাক্তিগত ব্লগ সিমানাপেরিয়ে এখানে প্রকাশিত।
আমি Masumul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।ব্যাচেলর সাবজেক্ট ছিল EEE , Stamford University আর মাস্টার্সের সাবজেক্ট MIS, Daffodil University। সর্বশেষ ফেয়ারট্রেড গ্রুপ এ আই টি ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পার্পল আই টি লিমিটেড এ পরিচালকের দায়িত্ত পালন করছি। ডোমেই হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট আমাদের মুল ব্যাবসা।...
নিঝুম দ্বীপ ভাইয়্যা আপনি কি সামুতেও লিখে থাকেন?
আপনাকে টে টি তে স্বাগতম!