প্রথমেই ঈদ মোবারক সবাইকে। আশা করি সকলে ভাল আছেন। পবিত্র ঈদুল ফিতরে যাত্রা শুরু করলো http://porashuna.net/. এখন থেকে অনলাইন থেকেই আপনি বিভন্ন রচনা, প্যারাগ্রাফ, লেটার, এপ্লিকেশন, গ্রামার সহ বিভিন্ন জিনিসের নোট সংগ্রহ করতে পারবেন। খুব দ্রুত ওয়েবসাইটের কালেকশন বাড়ানো হচ্ছে। আশা করতেছি ওয়েবসাইটটি অনলাইনে ডিস্টেন্স লার্নিং এর এক নতুন দিগন্তের সূচনা করবে। বর্তমানে শুধু ইংরেজী সাবজেক্টটা অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তিতে অন্যান্য সাবজেক্টও ধিরে ধিরে অন্তর্ভুক্ত করা হবে। থাকবে অনালাইনেই এমসিকিউ সিস্টেমে টেস্ট দেবার ব্যাবস্থা ও এক্সারসাইজ। ওয়েবসাইটটি সম্পর্কে সব সময় আপডেট থাকলে লাইক করুন ওয়েবসাইটের অফিসিয়াল পেজঃ https://www.facebook.com/porashuna.net
ওয়েবসাইটটিতে সকলকে আমন্ত্রন। পোস্টটি মুলত এডভার্টাইজ ধরনের, তাই স্পামিং মনে হলে প্রথমেই সরি।
ওয়েবসাইটটি সম্পর্কে আপনার গুরুত্বপুর্ন মতামত জানিয়ে সাইটটিকে আরো উন্নত ও হেল্পফুল করতে আমাদের সাহায্য করতে পারেন। আপনার যে কোন মতামত পাঠাতে সাইটে কন্টাক্ট পেজে ফর্ম ফিলআপ করে পাঠাতে পারেন অথবা মেইল করতে পারেন [email protected]
আপনার যেকোন পরামর্শ অথবা মতামত সাদরে গৃহিত হবে।
আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক
EI WEBSITE ER ADMINDER KE AMR POKKHO THEKE PRANDHALA SUVECCHA