ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন।

 ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন।

আমি কিছুদিন ধরেই দেখছি টেকটিউনসে ফ্রীতে নেট করার টিপস দেওয়া চলছে। আমি যতদূর মনে মনে বুঝি এটা বেয়াইনি। যদি বেয়াইনি হয় তবে আমি জানি না যারা এটা করছে তারা এটা করার সাহস কিভাবে পাচ্ছে। আমি কোন নেট কোম্পানির মালিক না হওয়া সত্তেও কেন এটা বলছি? কারন আমি এটা বোঝার চেষ্টা করছি আমার অনুভুতিতে কোন ভুল আছে কিনা। আমার যদি কোন ভুল থাকে তবে টেকটিউনসের প্রোমোটারদের কাছে জানতে চাইব আমার ভাবনায় কোন ভুল আছে কিনা।

আমার লেখা পড়ে অনেকে বলতে শুরু করে দিয়েছেন,ওরে ব্যাটা কিছু বেকার ছেলে যদি এটার দাড়া আয়ের পথ পায় তবে তোর এত হিংসা হচ্ছে কেনো।

এক কথায় এর উত্তর দেওয়া কঠিন, আমি সরাসরি কোন তর্কে না গিয়ে বরং একটা উদাহরন দিয়ে বোঝানোর চেষ্টা করি।

মনে করুন একটা পুকুরে ডুব দিয়ে মাটি সরালেই ২৪ ক্যারেট সোনার কয়েন পাওয়া যাচ্ছে এবং কিছু বেকার ছেলে এটার সন্ধান পেল যারা টপাটপ সেগুলো তুলছে। সরকারের তরফেও এই সোনা তোলায় কোন নিষেধ থাকল না। আপনি কি মনে করেন যে যারা বেকার না তারা সবাই চুপচাপ দাড়িয়ে এটা দেখে যাবে আর সুযোগ থাকা সত্তেও সোনার কয়েনগুলো পাওয়ার চেষ্টা করবে না। আশাকরি এটা বুঝে গেছেন গরীব বড়লোক সবাই এটা পাবার জন্য ঝাপিয়ে পড়বে।

এবার মনে করুন আপনার একটা নেট কোম্পানি আছে আর আপনার কোম্পানি থেকে সবাই ফ্রীতে নেট করে যাচ্ছে। আপনি কি চেয়ে চেয়ে এটা উপভোগ করবেন আর আপনার ব্যাবসাটা চালিয়ে যাবেন? নাকি কোন ব্যাবস্থা নেবেন? আর কিছু না পারবেন অন্তত কোম্পানিটা বন্ধতো করতে পারবেন। মনে রাখবেন আপনার দেশেরই কোন নাগরিক কিন্তু ব্যাবসাটা করছে।

যারা টাকা খরচ করে ওয়েবসাইট বানিয়ে ফ্রীতে আপনাকে পরিষেবা দেয় তাদের আয়ের উৎস কি জানেন? বিজ্ঞাপন। যেমন আপনাদের প্রিয় এই টেকটিউনস সাইটটা।

বলুনতো নেট কোম্পানি যদি ফ্রীতে সবাইকে নেট পরিষেবা দেয় তবে তাদের আয়ের উৎস কি? যা দিয়ে তাদের ব্যাবসাটা লাভজনক হবে। আমি জানি আপনাদের কাছে এর উত্তর নেই। আমার কাছেও নেই।

আসলে কিছু লোকের নেটে সবকিছু ফ্রীতে পেতে পেতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন খোদ নেটটাকেই ফ্রীতে গিলে খেতে চাইছে।

কিন্তু সত্যিই কি নেটটা ফ্রীতে পাওয়া অত সহজ? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে বোধহয় না। আমার উপরে দেওয়া উদাহরনের মত তাহলে টেকটিউনসের প্রোমোটারাও ফ্রীতে নেট ব্যাবহার করে এই সাইটটা চালাতে শুরু করে দিয়েছে। বোধহয় না, অন্তত আমার কাছেতো তেমন কোন খবর নেই, আপনার কাছে আছে কি?

অনেকে বলবেন এটাতো শুধু মোবাইলএ হবে পিসিতে হবে না। তাহলে আপনার উপরের কথা এখানে খাটে না। আমি বলি ডেটা ডঙ্গল বা ট্যাবে সিম ভরে চেষ্টা করে দেখতে পারেন কারন আমি তো ট্যাবে সিম ভরে পিসিতে করি তবে ফ্রিতে নয়। যদি কাজ না হয় দামি বিভিন্ন কোম্পানির মোবাইলে সিম ভরে করতে পারেন কারণ দামি সেটগুলোতে প্রায় পিসি মতই সব করা যায়। তবে এই টিপসগুলো আমি বেকার ছেলেদের জন্য বলছি না টেকটিউনসের মত সাকারদের জন্যই বলছি কারণ এতে কম করে ৫০% কাজতো হয়ে যাবে। আমি ১০০% সিওর টেকটিউনসের মত সাকাররা আমার এই টিপসটা নেবে না, তারা টাকা খরচ করেই নেট করছে এবং তাই করবে।

আর একটা কথা হল যদি ফ্রীতে নেট করাও যদি যায় এটাতে অনেক ঝামেলা ও সময়ের অপচয়ও হবে বলে আমি মনে করি। কারণ আমি এটা বুঝলাম একটা ফ্রী নেটের সম্বন্ধে লেখার উপরে কিছু কমেন্টস দেখে। অনেককে দেখলাম ঠিকমত সাকসেস হতে না পেরে ছটপট করছে যা ধরা পড়ছে তাদের লেখায়। তবে অনেকে সফল সেটা আমি জানি। আমি তাদের দুটো প্রবাদ বলব ১) কিছু দিনের জন্য কিছু লোককে বোকা বানানো যায় কিন্তু সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না। ২) চালাকির দাড়া কোন মহৎ কাজ হয় না।

আপনার ভাবনা যদি সৎ না হয় আপনার সব কাজেই তার প্রভাব পড়বে যা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দেবে। তাই আমি বলি জীবন থেকে যে সময় একবার চলে যায় তা আর কোন দিনই ফিরে আসে না। আর এটাতো নিশ্চয়ই শুনেছেন সময়ের দাম টাকা মত। তাহলে এটাতো বলতেই পারি পরোক্ষে টাকাই খরচ হচ্ছে। তার উপর একটা চিন্তা থাকছে কখন নেটটা বন্ধ হয়ে যাবে কে জানে।

অনেকে বাহানা দিচ্ছেন নেটের এত খরচ বেকাররা কি করে নেট করবে। তাদের অনুরোধ করবঃ-

১) নেট ছেড়ে কম খরচের অন্য কোন ব্যাবসা করুন।

অথবা

২) টেকটিউনসের নীচের টিউনগুলো ক্লিক করে পড়ুন তাহলে নেটের এত খরচ এটা আর বলবেন না। -
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/20485
https://www.techtunes.io/internet/tune-id/15280
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/38818
https://www.techtunes.io/reports/tune-id/126048
https://www.techtunes.io/internet/tune-id/71199
https://www.techtunes.io/internet/tune-id/159101
https://www.techtunes.io/mobileo/tune-id/229485

তবে উপরের লিঙ্কগুলোই শেষ কথা নয়, আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন আরও কম খরচের প্যাক খুজে বার করুণ। বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাকের মধ্যে তুলনা করে এখানে বিস্তারিতভাবে লিখে টিউন করুণ।

আমার ভাবনা ভুল না ঠিক সেটা শুধু টিউন ভাইরাই বলবেন না, টেকটিউনস ও  টেকটিউনসের মত অন্য সাইটের প্রোমোটার ভাইদেরও মন্তব্য করতে অনুরোধ করছি কারণ নেটে আমরা শুধু শেখাতেই আসি না, শিখতেও আসি।

Level 0

আমি WRITER BUDDHA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 234 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার কথা গুলা একদম ঠিক । আমার এই ফ্রি নেটের পিছনে দৌড়াইয়া যে সময়ের ক্ষতি হইছে তার অভাবনীয় কেও পূরন কেও করতে পারবেনা । আর ভাই আরেকটা কথা হল এই ফ্রি নেট চালাইতে গিয়া আমার যে পরিমান টাকা খরচ হইছে তাতে আমি এখন মনে করি যে এই টাকা দিয়া আমি বেশ ভালভাবেই ইন্টারনেট ক্রয় করে ব্যাবহার করতে পারতাম ।

    Level 0

    @Md Al-amin Khan: ফ্রী ইন্টারনেট বোকা দের জন্য না ।

Level 0

@ writer আপনি তো ভাই বড় দালালি করা শুরু করছেন । মোবাইল কম্পানি গুলা যখন ৪০০০ টাকা দিয়া bandwith কিনা ৩০০০০ টাকায় আমাদের কাছে বিক্রি করা তখন তো কোন প্রতিবাদ করেন না । দালালি করা বাদ দিয়া ভালো কাজ করেন ।

ভাই আপনি কাকে বোকা বলছেন । এইসব দুই নম্বরি কাজ করতে পারলেই কি সে চালাক হয়ে গেল রে ভাই ? আসলে ভাই কে যে সবচাইতে বড় নির্বোধ একটু চিন্তা করে দেখলে আমার মনে হয় এইটুকু পার্থক্য বুঝা কোন ব্যাপারই না …

    Level 0

    @Md Al-amin Khan: @Md Al-amin Khan: ইন্ডিয়া তে ১ জিবি ৫০ টাকা তে পাওয়া যায় তাহলে আমাদের দেশে ৩২০ টাকা কেন ? আপনারা ২জন যে কোন মোবাইল কম্পানির দালাল টা আমরা বুজছি ।

      Level 0

      @neel333: দালালদের কোথায় কান দেবেন না। আমরা বিনে পয়শায় নেট ব্যাবহার করলে কার বাপের কি ??

      Level 0

      @neel333: ভাই আমি ভারতীয়, ভারতে 50 টাকা নয় 123-126 টাকায় 1 জিবি পাওয়া যায় ,, বেশির ভাগ 2G ,, 1-2 কোম্পানী 3G দেয় ,, তবু কিনেই ব্যবহার করি l 50 টাকায় কে দেয় পারলে বলবেন ………..

আসল কথা হল দেশের এই অপারেটর গুলো যে ভাবে মানুষকে বাশ দিচ্ছে…
এই বাশ দেওয়া বন্ধ হলে।
আর পুর্ন গতির নেট সেবা দিতে পারলে।
বাংলার মানুষ ফ্রি নেট ছাড়বে…

    Level 0

    @আবু বকর জিলানী: সহমত
    যদি টাকা দিয়ে নেট ব্যাবহার করতে হয় তবে উচিত দামে দ্রুতগতির নেট ব্যাবহার করব।

Level 0

আপনি একদম ঠিক কথা বলেছেন.. মনে হয় আপনি বাংলাদেশে থাকেন না বা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তাই এই ধরনের কথা বলছেন.. যদি দীর্ঘ সময় ধরে গ্রামীন বা অন্য কোন অপারেটর এর ইন্টারনেট ব্যবহার করতেন তাহলে মনে হয় আপনার মনের মধ্যে এই ধরনের কথা আসতো না।

Level 0

নেট এর বিল লেখক দিয়ে দিক তাহলে আর ফ্রী চালাব না

    Level 0

    @xShohagh: সহমত। দেখি এইবার (দালাল) টিউনার কি বলেন ??

Level 0

@xShohagh ভাই আপনি ঠিক বলছেন । ইন্ডিয়া তে ১ জিবি মাত্র ৫০ টাকা তাহলে আমাদের দেশের অতিরিক্ত ২৭০ টাকা লেখক দিয়া দিলে আমরা আর ফ্রী নেট ব্যবহার করব না ।

    Level 0

    @neel333: ভাই আমি ভারতীয়, ভারতে 50 টাকা নয় 123-126 টাকায় 1 জিবি পাওয়া যায় ,, বেশির ভাগ 2G ,, 1-2 কোম্পানী 3G দেয় ,, তবু কিনেই ব্যবহার করি l 50 টাকায় কে দেয় পারলে বলবেন ………..

Level 0

Apnake akta tips dae, internet provider company jonno ato maya thakle apni sob company sim o modem kine boro boro sob package kinte thaken.

    vai thik bolchen…..ei tuner mone hoy onek chesta koreo free net chalaite pare nai…tai ekhon amader boyan diteche…

Level 2

গ্রামীনফোন হারামিরা এত খারাপ, নেট আপনি টাকা দিয়া এউস করবেন, সব ডাটা অরা cache সার্ভার দিয়া পাঠাইবো। প্রত্যেকটা রিকোয়েস্ট ৭ – ৮ টা cache সার্ভার থেকে পাঠাইব।

“এবার মনে করুন আপনার একটা নেট কোম্পানি আছে আর আপনার কোম্পানি থেকে সবাই ফ্রীতে নেট করে যাচ্ছে। আপনি কি চেয়ে চেয়ে এটা উপভোগ করবেন আর আপনার ব্যাবসাটা চালিয়ে যাবেন? নাকি কোন ব্যাবস্থা নেবেন? আর কিছু না পারবেন অন্তত কোম্পানিটা বন্ধতো করতে পারবেন। মনে রাখবেন আপনার দেশেরই কোন নাগরিক কিন্তু ব্যাবসাটা করছে।”

ভাই, আপনার এই কথাটাতেই আপনার নেট বা কোম্পানি সম্পর্কে আইডিয়া পরিস্কার হয়ে যাচ্ছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন mobile service provider যারা আমাদের দেশে business করে তারা কেউ এ আমাদের দেশের প্রতিষ্ঠান না। একমাত্র teletalk ছাড়া বাকি সবাই বিদেশি কোম্পানি। আর তারা service এর নাম করে কম দামে bandwidth কিনে চড়া দামে আমাদের কাছে বিক্রি করছে। বলা যায় তারা আমাদের চুষে নিয়ে দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। এবং আমরা কিছুই করছি না। প্রতারনা করে দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া বেআইনি না, আর আমরা কেউ কেউ একটু মাথা খাটিয়ে free net use করলেই আপনার খুব গায়ে লাগছে, তাই না?

Level 2

@অচেনা পথিক রনি: তরে কইলাম এইসব কমেন্ট আর করিসনা। শালা খাইয়ে দাইয়ে কাম নাই নিজের পেজের অ্যাড করে বেড়াচ্ছিস।

TT ta দাদালে ভইরা গেল

যাই হক, আমি আর কোন কমেন্ট করলাম না। কারন পোস্ট টা পরার পর যখন কমেন্ট গুলা পরলাম । তাতে মনে হল পোস্ট টা মানুশের কাসে পজিটিভ এর থেকে নেগেতিভ হিসাবে বেশি বিবেচ্য হইছে …।।

Level 2

tt home page open korlei sob somay 2,3 ta free net tune thake khub kharap lage j ami india aaci free net use korte pari na aamar 1/month 200 recherge kori 6 gb data speed 15kbps kii j kharap lage. vaii sob india te free net er kono tips thakle jaana ben.

আর বইলেন না ভাই শুধু ফালতু প্যাচাল…………..

apni (oparetor ra) pasa bair kore rakhben … r ami ei pasata marle dosh hoye gelo … parle oparetor der free net off korte bolen …. r jodi salara desh sere chole jay tahole aro valo ….

Level 0

ভাই, আপনাকে কে বলল যে নেট কম্পানিগুলো বাংলাদেশি মানুষ চালায়??

Grameenphon = Telinor
Banglalink = Axiata
Airtel = Bharati Airtel
Qubee = Qubee pakistan

আপনার কাছে কি এইগুলারে স্বদেশী মনে হয়? একমাত্র বাংলালায়ন ছাড়া বাকি সব বিদেশি!!

    Level 0

    @BotMaster: ভাই আপনার একটু ভুল হইছে ।
    Robi= Axiata
    Banglalink=Orascom

      Level 0

      @neel333: সরি ভাই! ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ! 🙂

    @BotMaster: vai apni apner banglalion e ki BS id verification bypass korte parsen!!!!!!

কত মন্তব্য রে বাবা ।
আপনি Grameenphone এর আনলিমিটেড নেট কানেকশন নিয়ে টেকটিউনসে লোড দিয়ে একটা চা খেয়ে আসুন । দেখুন এখোন লোড নিচ্ছে

বাহ বিশ্ব দেহি বুড্ডা, গ্যানী/ফানি-তে ভরে যাচ্ছে। এইসব গ্যানীদের CTN। বুড্ডা ইন্ডিয়া গিয়া মুড়ি খাইয়্যা মর।

আমার তো মনেহয় ফ্রি নেট শুধু না ফ্রি SMS ফ্রি CALL করা গেলে সেটাও করা উচিত. শালারা আমাদের হাড় চুষে খাচ্ছে. এসব তো দাখেন না. আর আমাদের উপকারের জন্য কেউ ফ্রি নেট এর ব্যবস্হ করলে দোস

Level 0

ভাই আপনি কোন কোম্পানির এজেন্ট। লেখা দেখে তো মনে হয়না সাধারণ ইউজার।

Level 0

আচ্ছা আপনি ভারতীয় ? আপনার কথা বলার ধরন বা লেখার ভাব খানি অন্যরকম লাগছে।

http://21virtuallibrarybd.tk

Level 0

শালার দালালে টেকটিউনস ভইরা গেছে দালাল মুক্ত টেকটিউনস চাই ।

Level 0

শালার দালালে টেকটিউনস ভইরা গেছে দালাল মুক্ত টেকটিউনস চাই । accha u dalal

শালার দালাল এভরিহোয়্যার! ন্যায্য ,মুল্যে যদি তোমার মোবাইল কোম্পানিরা নেট বেচতো তাইলে কেউই ফ্রি নেটের খোজ করতো না :/

Vai, Valo kotha bolechen…

Level 0

আগেই গালি দিয়ে রাখছেন যাতে কেউ আপনার বিপরীতে কমেন্ট করতে না পারে।
কিন্তু আমরা তো এইটা বুজতে পারলাম যে আপনি জিপি বা অন্য কোম্পানির চামচা !
না হয় কেন কোম্পানির নেট বেবসায় ২০০ গুন লাভ এইটা নিয়া টিউন না করেই এই টিউন করলেন?

*আমি টাকা দিয়া রবি নেট ব্যাবহার করি।

Level New

দাদা কেও প্লীজ আমাকে ফ্রী নেট চালাবার বুদ্ধি দেন । আমি ইন্ডিয়া তে থাকি ar এয়ারটেল 3g ইউজ করি । micromax মোডেম দিয়ে নেট চালাই । কেও কোনও কাজের ট্রিক দিলে উপকৃত হব

ওরা দাম বেশি নেয় বলেই তো মানুষ ফ্রি নেট চালাতে উদ্যেগী হয়।

Mr.Dalal! You need a lot of কাঠাল পাতা!

আপনি বাংলাদেশি কেও একজন ফেক আইডি খুলে এই টিউন গুলা করছেন।কথার ধরন দেখে মনে হয়না আপনি ভারতীয় বাঙালী।

দালাল is now everywhere! Mission দালাল impossible! Hero: writerbuddha

নেট করা !!!!!!!! এটা আবার কি? টিউনার ভাই আপনার যেমন ফ্রি নেট সহ্য হয় না আমার তেমন বাংলা বানানে ভুল সহ্য হয় না। ঠিক মত বাংলা বানান না করতে পারলে টিউন করা ছেড়ে দেন। আর আপনার মূল্যবান মেধা ভাল পথে কাজে লাগান। ধন্যবাদ

Level 2

হালায় উত্তর দেয় না ক্যা ?

Level 0

Ami pc te gpmms die free net chalaitesi but 3 minit por por disconnect hoy.. amar reconnect software ase bt oira diye non-resumable file gula download hoy na ar browsing eo problem hoy…. So Apnader moddhe jodi keu amon kono trick janen jeta te 3 minit por por disconnect hoy na..tahole amake plz janan……Thanks in Advance 🙂

Level 0

আজ থেকে তোর কুনো টিউন পরবনা যত সব ফালতু টিউন ডিলিট কর এই টিউন

    Level 0

    @skynet: মাথা খারাপ হয়ে যায়ে তর কথা শুনে আমি আমি বাংলাইওন সাফারি কিং ১৫০০ টাকা দিয়ে ভেভহার করি স্পিড পাইনা ঠিক মত এমনেতি মাথা গরম আবার এই টিউন

Level New

Ha Ha Ha Owre Jemne Sobai Mile Jaita dhorse Oy ar kotha ki bolbe? 😀 Ami Ar Kisu Bollam Na Ei Bebun Ta ke 😀

Level 0

writer ar comment koi?

Level 0

দাদা কেও প্লীজ আমাকে ফ্রী নেট চালাবার বুদ্ধি দেন । আমি ইন্ডিয়া তে থাকি ar এয়ারটেল 2g ইউজ করি । vodafone মোডেম দিয়ে নেট চালাই । কেও কোনও কাজের ট্রিক দিলে উপকৃত হব…