টেকটিউন্স পড়ুন অফলাইনে (জোসসসস সফটওয়ার) !!!

http://2.bp.blogspot.com/_xcD4JK_dIjU/SSF5l8kbTwI/AAAAAAAACEc/3S2qqkgxPAA/s400/0009c218_medium.jpegবিসমিল্লাহ হির রাহমানির রাহিম।

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আজ একটা ইনটারেস্টিং বিষয় নিয়ে লিখতে যাচ্ছি।

http://i269.photobucket.com/albums/jj44/downarchive2/member2/1216411430_obr_mpOeeV-1450x318.jpg

আপনি কি ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার প্রিয় ওয়েব সাইট টেকটিউন্সটি পড়তে চান। সমস্যা নাই। আমি আপনাদের আজ যে বিষয় নিয়ে টিউন করতে যাচ্ছি সেটা হলো এমন একটি সফটওয়ার যেটা ইন্টারনেট কানেকশন ছাড়াই ওয়েবসাইট দেখাবে।

এই সফটওয়ারটি মূলত কাজ করার ধরণ হলো এটা আপনার কাংখিত ওয়েব সাইটের সম্পূর্ণ পেজগুলি ডাউনলোড  করে রাখবে। ফলে আপনি আপনার ইচ্ছা মত যে কোন সময় অফলাইনে আপনি আপনার ওয়েবসাইটটি পড়তে পারেন।

OfflineExplorer522878ServiceRelease.gif image by portableturk

শুধু ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করুন। এরপর আপনার কাংখিত ওয়েব সাইটের লিঙক দিয়ে ডাউনলোড শুরু করে দিন।

ডাউনলোড করুন এখান থেকে

বার বার লোডশেডিং এর কারণে টিউনটি গুছিয়ে লিখতে পারলাম না।আশা করি টিউনটি কেমন হলো এটা জানিয়ে মন্তব্য করবেন।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo bhai.apnar tune all time nice.asa kori aro valo tune korven

আমার ধারনা এই প্রচেষ্টা techtune এর ক্ষেত্রে করলে সফল হতে পারব না বা সফল হতে সময় লাগবে। কারন techtune হল একটি বিশাল বড় সাইট। তুমি যেই সফটওয়্যার দিয়েছ তা দেখে মনে হয়েছে এটা web site downloader এর সফটওয়্যার। এখানে যদি আমি www(dot)techtunes(dot)com বসিয়ে দিয়ে টেকটিউন পুরাটা ডাউনলোড করতে যাই তাহলে অনেক সময় লাগবে। টেকটিউন এ মোট পাতা আছে ২৭০ টি। প্রতি পাতায় ১০ করে টিউন হলে মোট টিউন প্রায় ২৭০০ টি। এতগুলো একসাথে কিভাবে ডাউনলোড করব? সাধারনত এই ধরনের মেগা সাইট এর ক্ষেত্রে সফল হওয়া কঠিন।

অবশ্য তোমার আজকের এই টিউন দ্বারা তুমি যদি বুঝাতে চাও যে টেকটিউন নির্দিষ্ট কয়েকটা টিউন একসাথে ডাউনলোড করার কথা বলে থাক, তাহলে ঠিক আছে, এটা সম্ভব। সেক্ষেত্রে সফটওয়্যার টি অনেক কাজের বলে আমার দ্বারা বিবেচিত হবে।

শোয়েব ভাই,
ধন্যবাদ এই রকম একটি টিউন পোষ্ট করার জন্য। তবো এর ব্যবহার বিধি একটু বিস্তারিত লিখলে আমার মনে হয় সবাই উপকৃত হতো।

    বার বার লোডশেডিং এর কারণে টিউনটি গুছিয়ে লিখতে পারলাম না।

এই টিউনটি আমি আমার মত করে লিখে ready করে রেখেছিলাম । just post করবো ভাবছিলাম । আপনি করেছেন তাই r…….।সুন্দর টিউনটির জন্য অনেক ধন্যবাদ ।

নাইস টিউন। Htrack website coppier নামের একটা সফটওয়্যার দিয়ে আমি করতাম আগে যখন P-4 নিতাম। 🙂

    Level 2

    Htrack website coppier এইটা আমিও ব্যবহার করেছি।

সফটওয়ারটি নিয়ে একবার টিউন করা হয়েছিল। এতে মোটামুটি বিস্তারিত দেয়া আছে।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/13442/
আপনাকে ধন্যবাদ তা আবার নতুন করে জানানোর জন্য।

    দেখুন হীরা আপু, আমি প্রত্যেকটা টিউন করার আগে সার্চ দিয়ে দেখি যে আগে করা আছে কিনা । আর আমি সার্চ দিয় সফটওয়ারটির নাম লিখে। তো আপনার দেওয়া লিংকটি না দেখেই আমি বলতে পারি যে, আমি যেইটা নিয়ে টিউন করছি এটা সেইটা না। আর বিস্তারিত লেখার কথা বলছেন। বাংলাদেশের যে অবস্থা!
    মন্তবের জন্য ধন্যবাদ।

Level 0

ভাই ভালো টিউন ।

আর কারেন্টের কথা বলে মেজাজটা আরো খারাপ করে দিলেন । কিছু করার নেই আমাদের দেশ একদিন ডিজিটাল বাংলাদেশ হবে । এই প্রত্যাসায় রইলাম ।

আবারো ধন্যবাদ । 😆

ধন্যবাদ এই রকম একটি টিউন পোষ্ট করার জন্য।

Level 0

valo…দেখা যাক কতটুকু ভালো

Level 0

শোয়েব ভাই- আপনাকে অনেক, অনেক, ধন্যবাদ
কাজ হয়েছে আমি দেখেছি। আমার না হলেও আমার বন্ধুর উপকারে আসবে।
চালিয়ে যান, দোয়া করি।

ডাউনলোড দিলাম। আরো টিউন চাই। ধন্যবাদ।

ভাল লাগল পোস্টটি পড়ে।