আপনি যেখানেই থাকুন না কেন আপনার পিসি থাক হাতের কাছে!!!!

কেমন আছেন সবাই? সবাইকে অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই vpn বিষয়ক টিউনটি।

আমার শিরোনামটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে, আপনি যেখানেই থাকুন আপনার কম্পিউটারের সকল ফাইলগুলো এক্সেস করেত পারবেন ইন্টারনেটের মাধ্যমে।

মনে করুন আপনার বাসা ঝিনাইদহতে, ঢাকায় মামার বাসায় বেড়াতে গেছেন, সমস্যা নাই সেখান থেকেও এক্সেস করতে পারবেন আপনার পিসি। এটার জন্য আপনার দরকার হবে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন নামের একটি সফটওয়ার। আমি আপনাদের যে সফটওয়ারটির কথা বলব সেটার না Hamachi এটা একটা ফ্রি ভিপিএন প্রোগ্রাম। আর সবচেয়ে মজার কথা ফাইল সাইজ ও খুব ছোট মাত্র ৮৭৯ কিলোবাইট ফলে বিনা কষ্টে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আপনি।

হামাচি ব্যবহারের সুবিধা সমূহ:

  • Remote Desktop
  • Remote Assistance
  • Windows File Sharing
  • iTunes
  • Network Gaming

সেটাপের নিয়মাবলি:

  1. সবচেয়ে প্রথমে এই  লোকোশন http://hamachi.cc/ থেকে ফ্রি ডাউনলোড করে Setup রান করুন, Next দিন, license Agreement চেক করে Next দিন।
  2. প্রতিবার উইন্ডোজ ওপেন হবার সময় হামাচি অটোমেটিক ওপেন হবে কিনা এবং ডেস্কটপে শর্টকাট আইকন থাকবে কিনা তা দেখিয়ে দিয়ে  Next করুন।
  3. এখন আপনি যদি File shearing চালু রাখতে চান তাহলে চেক বক্সে টিক চিহ্ণ না দিয়ে Next করুন।
  4. “Use Hamachi Basic……” সিলেক্ট করে Next করুন, Install ক্লিক করুন, Next ক্লিক করে “Lunch Hamachi” সিলেক্ট করে Finish এ ক্লিক করুন। হামাচি ওপেন হবে, নিচে Power On বাটনে ক্লিক করুন।
  5. Account Create অপশন আসবে, Account Name দিয়ে একাউন্ট তৈরি করুন।
  6. Create or Join Networks বাটনে ক্লিক করে Creat a new network বাটনে ক্লিক করুন। Network Name & Password দিয়ে Create এ ক্লিক করুন, ব্যাস এখন আপনার VPN তৈরির কাজ শেষ।

বুঝতে সমস্যা হলে নিম্নের চিত্রগুলির সাহায্য নিন।

এখন আপনি অন্য কোন কম্পিউটার থেকে এই কম্পিউটারের শেয়ার করে ফাইল এক্সেস করতে চাইলে ১ থেকে ৫ নং  ধাপগুলো অনুসররণ করুন এবং Create or Join Networks বাটনে ক্লিক করে Join an  existing network এ ক্লিক করুন। আপনার কম্পিউটারের Network Name এবং Password দিয়ে Join এ ক্লিক করুন। আপনার কম্পিউটারের সাথে কানেকশন তৈরি হবে এবং আইপি এড্রেস শো করবে । এখন আইপি এড্রেসে রাইট ক্লিক করে ব্রাউজে ক্লিক করলে আপনার পিসির শেয়ার করা ফোল্ডারগুলো  আপনি দেখতে পারবেন।

বিস্তারিত ও উৎস
জানিনা টিউনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে ধন্য করবেন

ধর্য্য ধরে টিউনটি পড়ে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank shoyeb for your information.
http://www.bdjobs24.co.nr/

ওয়াও!!! পুরাই জটিল টিউন করছ শোয়েব ভাইয়া……….. ধন্যবাদ

    অনেক ধন্যবাদ শাকিল ভাই। আমি আশাকরি আপনি আমার পাশে থাকবেন।

ভাল টিউনস ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে।

    একটু চেষ্টা করুন সহজেই পারবেন।

A+

Level 0

josssssssssss

    আপনাকেউ অনেক ধন্যবাদ তুসিন আহমেদ

ধন্যবাদ শোয়েব ভাই। জিনিসটা কি টিম ভিউয়ার এর মত কাজ করে।

Level 2

TeamViewer diyeo mone hoi ai kjata kora jai aro sohoje…

শোয়েব আখতার দেখি এক টিউনে ই সব উইকেট ফেলে দিছে …… চরম

    সবই আপনাদের দোয়া। কেমন আছেন টিনটিন ভাই?

Level 0

জটিল টিউন চালিয়ে যান।

    ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।

কাজের টিউন । ধন্যবাদ ।

    আপনাকেও ধন্যবাদ স্বপ্না।

Level 0

er jonno ki je pc control korbo sheta power on thaka lagbe?