কেমন আছেন সবাই? সবাইকে অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই vpn বিষয়ক টিউনটি।
আমার শিরোনামটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে, আপনি যেখানেই থাকুন আপনার কম্পিউটারের সকল ফাইলগুলো এক্সেস করেত পারবেন ইন্টারনেটের মাধ্যমে।
মনে করুন আপনার বাসা ঝিনাইদহতে, ঢাকায় মামার বাসায় বেড়াতে গেছেন, সমস্যা নাই সেখান থেকেও এক্সেস করতে পারবেন আপনার পিসি। এটার জন্য আপনার দরকার হবে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন নামের একটি সফটওয়ার। আমি আপনাদের যে সফটওয়ারটির কথা বলব সেটার না Hamachi এটা একটা ফ্রি ভিপিএন প্রোগ্রাম। আর সবচেয়ে মজার কথা ফাইল সাইজ ও খুব ছোট মাত্র ৮৭৯ কিলোবাইট ফলে বিনা কষ্টে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আপনি।
বুঝতে সমস্যা হলে নিম্নের চিত্রগুলির সাহায্য নিন।
এখন আপনি অন্য কোন কম্পিউটার থেকে এই কম্পিউটারের শেয়ার করে ফাইল এক্সেস করতে চাইলে ১ থেকে ৫ নং ধাপগুলো অনুসররণ করুন এবং Create or Join Networks বাটনে ক্লিক করে Join an existing network এ ক্লিক করুন। আপনার কম্পিউটারের Network Name এবং Password দিয়ে Join এ ক্লিক করুন। আপনার কম্পিউটারের সাথে কানেকশন তৈরি হবে এবং আইপি এড্রেস শো করবে । এখন আইপি এড্রেসে রাইট ক্লিক করে ব্রাউজে ক্লিক করলে আপনার পিসির শেয়ার করা ফোল্ডারগুলো আপনি দেখতে পারবেন।
বিস্তারিত ও উৎস
জানিনা টিউনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে ধন্য করবেন
ধর্য্য ধরে টিউনটি পড়ে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
thank shoyeb for your information.
http://www.bdjobs24.co.nr/