মজার মজার সব ইলেকট্রিকেল প্রজেক্ট!

অনেকদিন পর আবার লেখা শুরু করলাম। ফেসবুক কিংবা আরো অনেক বিষয় নিয়ে লেখার আইডিয়া থাকা  স্বত্বেও সময়ের অভাবে এতদিন লেখা হয়ে ওঠেনি। তবে আর কাহাতক বসে থাকা যায়। এতদিন না লিখলেও Techtunes এর সাথেই ছিলাম। একসময় বিষ্ময় ভরে লক্ষ্য করলাম আমার অনেক আইডিয়াই টিউনার -রা প্রকাশ করে ফেলেছেন। আমার জন্য কিছুই বাকি রাখেন নি। :p

আমার এবারের টিউন ফেসবুক সম্পর্কিত নয়। আজ Website ঘাটাঘাটি করে একটি মজার Site এর সন্ধান পেলাম। মজার মজার সব ইলেক্ট্রনিক যন্ত্রপাতি সম্পর্কিত আবিষ্কার। কি নেই সেখানে?  আবিষ্কার এর লিস্টি দেখলেই বুঝে যাবেন সাইটের ধরণ  :

#. Electric Bike with a cordless Drill

#. Geared Candle Holder

#. Top down View Camera Stand

#. Mad Coffee Machine

#. Making i-robot

#. Making a Hydro- Oxygen Bottle Rocket

#. Star trek Bluetooth Communicator

#. Hot to Cold Smoke Converter

#. Making an Old Paper  And many more...

Making an Old Paper Like That

Hot to Cold Smoker Convertion

এই সাইট টি এবার দয়া করে ভিসিট করুন 😀

Video Tutorial পেতে হলে।

মন্তব্য দিয়া উৎসাহিত করুন। না দিলেও নিরাশ  হইবো না। 😀

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উৎসাহিত করলাম, ভাই আপনার টিউনটি ভালো হয়েছে।

    থ্যাঙ্কু … থ্যাঙ্কু … আপনার মূল্যহীন* মন্তব্যের জন্য। * মূল্যহীন = টাকার অংকে পরিমাপ যোগ্য নয়। 😀

সমস্যা আসলে গাছের গোড়ায়।
যেমন- আমি নতুন, ঠিক আমাদের মত আরো অনেক অনেক নতুন এখানে আছে। আমি আসলে বুঝি না যে আমি যদি electronix এর কোন একটা জিনিস নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কি দরকার লাগবে, বা কোথা থেকে আমাকে আসলে কাজ শুরু করতে হবে। অনেকদিন আগে একটা বাংলা ফোরাম এ ইলেক্ট্রনিক্স বিভাগে দেখলাম একজন ভাইয়া কি একটা সার্কিট তৈরির চিত্র তার পোষ্ট এ দিয়ে রেখেছেন। চিত্র দেখে মনে হল যারা ইলেক্ট্রনিক্স বিষয়ে অভিজ্ঞ তারা এই চিত্র দেখেই কাজটা সহজে করে নিতে পারবে। তাহলে আমাদের নতুনদের কি হবে যাদের আছে , অসীম আগ্রহ।
এখন আমার মনে হয়, এই টিউন গুলো মনে হয় আমাদের জন্য না। যারা কোন varsity তে EEE নিয়ে পড়ে তাদের জন্য।

একটু একটু করে লিখে দিলে আরো ভাল হত তারপরও ভাল হয়েছে তাই ধন্যবাদ।

ফেসবুক গুরু দয়া কইরা একটু খোলা মেলা লেকলে ভাল কইরা বুঝতে পাইতাম। প্লিজ ….

আরে ভাই ! খোলামেলা কইরা কেমনে কই? আমি নিজেইতো ছাই..এই সার্কিটবোর্ডের আগামাথা বুঝি না। তার জন্য আমার ভিডিও টিউটোরিয়াল টাই ভরসা। তার উপর পুরো সাইট টি ইংরেজীতে। (আমি আবার ইংরাজীতে এট্টু কাঁচা) মৃত্যু ভাই, আপনি ঠিকই কইসেন এই সব আসলে যারা ইলেক্ট্রনিক নিয়ে কাজ করে তাদের জন্যই বা যারা এগুলো তৈরী করতে পছন্দ করে। বিজ্ঞানের এমন কিছু বস্তু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যা আমার মস্তিষ্কে প্রবেশই করতে পারেনি।

ফেসবুক গুরু আমি আপনাকে এইসব সার্কিটবোর্ডের কাজে সাহায্য করতে পারি ।
যারা নতুন তারা সহজ সার্কিট নিয়ে কাজ করলে ভালো করতে পারবে ।
তবে আমার ইচছা আছে এইসব সার্কিট নিয়ে টিউন করার ।
আর আপনাকে আনেক ধন্যবাদ এই সাইটের খোজ দেয়ার জন্য ।

    তানভির ভাই, আমি ইংলিশ থেকে বাংলায় কনভার্ট ভালো ভাবে করতে পারলে আর এই সমস্যা টা থাকতো না। 😀 তবে আপনাতে সাহায্য করতে পেরে আমিও খুশ… ওই সাইটের প্রজেক্টগুলো আশা করি বাংলা ভাষায় সহজবোধ্য ভাবে টিউন করবেন, এবং আমাকে জানাতে ভুলবেন না যেন 😉

@ফেসবুক গুরু ও সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যঃ
আমার ইচ্ছা আছে বেসিক ইলেক্ট্রনিক্সের ওপর টিউন করার। টিঊনগুলো এমনভাবে করতে চাই যেন ইলেক্ট্রনিক্সে যার মৌলিক জ্ঞানটুকুও নাই, তারাও ডায়াগ্রাম দেখে সার্কিট প্রস্তুত করতে পারে এবং ভবিষ্যতে নিজের মত করে সার্কিট ডিজাইন করার মত দক্ষতা অর্জন করতে পারে।

হয়তো ধারাবাহিকভাবে কিছু টিউন লিখে যেতে হবে। তবে আপনারা অনুপ্রেরণা দিলে আমি করব ইনশাল্লাহ। আপনাদের মতামত ইতিবাচক হলে এই উইকেন্ড এ শুরু করতে চাই।
ধন্যবাদ।

    ভাই, ওকে আপনি electronix এর ব্যাপারে টিউন করেন। যেমনঃ প্রথম টিউন এ থাকবে , আমি যদি কাজ শুরু করতে চাই , আমার কি কি জিনিস দরকার পরবে। এগুলা আমি কোথা থেকে কিনতে পারব। এগুলোর দাম কত হবে। একটা সার্কিট বানাতে হলে কি কি জিনিসের দরকার পরবে।
    আপনি আর তানভির আহমেদ ভাই যদি একটু contact করে টিউন করেন তাহলে ভাল হয়( কোন টিউন এর পর কোন টিউন আসবে, এই ব্যাপারে)। Electronix এর বিষয় গুলো যেন শুধু EEE এর student এর কাছে সীমাবদ্ধ না থাকে , আমরা তাই চাই।

knight Rider এর গাড়ীতে সামনের দিকে যে লাইট ব্যবহার করা হয়েছে তেমনি একটি লাইটের ডিজাইন দিয়া শুরু কইরেন। নিজের গাড়িতে লাগাইয়া আফনাগো লাইগা দোয়া করমু নে! 😉

সুন্দর পোষ্ট