আজ দারুন একটি টিপস্ জেনে নিন "কিভাবে গুগল কে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করবেন"। আমারা অনেকের ওয়েব ব্রাউজারে গুগলকে হোমপেজ হিসেবে ব্যবহার করে থাকি। কোন কিছু খোজার প্রয়োজন হলেই গুগলে সার্চ করি। কিন্তু হঠাৎ করে যখন কোন কিছু ক্যালকুলেট করার প্রয়োজন হয় তখন উন্ডোজের ক্যালকুলেটর খুলতে হয় আবার দেখা যায় সেটা দিয়ে আপনি অনেক কিছুই হিসেব করতে পারছেন না। এবার আর চিন্তা নেই গুগলের সার্চ বক্স দ্বারাই আপনি যে কোন কিছু করতে পারবেন এক ক্লিকেই ।
ক্যালকুলেশন করার জন্য বিভিন্ন ধরনের ধাপ আছে। তার মাঝে সংখ্যা দ্বারা যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদির ব্যবহার বেশি হয়ে থাকে। গুগল দ্বার ক্যালকুলেশন করার জন্য প্রথমে Google সাইটে প্রবেশ করুন। যদি যোগ করতে চান তবে সার্চ বক্সে 1+1 (উদাহরন স্বরূপ) এন্টার চাপুন। এভাবে বিয়োগ করার জন্য (1-1), গুন করার জন্য (1*1), ভাগ করার জন্য (1/1) লিখে এন্টার চাপুন এবং তার ফলফল দেখতে পাবেন।
|
ইচ্ছে করলে আপনি গুগল ক্যালকুলেটর দ্বারা আরো তথ্য জেনে নিতে পারবেন। যেমন কত মাইলে কত কিলোমিটার। কত mb তে কত kb। উদাহরন:- 700 Mb in kb লিখে এন্টার দিন তারপরই রেজাল্ট পেয়ে যাবেন।
এছাড়া আপনি বিভিন্ন দেশের মুদ্রা'কে কনর্ভাট করে দেখতে পাবেন খুব সহজেই। যেমন ৫০০ USD কত CDN হয় তা কনর্ভাট করতে পারবেন। উদাহরন :- 500 usd in cdn লিখে এন্টার চাপুন তারপরই তার রেজাল্ট দেখাবে।
এছাড়া গুগল ক্যালকুলেটর সম্পর্কে আরো বিস্তারিত জানতে Google calculator page ভিজিট করতে পারেন।
* গুগলের দারুন সব সুবিধা সম্পন্ন সেবা সমূহ পেতে google.features পেজ'টি দেখতে পারেন।
-----------------------------------
আমার করা এ পর্যন্ত ৫০ টি টিউন জানিনা আপনাদের কেমন লেগেছে। এই কৃত্তিত্ব আপনাদের, আপনাদের সহযোগিতার কারনেই আমি টিউন করতে পেরেছি। পরবর্তী'তে আরো অনেক টিউন করার আশা আছে যদি আপনারা সাথে থাকেন। সবাই ভালো থাকবেন সেই কামনা সবসময়ের....
সেই শুভকামনায় -
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অভিন্দন হাফ সেঞ্চুরীতে যাত্রা শুভ হোক>>>>>>>১০০%।