টেক ফান [পর্ব-৬] :: একটি সম্ভাবনাময় প্রেমের করুণ পরিণতি

পরিচিত একজন এসে বলল, একটা মেইল করতে চাই। ক্যাম্নে কি?

আমি বললাম, কোন ব্যাপার না। তোমার একাউন্টে লগিন করে নিউ মেসেযে গিয়া লেইখা টেইখা এড্রেস দিয়া সেন্ড দিবা।

সে বলল, চিন্তায় আছি। বিরাট বড় মেসেজ। হেল্প লাগব। আমারে পকেট থিকা কাগজ এক খান বাইর কইরা দেখাইল।

কাগজ দেখে আমি বাকরুদ্ধ! একেবারে উরাধুরা কঠিন ইংলিশে লেখা-

ডিয়ার স্যার,
সুন্দরী অমুক সেনেগালের প্রেসিডেন্টের কন্যা। আমি তাহার বন্ধু। ক্লোজ ফ্রেন্ড। আমি জানিয়াছি তাহার পিতা আপনার ব্যাংকে সাড়ে চাইর মিলিয়ন ডলার রাখিয়া গিয়াছেন। সুন্দরী অমুক চাচ্ছে তাহার বাপের রাখিয়া যাওয়া সমস্ত টেকাটুকা আপনি অধমের একাউন্টে পাঠাইয়া দেন।
অধমের ব্যাংক একাউন্ট-
এড্রেস-

দুই মিনিট হাসি আটকানোতে ব্যয় হইল। অতঃপর জিজ্ঞাসিলাম, এইটা কে লেখসে? ঘটনা কি?
সে জানাইল কে লিখে দিছে। এবং ঘটনা তো বুঝাই যাচ্ছিল।কিন্তু তার মুখে শোনলাম, কি গভীর কাহিনী! শুনতে শুনতে কূল পাচ্ছিলাম না। গভীর প্রেম যারে বলে আর কি! মেয়েটার বাপের মৃত্যু পর্যায়ে এসে বক্তার চোখ ছল ছল করে উঠল। সেই চোখে আমি স্পষ্ট দেখলাম অনন্ত আর বর্ষা।



কাহীনি শোনে ঝামেলায় পড়া গেল। এই গভীর প্রেমের মাঝে ক্যাম্নে কি বলি! শেষে এতটুকু বললাম, যাই হোক, ভালোবাসা ভালো। মেয়েটাও অতি সৌন্দর্য। তবে এইসব মেইল টেইলের সাহায্যে আমি নাই। টেকাটুকার ব্যাপার যেহেতু। তবে তোমার কাছে টেকাটুকা চাইবে পরের মেইলে। তুমি দিলে চিন্তা কইরা দিও। আর আমারে যদি জিগাও বলব দিও না।

এইবার সে আমারে ঝাকায়ে ধরল। আমি ক্যাম্নে জানলাম টাকা চাইবে। তখন বাধ্য হইয়া গুগলে কিছু খোঁজ দিয়া তারে দেখাইলাম। একই মেইল, একই রকম কথাবার্তা, একই ছবি দেখে আবার তার চোখ ছলছল করে উঠল। স্ক্যাম মেইল কি বুঝাইতে গিয়া আবার দেখলাম তার চোখে অনন্ত বর্ষা।

সে কিছুক্ষণ গুম হয়ে থেকে উঠতে উঠতে বলল, আমি ভাবছিলাম খালি বাংলাদেশের লোকই বাটপার। কিন্তু......বলে ধরে এল তার গলা।



আমারো খারাপ লাগল। বললাম চলো তাইলে। চা খাই। আর গান হুনি একটা। জেমসের। ওরে আমার প্রথম দেখা মেয়ে, তোমার সাথে হলো না ই আমার কুসুম কুসুম প্রেম।। এই গানটা আছে তো?

সে মাথা নাড়ে, গান আছে।


Level 0

আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হি.হি.হি!!!! হাসি আইলো তো! আটকাইতে পারলাম না।………………..

ভাল লিখেছেন…।