সম্মানিত অনেক টিউনার অবশেষে ইন্টারনেটের বিল কমছে মর্মে বিভিন্ন ব্লগে পোস্ট করছেন কিন্তু কথা হচ্ছে আসলে কি সেটা কমছে? আমার কাছে বড় খটকা লাগছে কারন ইতি মধ্যে জিপি আর রবি যে ঘোষনা দিচ্ছে তাতে পেপার ইউজ প্যাকেজের খরচ কমাতে যাচ্ছে কিন্তু আসলে এটার জন্যই কি আজকের আন্দোলণ। ডিজিটাল বাংলাদেশের নাম যদি হয় ১৫ টাকার ১ জিবি প্যাকেজ গ্রাহক কিনছে ৩৪৫ টাকায় তবে ডিজিটাল থেকে এ্যানালগ ভাল ছিল। রবি কোম্পানী স্কুল কলেজ শিক্ষখার্থীদের মাঝে ইন্টারনেট ছড়িয়ে দিতে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। কোমলমতি এই সব স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নেটের ভেতর ঢুকিয়ে তাদের ধ্বংস করার পায়তারা চলছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তারা জড়িয়ে পড়ছে মোবাইল ক্রাইম ও নানা ধরনের পর্ণ ওয়েব সাইট দেখে। নিজের প্রয়োজনে এখনো অনেক কিছুই আমরা ইন্টারনেটে পাই না। মোবাইল অপারেটরদের টার্গেট এখন শিক্ষার্থীদের ওপর।কারণ তারা মোবাইলে মিনি প্যাকেরজ ব্যবহার করে যেটা বড় প্যাকেজ থেকে বেশি আয় হয়। কিন্তু কেউ একবার ভেবে দেখছে না। মোবাইলে যে সব ছোট ছোট প্যাকেজ ব্যবহার করা হচ্ছে তা কত গুন বেশি নিচ্ছে মোবাইল কোম্পানীগুলো। ছোট ছোট প্যাকেজে দেখা যায় প্রতি মোগাবাইট কিনতে হচ্ছে ২টাকাও বেশি হারে। সরকার কি তাহলে এদের কাছে জিম্মি হয়ে পড়ল?
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
আমি কেব্ল নেট নিয়ে ভালই আছি।দাম বেশ কম।আমি use করি ১mbps ২ GB limited pack.মাত্র 200 টাকা তে।