ইন্টারনেটের বিল কি আসলে কমছে?অপারেটরদের দুরভিসন্ধি, যুব সমাজ ধ্বংস করা!!!

সম্মানিত অনেক টিউনার অবশেষে ইন্টারনেটের বিল কমছে মর্মে বিভিন্ন ব্লগে পোস্ট করছেন কিন্তু কথা হচ্ছে আসলে কি সেটা কমছে? আমার কাছে বড় খটকা লাগছে কারন ইতি মধ্যে জিপি আর রবি যে ঘোষনা দিচ্ছে তাতে পেপার ইউজ প্যাকেজের খরচ কমাতে যাচ্ছে কিন্তু আসলে এটার জন্যই কি আজকের আন্দোলণ। ডিজিটাল বাংলাদেশের নাম যদি হয় ১৫ টাকার ১ জিবি প্যাকেজ গ্রাহক কিনছে ৩৪৫ টাকায় তবে ডিজিটাল থেকে এ্যানালগ ভাল ছিল। রবি কোম্পানী স্কুল কলেজ শিক্ষখার্থীদের মাঝে ইন্টারনেট ছড়িয়ে দিতে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। কোমলমতি এই সব স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নেটের ভেতর ঢুকিয়ে তাদের ধ্বংস করার পায়তারা চলছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তারা জড়িয়ে পড়ছে মোবাইল ক্রাইম ও নানা ধরনের পর্ণ ওয়েব সাইট দেখে। নিজের প্রয়োজনে এখনো অনেক কিছুই আমরা ইন্টারনেটে পাই না।  মোবাইল অপারেটরদের টার্গেট এখন শিক্ষার্থীদের ওপর।কারণ তারা মোবাইলে মিনি প্যাকেরজ ব্যবহার করে যেটা বড় প্যাকেজ থেকে বেশি আয় হয়।  কিন্তু কেউ একবার ভেবে দেখছে না। মোবাইলে যে সব ছোট ছোট প্যাকেজ ব্যবহার করা হচ্ছে তা কত গুন বেশি নিচ্ছে মোবাইল কোম্পানীগুলো। ছোট ছোট প্যাকেজে দেখা যায় প্রতি মোগাবাইট কিনতে হচ্ছে ২টাকাও বেশি হারে। সরকার কি তাহলে এদের কাছে জিম্মি হয়ে পড়ল?

 

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি কেব্‌ল নেট নিয়ে ভালই আছি।দাম বেশ কম।আমি use করি ১mbps ২ GB limited pack.মাত্র 200 টাকা তে।

    @arrup: নিচে বেচে বাপের নাম

    @arrup: vai, 2GB jodi usage limit thakto ,, tobe ami 1mbps na nia 100kbps line nitam ,, 😛 ,, tobe 1000 takay unlimited er plan ta valo laglo ,

    Tuner vai, rater bela phone e prem koira amader onek choto vai bonera bokhe jaite pare ,, so ,, age choto der mobile use bondho korar andolone namle kemon hoy ? amar mone hoy apni sanonde raji hoiben ,, 😛

@arrup : Kivabe?Details bolun

    Level 0

    @IT lover Bappy:
    আমাদের একানে কেব্‌ল নেট এর লিজ লাইন দেয়া হয়।যেমন আমদের operator vodafone এর থেকে bandwidth কিনে নিজেদের মত প্ল্যান বানিয়ে বাবসা করে।unlimited plan গুলো আরও ভাল।যেমন ১mbps unlimited plan মাত্র ১০০০ টাকা।

good tunes

আপনি বলেছেন-

1. “স্কুল কলেজ শিক্ষখার্থীদের মাঝে ইন্টারনেট ছড়িয়ে দিতে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। কোমলমতি এই সব স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নেটের ভেতর ঢুকিয়ে তাদের ধ্বংস করার পায়তারা চলছে”

2. ”নিজের প্রয়োজনে এখনো অনেক কিছুই আমরা ইন্টারনেটে পাই না।”

1. নেটে ঢুকলে কেউ ধ্বংস হয় নাকি? কিভাবে?
2. প্রয়োজনের অনেক কিছু তখনই পাবেন যখন ইন্টারনেট ব্যবহার করা জানবেন।

    Level 0

    @নেট মাস্টার: মনে হয় এখন দাম কমানোর বদলে ইন্টারনেট নিষিদ্ধ করার দাবীতে মানববন্ধন করতে হবে 😛

      @Mobstar: বাস্তব বিষয় তা নয় কোম্পানীগুলো আন্দোলনের দিকে নজর না দিয়ে ছোট ছোট প্যাকেজ বিক্রির জন্য স্কুল কলেজে ক্যাম্পেইন করছে। বড় প্যাকেজের দিকে তাদের নজর নাই

        Level 0

        @imran ahmed: ১ মেগা ২মেগার প্যাকেজ শুনলে মনে হয় যেন ভিক্ষা দিচ্ছে :S

        এই প্যাকেজ না কিনে লোম ফালানোর কাজ করলেও উন্নতি করা যাবে। :@

কোমলমতি এই সব স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নেটের ভেতর ঢুকিয়ে তাদের ধ্বংস করার পায়তারা চলছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তারা জড়িয়ে পড়ছে মোবাইল ক্রাইম ও নানা ধরনের পর্ণ ওয়েব সাইট দেখে।

এইটা কি ধরনের কথা বললেন ভাই?

ইন্টারনেট মানেই কি পর্ণ ওয়েব সাইট?আপনার মাথায় ঘিলুর ঘাটতি আছে।

    @Iron maiden: হয়ত আমার পোস্টে আপনার আঘাত লাগতে পারে। কিন্তু আপনি আপনার আশপাশে যাচাই করে দেখুন কয়জন যুবক যবতী তার কাজের প্রয়োজনে নেট ব্যবহার করে?

Level 0

আপনি টেক টিউনস ব্যবহার করেন . তার মানে হলো ধরে নেয়া যায় টেকনোলজিতে আপনার জ্ঞান আছে . কিন্তু আপনাকে তো মনে হচ্ছে পুরোপুরি বকলম. ইউটুব এর একটা ভিডিও বন্ধ করার জন্য বিটিআরসি যেরকম একটা লিঙ্ক বন্ধ না করে পুরা ইউটুব বন্ধ করে দিছে …আমার কথা হচ্ছে আপনি যদি আপনার সন্তান কে ইন্টারনেটের খারাপ অংশও থেকে দুরে রাখতে চান তাহলে তাকে ইন্টারনেট এনাবলে সেট নিয়ে আপনার থেকে সরতে দিবেন না …আর যখন ইন্টারনেট এনাবেল সেট দিবেন তখন নিজের সাথে রেখে ইন্টারনেট ব্যবহার করবেন …..যেটা বিদেশের অনেকগুলো উন্নত দেশে করে থাকে …তারা তো তাদের বাচ্চা দের বাচানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দেন নাই …এই সব পোস্ট পাবলিশ করতে দেন কিভাবে ….

    @tuton_1: আসলে আল্লাহ সবার মাঝে তো সব জ্ঞান দেয় না তাই হয়ত আমি ‘বকলম’ কিন্তু আপনি তত দিন আপনার সন্তানকে পর্ণ সাইট এনাবল করে আটকে রাখতে পারবেন যতদিন সে আপনার কথা মত চলবে কিন্তু আমাদের দেশে আজকাল ১২ বছর হয়ে গেলে আর বাবা মায়ের আচল তলে থাকে না। সাইবার ক্যাফেগুলোতে দেখেন কি হচ্ছে। আর নেট ব্যবহারকাল এমন কেউ নাই যে পর্ন সাইট ভিজিট না করে। আর প্রত্যেকটা জিনিষের সুফল আর কুফল আছে। আমরা সুফলটা নেবার চেষ্টা করব। ধন্যবান

      @imran ahmed:না ভাই সম্পূর্ণ একমত হলাম না।আমাদের এলাকার দুটো সাইবার ক্যাফেতে বিডি এন্টিপর্ণ সফট ইন্সটল করা।আর তাই………

এই যে ইন্টারনেটে পর্ণ সাইটে দিকভ্রষ্ট তরুণরা বা তরুণীরা যাচ্ছে,তারা নিজেরা যেমন নপুংসক হচ্ছে তেমন সমাজে সুস্থ স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে পারছে না।একটা ঘোরের মধ্যে চলছে,যখন ঘোর কাটবে,চোখে দেখবে হতাশা আর হতাশা।কেঁদে কুল পাবে না।যখন বুঝবে এটাই জীবন না,তখন আত্মহত্যার পথ খুজবে।একটা সম্ভাবনাময় জনশক্তির নির্মম সর্বনাশ ঘটবে।কিশোর বয়সেই সুস্থ যৌনশিক্ষা পেলে তারা এসব ব্যপারের ভয়াবহতা বুঝবে ও এসব থেকে দুরে থাকবে। 😐