একদিনে দুই টিউন করলাম আজকে যদিও আমার আগের টিউনটা কেউ খুজে পাবে না। আমার আগের টিউনের জন্য কারও যদি কোন ক্ষতি হয়ে থাকে তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে টিউনটা করেছি প্রথম কয়েকজন ভাল বলার পরেও যখন একজন বললো টিউনটা দেয়া ঠিক হয় নাই ঠিক তারপর থেকেই সবাই বলা শুরু করছে টিউনটা দেয়া ঠিক হয় নাই ঠিক হয় নাই!!! একেই কি হুজুগে বাঙালী বলে কিনা জানি না।
"বেদনার রঙ নীল"
অনেক কথা বলে ফেললাম এবার কাজের কথা আসি। আজকে আমি আপনাদের যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে খুব সহজেই আপনার ব্রাউজারে বুকমার্ক করা সাইট গুলো এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে কনভার্ট করতে পারবেন। যার কারনে সব ব্রাউজারেই আপনি একরকম বুকমার্ক পাবেন। অর্থাৎ বুকমার্ক এর জন্য বার বার আপনার প্রিয় ব্রাউজারের পিছনে ছুটতে হবে না। টিনটিন ভাই বা মামুন ভাই আপনারা একসাথে দুই ব্রাউজারই ব্যবহার করতে পারেন। 😛
মানে এক কথায় আপনার বুকমার্ক লিস্ট সব ব্রাউজারেই এক থাকবে। এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে বুকমার্ক গুলো আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। ব্যবহার করা খুব সহজ তাই আর বিস্তারিত বললাম না।
যে যে ব্রাউজার সাপোর্ট করেঃ
Google Chrome
Mozilla Firefox
Microsoft Internet Explorer
Opera
Apple Safari
Chromium and
Flock.
এটি মাত্র 3MB। সাথে প্যাচ ফাইল আছে Full version করার জন্য।
ডাউনলোড লিঙ্কঃ
Darq Software Transmute Pro v2.04
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
Hasan Jubair (Al-fatah) ভাই ধন্যবাদ সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য ।আর মন খারাপ করবেন না , চালিয়ে যান ।