বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
কেমন আছেন সবাই? সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের এই টিউন।
প্রথমেই বলে রাখি এটা কোন মানসম্মত টিউন না। যদি কারো ভাল লাগে তাহলে তার কাছ থেকে কমেন্ট আশা করি। আর আমার ভুল কোথায়, আমি কি পারি, কি পারিনা এটা আমি খুব ভালো করেই জানি। আর এই কারণেই বলতে চাই যাদের কাছে আমার টিউন ভালো লাগবে না তাদেরকে বলি প্লিজ এমন কোন মন্তব্য করবেন না যাতে আমি মানষিকদিক দিয়ে ক্ষতিগ্রস্থ হই। কারন ছোট-বড়, ভালো-খারাপ, অভিজ্ঞ-অনভিজ্ঞ সকলের জন্যই টেকটিউন। আর হ্যা যদি কোন ভুল থাকে অবশ্যই ধরে দিবেন। আশা করি ঠিক করে নিব।
এবার কাজের কথায় আসি। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি যানেন কত এক্সটেনশনের ফাইল আছে। এই ফাইলের এক্সটেনশনের বিষয় নিয়ে অনেক সময় অনেক যামেলায় পড়তে হয় আমাদের। যেমন ধরুন .bin একটা এক্সটেনশন। এই .bin এর ব্যাপারে কয়জন বলতে পারেন যে এটার এব্রিভিয়েশন কি হবে, এটা কোন কোন প্রোগ্রাম-এ সাপোর্ট করবে, কোন প্রোগ্রাম দ্বারা এর এডিট করা যাবে, এটার কাজ কি, জনপ্রিয়তা কেমন ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর। এসব প্রশ্নগুলোর উত্তর আমি জানি। কি আপনাদের জানতে ইচ্ছা করছে না? আরে ভাই এই তথ্য জানানোর জন্যই আমার আজকের এই টিউন। তাহলে দেখুন আমি এগুলো কোথা থেকে জানতে পারি।
পৃথিবীতে সকল ফাইল এক্সটেনশনের ভান্ডার হলো fileinfo.com। হ্যা এটাই সেই ওয়েবসাইট, যেখানে এবক্সটেনশনের ব্যপারে সব কিছুই আপনি পাবে। শুধুমাত্র একবার এক্সটেনশনটা লিখে সার্চ দিন। এছাড়াও এটা থেকে আপনি
#,A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z দিয়ে শুরু সকল এক্সটেনশনকেই চিনতে পারবেন।
আর বেশি কিছুই লিখছিনা। যদি টিউনটা কাজে লাগে তবে কমেন্টের আশায় থাকলাম। কোন ভুল হলে ক্ষমাপ্রার্থী।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
আমার ধারণা তুমি অনেক ভাল টিউন করতে পার……. তাই একটা কথা বলি, তুমি টিউনের কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে নজর দাও…..