আজ সকাল ১০ টার দিকে কেউ আমার ফেসবুক একাউন্টের Security Question এর Answer দিয়ে এক্সেস করার চেষ্টা করেছে, কিন্তু সে টার আইপি হাইড করে নি। তাই পুরপুরি বোঝা যাচ্ছে যে সে বাংলালায়ন ব্যবহার করে । তার যে বিবরন ফেসবুক Security টিম আমাকে পাঠিয়েছে টা হল -
[email protected]
Operating system: Windows
Browser: Firefox
IP address: 180.149.8.250
Estimated location: Dhaka, C, BD
ইমেইল এর স্ক্রিনশট -
তবে মোবাইল সিকিউরিটি একটিভ করা বলে বেঁচে গেলাম । তার উদ্দেশ্য পূরণ হল না ।
আমার একাউন্ট এ মোবাইল সিকিউরিটি একটিভ করা। তারপরেও এই আক্রমন। যেহেতু তার আইপি পাওয়া গেছে তাকে ধরা যেতে পারে বাংলালায়নের কাছে গেলে । কিন্তু বাংলালায়ন কি দিবে তার Details.
এখানে অনেক Expart ভাইয়েরা আছেন কি করা যায় বলেন তো । আজ আমার একাউন্টে আক্রমন হয়েছে; কাল আপনার হতে পারে, তাই সবাই মোবাইল সিকিউরিটি একটিভ করে রাখুন আর Security Question এর Answer অত্যন্ত গোপন কিছু রাখুন। যেমন where your mother born, what is the street you grow up এগুলোতে কখনই নিজের Hometown এর নাম দিবেন না ,এমন কিছু দিবেন যা কেউ মিলাতে পারবে না। আর Date of birth হাইড করে রাখবেন ।
আমি জ্যোতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm owner of jotistore link - http://www.jotistore.com
tnx 4 advicE