ফিরে আসলাম আবার সেই ফ্রাইডে স্পেশাল নিয়ে । বেস্ততার জন্য সিরিজ টি কনটিনিউ করতে পারিনি । অনেক দিন পর আজকে আবার টিউন করতে ইচ্ছে হল । কেমন আছেন আপনারা ? আশা করি ভালই আছেন । প্রথমেই কিছু কথা বলে নেই , অনেকেই ফেসবুকে আমার কাছে আমার আগের টিউন গুলোর টিউটোরিয়াল গুলো চেয়েছেন । আমি কয়েকজন কে দিব বলেও দিতে পারিনি কিছু ব্যক্তিগত কারনে , আমি এর জন্য লজ্জিত । তবে সামনে এ ব্যাপারে একটি পদক্ষেপ নিব । যারা আগের ফ্রাইডে স্পেশাল গুলো পড়েন নি চাইলে নিচ থেকে পড়ে নিতে পারেন ,
১। ফ্রাইডে স্পেশাল, আজকের স্পেশাল উইন্ডোস ৮ ( Windows 8 )
২। ফ্রাইডে স্পেশাল , হবেন নাকি একজন ওয়েব ডিজাইনার ?
৩। ফ্রাইডে স্পেশাল , তো এবার হয়ে যান আপনিও ওয়েব ডেভলোপার । ( আপডেট)
+ টিউন গুলোর টিউটোরিয়াল গুলো যাতে সবাই পায় মানে যারা ডাউনলোড করতে পারেননি সেই ব্যাপারেও সামনে কিছু পদক্ষেপ নিব ।
তাহলে চলুন আজকের ফ্রাইডে স্পেশাল এ ,ক্লাইড সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । আমরা সবাই এখন এটি সম্পর্কে জানি বা ইউস করি। আমাদের সবারই এখন কম বেশ অনলাইন স্টোরেজ এর দরকার হয়। অনেক সময় এসব ড্রাইভ এ দরকারি ফাইল এর বেকআপ থাকলে যে কোন জায়গা থেকেই দরকারি ফাইল টি পাওয়া যায় । আজকে আপনাদের সামনে কিছু ক্লাইড সার্ভিস এর সাথে পরিচয় করিয়ে দিব যার কিছু কিছুর সাথে আপনারা পরিচিত আবার কিছু কিছুর সাথে অপরিচিত । আশা করি আজকের স্পেশাল টি যারা জানেন তাদের এবং যারা জানেন না তাদেরও কাজে আসবে । ভাল লাগলে অবশ্যই প্রিয়তে রাখবেন ।
আজকের এই ক্লাইড স্টোরেজ এর এই টিউন টি আমি সাজিয়েছি সবচেয়ে বেশি স্টোরেজ স্পেস এর উপর ভিক্তি করে। প্রথমেই বলে রাখি ম্যাক্সিমাম সার্ভিস গুলোর জন্য আপনি ১ বছর ধরে নিবেন একটি একক হিসেবে । প্রতি টি সম্পর্কে আমার বিস্তারিত লিখা সম্ভব না,তাই দয়া করে সাইট গুলোতে ভিসিট করে জেনে নিবেন । কিছু কিছু ক্লাইড এ আমি আমার ইনভাইটেশন লিঙ্ক দিয়েছি ইচ্ছে হলে সেটি ব্যাবহার করবেন । এতে করে আপনি আমাকে কিছু বোনাস স্পেস গিফট করতে পারবেন । আমি মাত্র ৪ টি সাইট এ আমার ইনভাইটেশন লিঙ্ক দিয়েছি ,যা মডারেটরদের অবগতির জন্য আগেই বলে রাখছি । যদি কেউ আমাকে বোনাস স্পেস গিফট করেন তবে তা সামনে ফ্রাইডে স্পেশাল এ নতুন কোন টিউটোরিয়াল আপলোড করতে ব্যবহার করা হবে। ত আজকের জার্নি টুঁ ফ্রাইডে স্পেশাল শুরু করলাম 🙂
১। ১০০ জিবি স্পেস (surdoc)
ফ্রি তে স্পেস ঃ ১০০ জিবি
মেয়াদ ঃ ১ বছর
বোনাস ঃ আমার দেয়া ইনভাইটেশন এ সাইন আপ করলে আপনি ১০ জিবি বোনাস পাবেন । + আমিও ১০ জিবি গিফট পাব । ইচ্ছে হলে
এই লিঙ্ক http://goo.gl/nftrA থেকে সাইন আপ করে আমাকে বোনাস স্পেস গিফট করতে পারবেন 🙂
২। ৫০ জিবি (adrive)
ফ্রি তে স্পেস ঃ ৫০ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
৩। ৫০ জিবি স্পেস (Mediafire)
ফ্রি তে স্পেস ঃ ৫০ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ ইচ্ছে হলে এই লিঙ্ক http://goo.gl/5oA9H থেকে সাইন আপ করে আমাকে বোনাস ৫ জিবি স্পেস গিফট করতে পারবেন 🙂
৪। ৫০ জিবি (mega )
ফ্রি তে স্পেস ঃ ৫০ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
৫। ১৬ জিবি (5.hicloud.com)
ফ্রি তে স্পেস ঃ ১৬ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
৬। ১৫ জিবি স্পেস (Copy)
ফ্রি তে স্পেস ঃ ১৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ আমার দেয়া ইনভাইটেশন এ সাইন আপ করলে আপনি ৫ জিবি বোনাস পাবেন । + আমিও ৫ জিবি গিফট পাব ।
ইচ্ছে হলে এই লিঙ্ক http://goo.gl/xUN0i থেকে সাইন আপ করে আমাকে বোনাস স্পেস গিফট করতে পারবেন 🙂
৭। ১০ জিবি (symform)
ফ্রি তে স্পেস ঃ ১০ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
৮ । ১০ জিবি (bitcasa)
ফ্রি তে স্পেস ঃ ১০ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
৯। ৭ জিবি স্পেস (Skydrive)
ফ্রি তে স্পেস ঃ ৭ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১০। ৭ জিবি স্পেস (mimedia)
ফ্রি তে স্পেস ঃ ৭ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১১। ৫ জিবি স্পেস (GoogleDrive)
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি - ১৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১২। ৫ জিবি (Box)
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১৩। ৫ জিবি (one.ubuntu)
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১৪। ৫ জিবি (Amazon Cloud Driver )
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১৫ । ৫ জিবি (idrive.com)
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১৬। ৫ জিবি (SugarSync)
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১৭ । ৫ জিবি (Apple i Cloud )
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
ফ্রি তে স্পেস ঃ ৫ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
১৯ । ২ জিবি স্পেস (Drop box) আমার বেস্ট পছন্দের ক্লাউড স্টোরেজ
ফ্রি তে স্পেস ঃ ২ জিবি -১৮ জিবি
মেয়াদ ঃ ২ বছর
বোনাস ঃ ইচ্ছে হলে এই লিঙ্ক http://goo.gl/VQz6X থেকে সাইন আপ করে আমাকে বোনাস ৫০০ এম বি স্পেস গিফট করতে পারবেন
২০ । ২ জিবি (spideroak )
ফ্রি তে স্পেস ঃ ২ জিবি
মেয়াদ ঃ
বোনাস ঃ
২১। আনলিমিটেড স্পেস (justcloud.com) যদিও আমি নিজে ইসজ করি নি এবং শিওর না ।কিন্তু তাদের অফিসিয়াল সাইট এ গেলে বিস্তারিত জানতে পারবেন ।
ফ্রি তে স্পেস ঃ আনলিমিটেড স্পেস (আমি শিওর না কিন্তু সাইট এ বলা আছে )
মেয়াদ ঃ
বোনাস ঃ
এখন আমার পছন্দের কিছু ক্লাউড স্টোরেজ এর এন্ড্রয়েড apps সম্পর্কে তুলে ধরবো ,
১। ড্রপবক্স [DROPBOX] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
২। স্কাই ড্রাইভার [Skidrive] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
৩।ওপেন ড্রাইভ [OpenDrive] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
৪। বক্স [Box] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
৫। সিঙ্কপ্লিসিটি [Syncplicity] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
৬। স্পাইডারওক [SpiderOak] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
৭। আই ড্রাইভ [IDrive] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
৮। উবুন্টু ওয়ান ফাইল [Ubuntu One Files] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
৯। সুগার সিঙ্ক [SugarSync] ডাউনলোড করতে চাইলে ছবিতে ক্লিক করুন
Free 1GB Ram Vps , Bandwidth 200GB , Disk space: 50GB , Intel® Core™i3-540
Limited Time Only . 🙂
GET NOW : আমার এ পি আই লিঙ্ক http://api.3jelly.com/redir/3083664 । ইচ্ছে না হলে মূল লিঙ্ক টুকু কপি করে সাইন আপ করবেন । 🙂
আজকে এ পর্যন্তই । আজকের ফ্রাইডে স্পেশাল কেমন লাগলো কমেন্ট এ জানাবেন । ভাল লাগলেও জানাবেন ,খারাপ লাগলেও । আর হ্যাঁ ভাল লাগলে প্রিয় তে রাখবেন । এতে আমার ভাল লাগবে 🙂 সামনে আর কি কি বিষয় নিয়ে টিউন চান তাও কমেন্ট এ বলতে পারেন। যদিও আমি ওত ভাল টিউনার না তার পরও কোন কিছু ভাল না লাগলে বা ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন । প্রতি টি গ্রাফিক্স আলাদা আলাদা করে করতে করতে প্রচুর সময় লেগে গেছে তাই পোস্ট টি করতে এত দেরি হয়ে গেল + কিছু আপডেট ও বাকি আছে যা আজ রাতেই করে ফেলব ।
আমি Md Arif Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun hoise bro………………………….