মিউজিক যুক্ত করুণ Internet Download Manager এ
আমরা যারা কম বেশি ইন্টারনেটএর সাথে যুক্ত আছি তারা অধিকাংশই ডাউনলোডের জন্য Internet Download Manager ব্যবহার করি। আর এর সাথে যদি মিউজিক যুক্ত করা যায় তা হলে কেমন হয়? আমরা আজ দেখব কি ভাবে Internet Download Manager এ মিউজিক যুক্ত করা যায়।
এর জন্য প্রথমে Internet Download Manager ওপেন করে Download মেন্যু থেকে Option এ যেতে হবে।
তার পর Sound ট্যাবে যেতে হবে।
এখানে একটি বক্সে চার(৪)টি অপশন দেখা যাবে এখান থেকে আমাদের পছন্দ মত একিটি অপশনে টিক চিহ্ন দেব অথবা কার্সর দ্বারা ক্লিক করব এবং আমাদের পছন্দ মত মিউজিক ব্রাউস করে দেব।
তবে ফাইলটি অবশ্যই wavফরম্যাটের হতে হবে। ব্রাউস করার পর Ok করতে হবে। আমরা যেটিতে টিক দিয়েছি সেটি সম্পূর্ণ হলে মিউজিক বাজবে।
আমি মুঃ মশিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bachelor of Science in Computer Science and Engineering
আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আমার টিউনের শিরনাম ভুল হয়েছে । শিরনামটি হবে মিউজিক যুক্ত করুণ Internet Download Manager এ।