বিসমিল্লাহীর রাহমানির রাহিম
হইতে অনেকের জানা আছে যে, ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। যারা অনলাইনে ইবুক খোঁজাখুঁজি করেন তারা সবাই জানেন ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। মোটামুটি সকল ক্যাটগরির ইবুক এখানে পাওয়া যায়। প্রথমেই বলে রাখছি, সকল ইবুক পাওয়া গেলেও গুগল ইবুকের একটা কনডিশন আছে তা হলো ইবুক আপনাকে অনলাইনেই পড়তে হবে। মানে এটাতে কো ডাউনলোডের কোন ব্যবস্থা নেই। ফলে আমার মত যারা ২৪ ঘন্টা ইন্টারনেট এ থাকেন তাদের ছাড়া এটা আর বেশি কারোর উপকারে আসেনা।
ঘাবড়ে গেলেন? ঘাবড়াইয়েন না, আর একটু পড়েন।
উক্ত সমস্য সহযেই সমাধানের জন্য এবং শিক্ষা মূলক কাজের জন্য বানানো হয়েছে Google Book Downloader. এটি একটি ইউটিলিটি সফটওয়ার। যা ব্যবহার করে আপনি যে কোন ইবুক pdf বানিয়ে আপনার পিসিতে ডাউনলোড করতে পারেন।
জানিনা টিউনটি আপনাদের কেমন লেগেছে। অনেক ভয় করে টিউনটি করলাম। ভালো লাগলে কমেন্ট করবেন।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
দারুন!!!!!!!