বর্তমানে ইন্টারনেটের যে অবস্থা, একদিকে সরকার বলছে তারা আবার আপলোড স্পীড আগের মত স্বাভাবিক করে দিয়েছে, অন্যদিকে কিছু ইন্টারনেট প্রভাইডাররা এখনও বলছে তারা সরকার থেকে এ ব্যাপারে কোন ইমেইল পায়নি। কে সত্য বলছে কে মিথ্যা বলছে তা গবেষণার বিষয়।
মাত্র কয়েক সেকেন্ডে দেখে নিন আপনার বর্তমান আপলোড/ডাউনলোড স্পীড কত
আপলোড স্পীড পরীক্ষা করতে চাইলে এই লিঙ্কে যান। এইরকম একটা পেজ আসবে।
তারপর SmarTest™ - Automatic লেখা লিঙ্কে ক্লিক করুন। কয়েক সেকেন্ডেই আপনার আপলোড স্পীড বের হয়ে আসবে।
ডাউনলোড স্পীড পরীক্ষা করতে চাইলে এই লিঙ্কে যান এবং একই পদ্ধতি ব্যবহার করুন।
আমি বাংলালায়ন 512 kbps লাইন ব্যবহার করি। আমার বর্তমান ডাউনলোড স্পীড
এবং আপলোড স্পীড
অর্থাৎ আমার আপলোড স্পীড পাচ্ছি ১৭%। সুতরাং দেখা যাচ্ছে যে সরকার ঘোষণা দিলেও কোন কাজ হয়নি। যেই লাউ সেই কদু।বাংলালায়ন এর অফিসিয়াল ফ্যান পেজেও ( https://www.facebook.com/sayhalum ) স্পীড বাড়ানোর কোন নির্দেশনা নেই।
আমি অর্ধ শূন্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 196 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
130% faster than the BD average 326 Kbps… Download and
163% faster than the BD average 86 Kbps upload…..