আমাদের দেশ তৃতীয় বিশ্বের এক উন্নতশীল দেশ এই দেশের প্রায় লোক আজ ইন্টারনেট সেবা নিচ্ছে কিন্তু এর দাম এত চড়া যে মনে হয় কম্পানি গুলো রক্ত চুষা।
সত্যিই কম্পানি গুলো রক্ত চুষা নাহলে টেলিনর, সিটিসেল, এয়াটেল এর মত বাঘা বাঘা প্রতিষ্ঠান গুলো চাইলে পারে ইন্টারনেটের মূল্য কমাতে কিন্তু তারা তা করে না কারণ তারা ভাবে আমরা বোকা। শুধু ভাবেনা আমাদের বোকা বানিয়ে শতশত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে । আমাদের এর বিরুদ্ধে আন্দালনে নামতে হবে । প্রয়োজনে নিয়মিত ভাবে ইন্টারনেটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে । সামনে বাজেট এর আগে কিছু করে সরকারের দৃষ্টি আকর্ষন করতে হবে।আর করেই লাভ কি সরকার আছে তার দান্ধায় মুখে বলে ::: ডিজিটাল বাংলাদেশ ::: কিন্তু কই এর নাম ডিজিটাল বাংলাদেশ যেখানে ইন্টারনেটের এই অবস্থা:
1 GB ---- 300<.-.>350 টাকা (teletalk ব্যতীত)
আনলিমিটেড-----600<.-.>1700 টাকা (teletalk ব্যতীত)
এছাড়া রয়েছে রক্ত চুষা অনেক পেকেজ যা বলে শেষ করা যাবেনা কারণ এক এক কম্পানির 10-15 প্যাকেজ।
আবার নেট স্পিড কম গত কাল টে.টি. জানলাম যে 50% আপলোড স্পিড কমিয়ে দিচ্ছে।এর মানে কি ফ্রিল্যানসারদের পঙ্গু করে দেয়া। আমাদের এর জন্য প্রতিবাদ করতে হরে এর মাধ্যম হতে পারে ফেইসবুক আমি একটি পেইজ খুলেছি আপনারা লাইক দিন পেজের লিংক টি হল :
পেইজর জন্যকয়েক জন এমিন দরকার এতেও সাহায্য চাচ্ছি । টেকটিউন এর কাছে অনুরুধ 1 কোটিরও বেশী ইন্টারনেট ব্যবহারকারীর প্রানের দাবিতে সাহায্য করুন । টিউনটি ডিলিট করবেন না।
আমি খান সানি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জিপির customar care এর সাথে ইন্টারনেট নিয়ে কথাবার্তা ,facebook এ এই অডিও ফাইল টি পাওয়া গেছে। শুনে দেখুন কি বলছে। অডিও ডাউনলোড লিংক http://www.4shared.com/file/ccRbd2cR/RangaReal.html