আপনার আর্টিকেল কোথায় কপি হয়েছে খুজে বের করুন।

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে সালাম। প্রথমে বলে নেই, এই পোষ্ট পূর্বে কেউ করে থাকলে আমি দূ:খিত। দরকার হলে আমার পোষ্ট টি অফ করে দিবেন। আর এই পোষ্ট টি নতুনদের জন্য। যাই হোক আমরা অনেক কষ্ট করে একটি আর্টিকেল লিখি। যে আর্টিকেল লিখে সে জানে একটি আর্টিকেল লিখতে কত কষ্ট। এত কষ্ট করে আর্টিকেল লিখার পর দেখলেন আপনার সেই লেখা অন্য একটি ব্লগে বা ফোরামে। তখন মনের অবস্থা কি হবে যার আর্টিকেল শুধু  সে বুঝে। চাইলে ঐ ফোরামের মডারেটর কিংবা এডমিনিস্ট্রেটরের কাছে অভিযোগ করতে পারেন। অভিযোগে কাজও হতে পারে।কিন্তু যদি আরো দশটা বা বিশটা ব্লগে বা ফোরামে ঐ লেখা একই ভাবে ছাপানো হয়। আপনি কয়টা ফোরামে গিয়ে খুজতে পারবেন? তাই আপনাকে সাহায্য করবে এই ওয়েব সাইট।

Pic

এবার আপনি আপনার আর্টিকেল আপনার ব্লগে বা ফোরামের যে পেজে আছে সেই পেজের লিঙ্কটি নিয়ে চিত্রে দেখানো স্থানের অংশে কপি করে সার্চ দিন। এরপর আপনি দেখতে পাবেন কয়টা ব্লগে বা ফোরামে আপনার আর্টিকেল এর কপি আছে। আবার চাইলে এটা দিয়ে আসল লেখককে খুজে বের করতে পারবেন। কিংবা আপনি কয়টি ফোরামে বা ব্লগে লেখাটা দিয়েছেন সেটাও বের করতে পারেন।

কেমন হল জানাবেন। আর আমাক কেউ ধন্যবাদ দিবেন না। কারন আমি নিজে কপি করতে ওস্তাদ 🙂 যদি কোন দিন আমি ধরা পরি তাহলে এই ধন্যবাদ এর কথাটা মনে রাখবেন। ভাল থাকবেন সবাই।

Level New

আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

এ ধরনের টিউন হয়েছে।

    Level New

    দূ:খিত ভাইয়া আমি জানতাম না। আমি এডিমন কে অনুরুধ করছি আমার পোষ্টটি অফ করার জন্য 🙂

এরকম একটি টিউন আমি করছিলাম। তো কি হয়েছে থাক না আপনারটাও। এক বিষয়ে একাধিক লেখা তো থাকতেই পারে। কোন সমস্যা নাই।

সমস্যা নেই চালিয়ে যান তবে টিউন লেখার আগে একবার সার্চ দিয়ে দেখতে পারেন এই নিয়ে আর কোন টিউন হয়েছে কিনা ।

ভাইজান,
অনেক দরকারী পোষ্ট। উপকারে আসবে। চালিয়ে যান।
http://bloggersumon.blogspot.com

Level 0

ভাই অনেক ভাল পোস্ট। চালিয়ে যান।
সময় পেলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন। http://www.earnbd.net/ http://www.earnz.net/

দারুণ উপকারী টিউন। ধন্যবাদ ভাই।