অনলাইন রেডিও এবং টিভির জন্য সফটওয়্যার

আমার তৈরি করা এই সফটওয়্যারটি নিয়ে এর আগেও একটি টিউন করেছিলাম এং আপনাদের প্রচুর সারা পিয়ে ছিলাম। আপনাদের সহযোগিতায় কিছু বাগ চিন্হিত করে তা ফিক্স করার চেষ্টা করেছি। এর পরও কোন বাগ পেলে আমাকে জানাতে ভুলবে না। তো আশুন সফটওয়্যারটি সর্ম্পকে আবার একটু জেনে নেই-

ইন্টারনেট টিভি দেখতে সাধারণত টিভি চ্যানেলের অফিসিয়াল বা নির্দিষ্ট কোন ওয়েব সাইট থেকে দেখতে হয় আর রেডিও ক্ষেত্রেও একই পদ্ধতি। ফলে উক্ত অনুষ্ঠান কম্পিউটারে সেভ করা যায় না। তবে একটি রেডিও/টিভি প্লোয়ার দ্বারাই যদি ইন্টারনেট টিভি দেখা এবং রেডিও শোনা যায় এবং রেডিও এর অনুষ্ঠান রেকর্ড করা যায় তাহলে কেমন হয়! এমনই রেডিও/টিভি প্লেয়ার হচ্ছে ‘স্কাই-টাচ নেট প্লেয়ার’। এতে রেডিও টুডে এবং রেডিও ফুর্তিসহ অনলাইনে প্রচারিত হওয়ার দেশ বিদেশের ৬০টিরও বেশী রেডিও চ্যানেল শুনতে এবং রেকর্ড করতে পারবেন। এই সফটওয়্যারটি সয়ংক্রিয় আপডেটিং সিস্টেম থাকার ফলে স্কাই-টাচ নেট প্লেয়ার এর সার্ভারে নতুন চ্যানেল যুক্ত করলে প্লেয়ারেও তা সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। প্লেয়ারে আলাদাভাবে চ্যানেল যুক্ত করা বা নতুন সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলা নেই। মাত্র ২.১৭ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://www.skytouch-software.com থেকে ডাউনলোড করতে পারবেন।

Level 0

আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল টিউন। চালিয়ে যান

ক্রিয়েটিভিটির জন্য ধন্যবাদ।

মনে হচ্ছে আপনার কাছে টিউন করার অনেক রসদ আছে ।তাই আপনার আরও টিউন চাই।টিউন এবং কমেন্টস এর মাধ্যমে আপনার স্বক্রিয় অংশগ্র্রহণ চাই।

Level 0

thanx ………

ধন্যবাদ সবাইকে। আগামিতে আমার তৈরি করা আরও কিছু সফটওয়্যার নিয়ে রিভিউ লিখার ইচ্ছে আছে।

Vi online radio making er kono software ase ki?? Thakle plz link ta share korben.

Level 0

vai softwar ta dwnld korte pari nai pls send me([email protected])