নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করুন, ডোনেইম ছাড়া, ফ্রি

আজকে আপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা ওয়েব সাইট প্রকাশ করতে পারবেন ফ্রী। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। চলুন দেখি আজকের টিউন-
উক্ত ওয়েব সাইটটিতে আপনি অন্য ওয়েব সাইটে (টাকা দিয়ে যে ওয়েব সাইট প্রকাশ করেন) যে সুবিধা পান, তার সব গুলি ভোগ করতে পারবেন। এই ওয়েব সাইটে প্রথমে রেজিষ্ট্রশন করতে হবে। তারপর বিভিন্ন ট্যাগ আছে, যা আপনি ইডিট করে আপনার ওয়েব সাইট সাজাতে পারেন। এই ওয়েব সাইটে নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করা খুবই সহজ। আসুন কাজ করে দেখি-
http://www.webs.com
কেমন লাগল কমেন্ট করবেন।
ধন্যবাদ।

Level 0

আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

R ektu details dile valo hoi…
http://free-ngage-downloads.blogspot.com

    আমি যা জানি থেকে ফ্রী ওয়েব সাইটের খুলা যায়। এই ওয়েব সাইটে প্রবেশ করার পর ৩ টা অপশন পাবেন। ১. business ২. Group ৩. personal এই ৩ ধরনের ওয়েব সাইট প্রকাশ করা যাবে। এই ওয়েব সাইটে প্রথমে রেজিষ্ট্রশন করার সময় অনেক অপশন Site Address নামে একটা অপশন থাকবে, আপনি আপনার ওয়েব সাইট এর নাম কি হবে সেটা এই ঘরে বসবে। Site Title: এই ঘরে আপনার সাইট এর টাইটেল নাম লিখবেন। Site Category: এই অপশন থেকে আপনি কি ধরনের সাইট করবেন টা ঠিক করতে হবে। Select a template for your site : এই অপশন থেকে আপনার সাইট এর template সেট করতে হবে। এরপর রেজিষ্ট্রশন হয়ে যাবে। তখন আপনার ইমেইল এ একটা মেইল আসবে। এই মেইল থেকে এডমিন প্যানেলের লিংক এ ক্লিক করেত হবে। এরপর প্যানেলের কাজ। এর আমি খুব দূঃখিত আর লিখেত পারবনা। পুরোটা লিখলে রাত পার হয়ে যাবে। আশা করি বাকিটা পড়লে বুঝে যাবেন। ভাল থাকবেন। 😀

    এই অংশটি টিউনের মধ্যেই দিয়ে দিন। কারন, টিউন যারা পড়বেন, অনেকেই সব মন্তব্য পড়েন না। টিউনের মধ্যে থাকলে সবাই জানতে পারবেন।

    দুঃখিত আপু আমার আসলে টিউন করতে ভয় লাগে। এর থেকে টিউন পড়তে অনেক মজা। আপনার টিউন গুলো অনেক সুন্দর হয়। আর এই টিউনটি আপনি করেন, তাহলে আরো সুন্দর হবে। 😀

    @ রিয়াপু…
    সহমত।

    অেনক সাহস নিয়ে একটা টিউন করতে গিয়েছিলাম। সব লিথা শেষ, টিউন টি প্রকাশ এ ক্লিক করলে “Too few tags (minimum is 1, your post has 0). Post Status has been changed to Draft” এটা দেখায়। কিন্তু আমি মাত্র একটি ট্যাগ দিয়েছি। আবার এক বার ট্যাগ ছাড়া ও চেষ্টা করেছি একই সমস্যা। 🙁

রাসেল ভাই আপনার টিউনের হেডলাইনটা আমাকে বলেন তো …… দেখি আপ করে দিতে পারি নাকি

    “দিন বদল বায়োস এর পরির্বতে ইউইএফআই” এটা হেডলাইন। ভাইয়া এই টিউন টি পূর্বে হয়ে থাকলে পোষ্ট করার দরকার নাই। 🙂

আমি সবসময় webs ব্যব হার করি।

আমি সবসময় webs ব্যবহার করি।

হূমম ভালো

Level 0

valo

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

vai onek edit korte korte jan beriye zacche, tobe dhonnobad apnake