আপনার ফ্রি মডেমটি আপনি বুঝে নিয়েছেন তো?

Wi-Fi প্রযুক্তি সম্পন্ন একটি কোম্পানী গত কিছুদিন ধরে ঢাকার ইন্টারনেট ব্যবহার কারীদের ফ্রি মডেম দিয়ে আসছে। কোম্পানীটির নাম I-Connect, টেকটিউনসে বিভিন্ন সময় নানা ধরনের প্রলোভনসমৃদ্ধ টিউন করা হয়। তবে আপনাদের কথা মাথায় রেখেই টিউনটি করা হয়েছে। যার ফলে ঢাকার ইন্টারনেট ব্যবহার কারীগন দ্রুতগতি সম্পন্ন ব্যবহার করতে পারেন কোন জামানত এবং ইন্টলেসন চার্জ ছাড়াই মডেমটি পেতে পারবেন।

প্যাকেজগুলো হলঃ

Package Name                      Speed               Monthly Charge

Easy Connect                         88kbps                 600
Power Connect                    128kbps                 800
Superior Connect                256kbps               1200
Premium Connect              512kbps                2400
Bandwidth od demand     32kbps-1mb         0.005 per kb/min

মডেমটি পেতে হলে যেসব শর্ত পালন করতে হবেঃ

  • আপনাকে তাদের নেকওয়ার্কের অধীনে থাকতে হবে
  • মডেমটি আপনার ব্যবহার করতে ইচ্ছা না করলে তা কোম্পানীর নিকট হস্তান্তর
  • মডেমটি কিনতে প্রথমে আপনাকে ২টি কার্ড ক্রয় করতে হবে
  • মডেমটি একটি নির্দিষ্ট পিসির জন্য ব্যবহার করতে পারবেন

সুবিধাসমূহঃ

  • কোন জামানতের প্রয়োজন নেই
  • কোন ইনস্টলেশন চার্জের প্রয়োজন নেই
  • কোন ভ্যাট দিতে হবে না
  • আপনার সামর্থমত প্যাকেজ বেছে নেয়ার সুবিধা
  • আপনার বাসায় এসে মডেমটি সেট করে দিয়ে যাবে
  • সবগুলো প্যাকেজই আনলিমিডেট

হটলাইনঃ

Planner's Tower
13th Floor, Suite#1-3,13/A, Sonargoan Road, Dhaka
Contact: 9676104, 9676506, 9674473, 9663215

আমার মডেমটিও আজকে অথবা আগামী কালের মধ্যে দিয়ে যাবার কথা। তখন আরও বিস্তারিত জানাতে পারব। হটলাইনে ফোন করলে অবশ্যই অফিস টাইমে ফোন করবেন। সকলকে ধন্যবাদ.........

নেটওয়ার্ক কাভারেজ এরিয়া

এখান থেকে নেটওয়ার্ক কাভারেজ এরিয়াগুলো দেখে নিন

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন প্যাকেজ নিতেছো হাসিব । আগামীতে ইনশাল্লাহ টেকটিউনস ফ্যামিলিও ফ্রিতে মডেম দিবে সাথে ১ জিবি সংযোগ।

    দেখি মামুন ভাই কোনটা নেয়া যায়। টেকটিউনস ফ্যামিলিও যদি ফ্রি মডেম দিত তাহলে তো ভালই হত আমি সবার আগে লাইনে থাকতাম। হা হা হা

আমার এরিয়াতে কাভারেজ নাই 🙁 ফুন দিসিলাম তাদের 🙁

    সরি বস, তবে কিছুদিনের মধ্যেই ঢাকার সম্পূর্ন এরিয়াতে তাদের নেটওয়ার্ক কাভার করার কথা আছে। গরম গরম খবর তো তাই টিউনটি করে ফেললাম।

Level 0

তাহাদের কাভারেজ এরিয়া কততুকু জানাবেন

    আপনি ফোন করে দেখেন, কেননা আমাদের এরিয়াতে নেটওয়ার্ক আছে।

    Level 0

    area DHANMONDI ,BARIDHARA ,GULSHAN ,BANANI,FARMGATE,LALMATIA,PANTHAPATH…. for more details contact with them…

    Level 0

    area DHANMONDI ,BARIDHARA ,GULSHAN ,BANANI,FARMGATE,LALMATIA,PANTHAPATH…. for more details contact with them…

হাসিব ভাইয়া আমি উত্তরাই থাকি।এখানে কি wi-fi কাভারেজ পাওয়া যাবে কি?

ধন্যবাদ হাসিব ভাই। but আমি টেকটউনসে আইসি আপনাদের সবার কাছ থেকে কিছুর শেখার জন্য।

    ওই মিয়া খালি শিখলেই হইবো, মিখাইতেও হইবো, বুঝলা। 🙂

ধুর। নেটওয়ার্ক এর বাইরে ।

    সাম্য ভাই কয়েক মাস থেকেই তারা কাজ শুরু হরেছে, আশা রাখা হয়ত কয়েক মাসের মধ্যেই তারা ঢাকায় ফুর নেটওয়ার্ক কাভারেজ করে ফেলবে।

আমার এক ফ্রেন্ড এক মাস ব্যবহার করে আর করে নাই । মডেম টা তার হয়ে গিয়েছিল ।

এটা কেমন কথা আমি কিন্তু খেলব না। আমাদের এখানে হবে না।

Level 0

ভাইয়া,
আমি টেকটিউনস এ নতুন।
আমি আপনার কাছে একটা সাহায্য চাই।
আমার উইন্ডোজ 7 দুই ঘন্টা পরপর restart হচ্ছে। এখন কি করব বলেন প্লিজ।
আমি তো সিডি কি দিয়ে উইন্ডোজ activate করেছিলাম।

Level 0

Thanks hasib vai….
asha kori aro valo korben