Wi-Fi প্রযুক্তি সম্পন্ন একটি কোম্পানী গত কিছুদিন ধরে ঢাকার ইন্টারনেট ব্যবহার কারীদের ফ্রি মডেম দিয়ে আসছে। কোম্পানীটির নাম I-Connect, টেকটিউনসে বিভিন্ন সময় নানা ধরনের প্রলোভনসমৃদ্ধ টিউন করা হয়। তবে আপনাদের কথা মাথায় রেখেই টিউনটি করা হয়েছে। যার ফলে ঢাকার ইন্টারনেট ব্যবহার কারীগন দ্রুতগতি সম্পন্ন ব্যবহার করতে পারেন কোন জামানত এবং ইন্টলেসন চার্জ ছাড়াই মডেমটি পেতে পারবেন।
Package Name Speed Monthly Charge
Easy Connect 88kbps 600
Power Connect 128kbps 800
Superior Connect 256kbps 1200
Premium Connect 512kbps 2400
Bandwidth od demand 32kbps-1mb 0.005 per kb/min
Planner's Tower
13th Floor, Suite#1-3,13/A, Sonargoan Road, Dhaka
Contact: 9676104, 9676506, 9674473, 9663215
আমার মডেমটিও আজকে অথবা আগামী কালের মধ্যে দিয়ে যাবার কথা। তখন আরও বিস্তারিত জানাতে পারব। হটলাইনে ফোন করলে অবশ্যই অফিস টাইমে ফোন করবেন। সকলকে ধন্যবাদ.........
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
কোন প্যাকেজ নিতেছো হাসিব । আগামীতে ইনশাল্লাহ টেকটিউনস ফ্যামিলিও ফ্রিতে মডেম দিবে সাথে ১ জিবি সংযোগ।