ব্যান্ডউইথের দাম কমিয়ে কি লাভ হল???

১ মে ২০১৩ তারিখ থেকে ব্যান্ডউইথের এর দাম কমিয়ে দেওয়া হয়েছে।

৮,০০০ টাকার ব্যান্ডউইথের এর বর্তমান দাম ৪,৮০০ টাকা।

এবার দেখুন ৪,৮০০ টাকার ব্যান্ডউইথ ইন্টারনেট প্রভাইডাররা কত টাকায় বিক্রি করছেঃ

2G

ইন্টারনেট প্রভাইডার

কিনে

বিক্রি করে

গ্রামীণফোন

৪,৮০০ টাকায়

৪৩,৩৫০ – ৬০,০০০ টাকায়

বাংলালিংক

৪,৮০০ টাকায়

৩৩,২৮০ – ৪০,০০০ টাকায়

রবি

৪,৮০০ টাকায়

৩৮,২৫০ – ৫০,০০০ টাকায়

এয়ারটেল

৪,৮০০ টাকায়

৩৮,০৯৭ – ৪৫,০০০ টাকায়

টেলিটক

৪,৮০০ টাকায়

৩০,৬০০ – ৪০,০০০ টাকায়

3G

ইন্টারনেট প্রভাইডার

কিনে

বিক্রি করে

টেলিটক

৪,৮০০ টাকায়

২৪,০০০ – ২৮,০০০ টাকায়

4G

ইন্টারনেট প্রভাইডার

কিনে

বিক্রি করে

বাংলালায়ন

৪,৮০০ টাকায়

২০,০০০ – ২৩,০০০ টাকায়

কিউবি

৪,৮০০ টাকায়

২২,০০০ – ২৫,০০০ টাকায়

এখন আপনারাই বলেন ব্যান্ডউইথের দাম কমলেও বাংলালায়ন, কিউবি, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এরাতো দাম কমালো না।

অথচ দেখবেন ৪,৮০০ টাকার ব্যান্ডউইথের এর দাম আবার ৮,০০০ টাকা হলে দাম বাড়াইতে ১ সেকেন্ড লাগবে না।

Level 0

আমি কম্পিউটার ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 127 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেলিটক ফেসবুকে জানাইছে মোবাইল অপারেটর আর ওয়াইম্যাক্স নাকি এই নির্দেশের আওতার বাইরে! এইবার বুঝেন

Level 0

সরকার আম জনতা কে ফাকা আশ্বাস দিয়েছে , এটা বাংলাদেশ ভাই 😀 ব্যান্ডউইথ এর দাম কমানোর ব্যাপার টা আপাতত ভুলে যাওয়া টাই ভালো , 😀

    @vampierboy: ব্যান্ডউইথের দাম ঠিকই কমিয়েছে। কিন্তু কার জন্য কমিয়েছে সেটা তারা নিজেরাই জানে না।

    @vampierboy: Cable/Fiber optic তার দিয়ে যারা নেট সেবা দেয় তাদেরটা কমেছে। বর্তমানে ১০০০ টাকায় ৫১২ কেবিপিএস ব্যবহার করি। দাম কমায় আরো কম দামে ৫১২ কেবিপিএস পাব 😀

dam barala ara notice asar agai barai dito dam but komaicha tai satar dika ara lokho dicha na

Level 0

ডাঃ এমরান এইচ সরকার… ইন্টারনেট ব্যান্ডউইথ-এর দাম কমানো এবং সাধারন ভোক্তাদের ভ্যাটের আওতা বর্হিভুত রাখার ব্যপারে ভুমিকা রাখুন । সেই সাথে দৃষ্টি আকর্ষণ করছি চেয়ারম্যার বিটিআরসির । ধন্যবাদ ।

Level 0

সংশোধনী “চেয়ারম্যান” পড়ুন ।

Level 0

দুঃখে …………আর কি কমু 🙁

Level 5

fucked up bangladesh….

শোনছিলাম Speed নাকি বাড়িয়েছে ISP ওয়ালারা। যখন জিজ্ঞেস করলাম তখন বলল ” আরে ভাই এটা বাংলাদেশ ” এখন কি এই Dilog শোনেই বসে থাকব…!

লাভ হইছে না।। জারা ব্যবসা করে তাদের ত অনেক লাভ হইছে । আমার আম জনতা মইরা জাই কুন প্রব্লেম নাই।

Level 0

দাম কমানো হইছে যারা ব্রডব্যান্ড সেবা দিচ্ছে তাদের জন্য
আমরা দুধভাত

Level New

আর বইলেন না ভাই টেলিটোক এর ২৫৬ আনলিমিটেড নিলাম,শালারা বলে যে ২৫ জিবি আনলিমিটেড

    Level 0

    @রাজ: ভাই আমি তো জানি ৩৫ জিবি

    @রাজ: ভাই ২৫ জিবি লিমিটেড। আনলিমিটেড হল কিভাবে???

      Level New

      @ক্ষুধার্থ হ্যাকার: এই দেখেন টেলিটকের মেসেজ”Congratulations,you are entitled to 25600.000 MB Unlimited_FUP_(25)256kbps
      to be used within the period of 30 days from the date of entitlement
      until 2013-06-04.For more details,please call 121.Thank you.”

      কি করতে মন চায় বলেন???যদি আমার এখানে বাংলালায়ন থাকত তাহলে এটাকে বাদ দিতাম।আমার মাসে এ্কশ জিবি নাহলে হয় না।

বিটিআরসি বসে বসে আরাম করে ললিপপ চোষে।আর মোবাইল অপারেটর,ISP,ওয়াইম্যাক্স এরা ইচ্ছামত জনগণকে বাঁশ দেয়।জনতাও অন্ধের এর মত বাঁশ খায়,প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে। 🙁 :/

Protibader 1 tai rasta ase Company sobgular website hack koira Dam Komanor Jonno Altimetam Deya….R koto sojjo kora jay…. Cholen Sobai Mila 1 din try kori…. Hacker Vaira Tader Medha 1 ta Mohot Kaje use korbe boli asha kori…

Level 2

@ Riad : Good idea

🙁 🙁 🙁

Level New

shob chor

সব শালা চোর… ধন্যবাদ ভাই সুন্দর টিউনের জন্য

Level New

ভাই টেকটিউ্নস হচ্ছে বিশাল এক প্লাটফর্ম,এটাকে কাজে লাগিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।সবাই আসুন ঐক্যবদ্ধ হউনঃ-https://www.techtunes.io/internet/tune-id/192846

Level 2

Bandwidth er price komse ISP, Mobile Operator, WiMAX (Jara BTCL or Mango theke direct Dedicated Bandwith nisse) Compnay er jonno. ISP Compnay theke amra end user ra use kori. Ami koekta ISP + Qubee er kisu friend der sathe kotha bollam. Jante chailam keno tara kom price a bandwidth paowar por end user der price komasse na.
Tara answer dilo : – Jodi price komano hoi tahole maximum user ra bandwith upgrade na kore aager bandwidth use korbe olpo price ete tader revenue kome jabe ei jonno. R jehetu Govt. end user der jonno tader bandwith price upor kono notice dei nai tahole tara keno price komate jabe. grahok to use korsei. Bujen eibar oboshtha. Ei doroner kotha sunle pitti jole jai.

রাজ ভাইর সাথে সহমত, আমাদের ঐক্যবদ্ধ হয়ে হয়তো সব চিটিং বাজদের নেট ইয়োজ করা বাদ দিতে হবে নয়তো উনাদের বঁাশ দেওয়ার পথ খুজে বের করতে হবে।

Level 2

আমরা সাধারন জনগন। পিয়াস ভাই এর সাথে একমত…… ঐক্যবদ্ধ হতে হবে……