১ মে ২০১৩ তারিখ থেকে ব্যান্ডউইথের এর দাম কমিয়ে দেওয়া হয়েছে।
৮,০০০ টাকার ব্যান্ডউইথের এর বর্তমান দাম ৪,৮০০ টাকা।
এবার দেখুন ৪,৮০০ টাকার ব্যান্ডউইথ ইন্টারনেট প্রভাইডাররা কত টাকায় বিক্রি করছেঃ
2G
ইন্টারনেট প্রভাইডার | কিনে | বিক্রি করে |
গ্রামীণফোন | ৪,৮০০ টাকায় | ৪৩,৩৫০ – ৬০,০০০ টাকায় |
বাংলালিংক | ৪,৮০০ টাকায় | ৩৩,২৮০ – ৪০,০০০ টাকায় |
রবি | ৪,৮০০ টাকায় | ৩৮,২৫০ – ৫০,০০০ টাকায় |
এয়ারটেল | ৪,৮০০ টাকায় | ৩৮,০৯৭ – ৪৫,০০০ টাকায় |
টেলিটক | ৪,৮০০ টাকায় | ৩০,৬০০ – ৪০,০০০ টাকায় |
3G
ইন্টারনেট প্রভাইডার | কিনে | বিক্রি করে |
টেলিটক | ৪,৮০০ টাকায় | ২৪,০০০ – ২৮,০০০ টাকায় |
4G
ইন্টারনেট প্রভাইডার | কিনে | বিক্রি করে |
বাংলালায়ন | ৪,৮০০ টাকায় | ২০,০০০ – ২৩,০০০ টাকায় |
কিউবি | ৪,৮০০ টাকায় | ২২,০০০ – ২৫,০০০ টাকায় |
এখন আপনারাই বলেন ব্যান্ডউইথের দাম কমলেও বাংলালায়ন, কিউবি, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এরাতো দাম কমালো না।
অথচ দেখবেন ৪,৮০০ টাকার ব্যান্ডউইথের এর দাম আবার ৮,০০০ টাকা হলে দাম বাড়াইতে ১ সেকেন্ড লাগবে না।
আমি কম্পিউটার ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 127 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেলিটক ফেসবুকে জানাইছে মোবাইল অপারেটর আর ওয়াইম্যাক্স নাকি এই নির্দেশের আওতার বাইরে! এইবার বুঝেন