টেকটিউনে এটিই আমার প্রথম পোষ্ট। ইচ্ছা আছে অন্যান্য বিষয়েও পোষ্ট করার।
ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশ বিজ্ঞানী সুনিতা উইনিয়ামস ইসলাম ধর্ম গ্রহন করেছেন। এ বিষয়ে ইন্টারনেটে অনেক খবর পাওয়া যাচ্ছে। কয়েক ডজন ওয়েবসাইটে তার ধর্মান্তরিত হওয়ার খবর প্রচার করা হচ্ছে। তবে কোনো খবরই বিশ্বস্থ কোন সূত্র উল্লেখ করতে পারেনি। যেসব ওয়েবসাইটে এ খবর প্রচার করা হচ্ছে তারাই বলছে এর পক্সে সরকারী বা অফিসিয়াল কোনো প্রমাণ নেই।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস ২০০৬সালের ৯ ডিসেম্বর মহাকাশযান ডিসকভারিতে চড়ে মহাশূন্যে গমন করেন এবং ১৬৭ দিন মহাশূন্যে অবস্থান করে রেকর্ড গড়েন। ই্ত:পূর্বে আর কোন মহিলা নভোচারী এত দিন মহাশূন্যে অবস্থান করেননি। ২০০৭ সালের ২২জুন তিনি পৃথিবীতে ফিরে আসেন।
ওয়েবসাইটে প্রচারিত খবরে বলা হয়েছে, সুনিতা মহাশূন্যে অবস্থানকালে কালো সদৃশ পৃথিবীতে দু'টি উজ্জ্বল স্থান দেখতে পান। শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে তিনি ওই স্থান দু'টি দেখেন এবং স্থান দু'টির একটি সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র কাবাঘর এবং অপরটি মদিনার মসজিদে নব্বীর দৃশ্য বলে জানতে পারেন। ওয়েবসাইটে নাসা বিজ্ঞানীর বরাত দিয়ে এ ছবি দু'টিও প্রচার করা হচ্ছে। খবরে আরো বলা হয়েছে, তিনি ওই দু'টি স্থান থেকে আসা আজানের ধ্বনিও শুনেছেন। এ অভাবনীয় ঘটনার পর তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। গুগল ওয়েবসাইটে সুনিতা উইলিয়ামস সার্চ দিলেই এ জাতীয় অনেক খবর চোখে পড়বে।
১৯৮৭ সালে সুনিতা মার্কিন নৌবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৯৮ সালে নাভাল অফিসার হিসেবে নাসায় যোগদান করেন। ২০০৭ সালের জুন মাসে মহাশূন্য থেকে ফিরে আসার পর সুনিতা ভারত সফর করেন এবং সেখানে তাকে বিরোচিত সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধীসহ আরো জনপ্রিয় নেতার সাথে সাক্ষাত করেন। সুনিতার পিতার নাম ড. দিপক পান্ডে। গুজরাট রাজ্যের নাগরিক দিপক পান্ডে বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস রাজ্যে সপরিবারে বসবাস করছেন এবং তিনি একজন খ্যাতিমান নিউরোএনাটমিষ্ট। সুনিতার জন্ম ১৯৬৫ সালে যুক্তরাষ্টের ওহাইয়ো রাজ্যে। তার স্বামীর নাম মাইকেল উইলিয়ামস। তিনিও ম্যাসাচুসেটস রাজ্যে বাস করছেন।
খবরটি আমি আজ দৈনিক নয়া দিগন্তে পড়েছি। সূত্র- নয়া দিগন্ত প্রতিবেদক।
আমি khaled_virus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা শেয়ার করার জন্য ধন্যবাদ।