প্রথমেই সবাই সালাম নিবেন । আমরা সবাই বাংলাদেশের gp এর ইন্টারনেট প্যাকেজ এর কথা জানলেও ভারতের gp (যা uninor নামে পরিচিত) এর ইন্টারনেট প্যাকেজ সমন্ধে অবগত নই । এরা কিভাবে আমাদের রক্ত শুষে নিচ্ছে তা uninor এর ইন্টারনেট প্যাকেজগুলো না দেখলে বিশ্বাস হবে না । আসুন তাহলে দেখে নেয়া যাক জিপির কুকীর্তি গুলি ।
1) myinternet9- এ প্যাকেজটির মেয়াদ 3 দিন এবং মূল্য 9 রূপি (14টাকা) । এ প্যাকেজটিতে একজন গ্রাহক 60MB পাবে । এবং 60MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে । (For Rs 9 /- you get a usage of 60 MB of Free Browsing with a validity of 3 days, after 60 MB is completed then per 20KB/ 20Ps.)
2) myinternet14- এ প্যাকেজটির মেয়াদ 3 দিন এবং মূল্য 14 রূপি (21টাকা) এ প্যাকেজটিতে একজন গ্রাহক প্রতিদিন 200MB করে তিনদিনে মোট 600MB পাবে । প্রতিদিন 200MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে । (For Rs 14 /- you get a usage of 200 MB per day for 3 days, after limit is completed on each day then per 20 KB/ 20 Ps.)
3 )myinternet24- এ প্যাকেজটির মেয়াদ 7দিন এবং মূল্য 24 রূপি (33টাকা) এ প্যাকেজটিতে একজন গ্রাহক প্রতিদিন 200MB করে সাতদিনে মোট 1400MB পাবে । প্রতিদিন 200MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে । (For Rs 24 /- you will get a usage of 200 MB per day with validity of 7 days after limit per 20 KB/ 20 Ps.)
4)myinternet90- এ প্যাকেজটির মেয়াদ 30 দিন এবং মূল্য 90 রূপি (135টাকা) এ প্যাকেজটিতে একজন গ্রাহক প্রতিদিন 200MB করে ত্রিশদিনে মোট 6000MB পাবে । প্রতিদিন 200MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে । (For Rs 90 /- you get a data usage of 200 MB per day with validity of 30 days and after limit per 20 KB/ 20 Ps.)
সূত্র : http://www.techfolks.in/2012/05/uninor-mobile-internet-data-plans-gprs.html
তথ্যগুলো ভারতের একটি blog থেকে নেওয়া । আমার কম্পিউটারে uninor এর website লোড হয় না ।
এবার আপনারাই বলুন জিপি কি রকম ভন্ডামি করতাছে । ভারতে জিপির ইন্টারনেট এত সস্তা আর আমাদের এখানে এত দাম । তাহলে কি ভারত সরকার বাংলাদেশ সরকার থেকে কম মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ অপারেটরগুলোকে দেয় ! আমার তো মনে হয় না।
অনেকেই দেখছি যে আন্দোলনে নামার কথা বলতেছে । তাদের উদ্দেশ্যে বলছি এখন আমাদের আনদোলনে নামা ঠিক হবে না । কারণ সাভারের ভবন ধস । কয়েকটা দিন যেতে দিন । তারপর অপারেটরদের একচোট দেখে নেওয়া হবে । এমন উৎপাত শুরু করবো যে হয়তো দাম কমাবে নয়তো বাংলাদেশ ছেড়ে পালাবে ।
আর সকলকে একটা অনুরোধ জানাচ্ছি যে টেকটিউনসের MD RUBEL AHMED ভাই সহ কয়েকজন মিলে ফেসবুকে একটি গ্রুপ গঠন করছে । এরা সাভারে ভবন ধসের পর থেকেই ফান্ড গঠনের মাধ্যমে অক্সিজেন সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে উদ্ধারকাজে সহায়তা করছে । এখন নাকি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সহায়তা করবেন । তাই সকলের প্রতি অনুরোধ সবাই যেন তাদের পাশে এসে দাড়ায় ।
আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...
jodi somvob hoy…pase achi