দেখুন গ্রামীনফোন আমাদের কিভাবে ঠকাচ্ছে । আর একই কম্পানি ভারতে(uninor) কত সস্তায় ইন্টারনেট সেবা দিচ্ছে ।

প্রথমেই সবাই সালাম নিবেন । আমরা সবাই বাংলাদেশের gp এর ইন্টারনেট প্যাকেজ এর কথা জানলেও ভারতের gp (যা uninor নামে পরিচিত)  এর ইন্টারনেট প্যাকেজ সমন্ধে অবগত নই । এরা কিভাবে আমাদের রক্ত শুষে নিচ্ছে তা uninor এর ইন্টারনেট প্যাকেজগুলো না দেখলে বিশ্বাস হবে না । আসুন তাহলে দেখে নেয়া যাক জিপির কুকীর্তি গুলি ।

1) myinternet9- এ প্যাকেজটির মেয়াদ 3 দিন এবং মূল্য 9 রূপি (14টাকা) । এ প্যাকেজটিতে একজন গ্রাহক  60MB পাবে । এবং 60MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে ।       (For Rs 9 /- you get a usage of 60 MB of Free Browsing with a validity of 3 days, after 60 MB is completed  then per 20KB/ 20Ps.)

2) myinternet14- এ প্যাকেজটির মেয়াদ 3 দিন এবং মূল্য 14 রূপি (21টাকা)  এ প্যাকেজটিতে একজন গ্রাহক  প্রতিদিন 200MB করে তিনদিনে মোট 600MB পাবে । প্রতিদিন 200MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে ।  (For Rs 14 /- you get a usage of 200 MB per day for 3 days, after limit is completed on each day then per 20 KB/ 20 Ps.)

3 )myinternet24- এ প্যাকেজটির মেয়াদ 7দিন এবং মূল্য 24 রূপি (33টাকা)  এ প্যাকেজটিতে একজন গ্রাহক  প্রতিদিন 200MB করে সাতদিনে মোট 1400MB পাবে । প্রতিদিন 200MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে ।  (For Rs 24 /- you will get a usage of 200 MB per day with validity of 7 days after limit per 20 KB/ 20 Ps.)

4)myinternet90- এ প্যাকেজটির মেয়াদ 30 দিন এবং মূল্য 90 রূপি (135টাকা)  এ প্যাকেজটিতে একজন গ্রাহক  প্রতিদিন 200MB করে ত্রিশদিনে মোট 6000MB পাবে । প্রতিদিন 200MB ব্যবহারের পর 20KB/20 পয়সা হারে কাটা হবে । (For Rs 90 /- you get a data usage of 200 MB per day with validity of 30 days and after limit per 20 KB/ 20 Ps.)

সূত্র : http://www.techfolks.in/2012/05/uninor-mobile-internet-data-plans-gprs.html

তথ্যগুলো ভারতের একটি blog থেকে নেওয়া । আমার কম্পিউটারে uninor এর website লোড হয় না ।

এবার আপনারাই বলুন জিপি কি রকম ভন্ডামি করতাছে । ভারতে জিপির ইন্টারনেট এত সস্তা আর আমাদের এখানে এত দাম । তাহলে কি ভারত সরকার বাংলাদেশ সরকার থেকে কম মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ অপারেটরগুলোকে দেয় ! আমার তো মনে হয় না।

অনেকেই দেখছি যে আন্দোলনে নামার কথা বলতেছে । তাদের উদ্দেশ্যে বলছি এখন আমাদের আনদোলনে নামা ঠিক হবে না । কারণ সাভারের ভবন ধস ।  কয়েকটা দিন যেতে দিন । তারপর অপারেটরদের একচোট দেখে নেওয়া হবে । এমন উৎপাত শুরু করবো যে হয়তো দাম কমাবে নয়তো বাংলাদেশ ছেড়ে পালাবে ।

আর সকলকে একটা অনুরোধ জানাচ্ছি যে টেকটিউনসের MD RUBEL AHMED ভাই সহ কয়েকজন মিলে ফেসবুকে একটি গ্রুপ গঠন করছে । এরা সাভারে ভবন ধসের পর থেকেই ফান্ড গঠনের মাধ্যমে অক্সিজেন সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে উদ্ধারকাজে সহায়তা করছে । এখন নাকি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সহায়তা করবেন । তাই সকলের প্রতি অনুরোধ সবাই যেন তাদের পাশে এসে দাড়ায় ।

Level New

আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jodi somvob hoy…pase achi

Level 0

uninor সস্তায় দিতে গিয়ে বস্তা হয়ে গেছে, আমার রাজ্যে (পঃ বঙ্গ ) সহ আরও কয়েকটি রাজ্য থেকে uninor উঠে গেছে, কারন সরকারের tax ফাকি দিয়ে এই সব জোচ্চুরি করত uninor, তবে সস্তার ইন্টারনেট বলতে এখন bsnl এর ১৪ টাঁকা (ভারতীয় টাঁকা) , যেটাতে ২০০ m.b internet balance পাই, আর স্পীড ২ m.b.p.s . তাই bsnl দিয়ে কাজ চলে যায়।

    @n2roy: ভাই ভারতীয় 14রূপি বাংলাদেশী টাকায় হল 21টাকা । আপনি 21 টাকায় 200MB চালাচ্ছেন । তাও স্পিড 2Mbps । আর আমরা 1GB চাই 100 টাকায় আর স্পিড চাই 256Kbps । আমাদের দাবিটা কি খুব বেশী ।

Vai re ki bolmo? Sob beta e bondo.

Level 0

n2roy ভাই আপনি যদি BSNL প্যাকেজ গুলো বিস্তারিত জানাতেন তাহলেও আমাদের আন্দোলন করাটা সুবিধা হত।
আর জিপি কে বা অন্য অপরেটর কে কি বলব আমাদের টেলিটক যদি আমাদের কথা চিন্তা করে তাহলেই তো আর কিছু লাগে না। তাই আমার মনে হয় টেলিটক কে ও আর কর্মকর্তা দের আগে সাইজ করতে হবে। এরা যদি কম দামে ভাল স্পীড দেয় তখন অন্য সবাই দিতে বাধ্য হবে। এ জন্য আমরা প্রধান মন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিতা পারি এবং দাবী আদায় এর জন্য প্রজন্ম চত্বরে এক হতে পারি ।

    @mony: ভাই আমদের স্মারকলিপি ওনাদের পড়ার সময় নেই । কারণ এটাতে ওনাদের আর্থিক ফায়দা নেই । ওনারা পড়বেন সাভারের যুবলীগ কর্মীর লিস্ট । কারণ এতে ওদের দলের ভাবমূর্তি নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে ।

Level 0

Like to mony bro..

teletalk thik hole sob thik

Level 0

আমিও আপনাদের পাশে আছি ।

আমি সবসময় পাশে আছি ভাই। এসব কুলাঙ্গারদের কাজকর্ম বন্ধ করতে হবে।

ভাই, আপনাদের সাথে আমিও সহমত। এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু দেখুন, রাষ্ট্রীয় কোম্পানী টেলিটক যেখানে এ্যাত্তো চড়া দামে ইন্টারনেট প্যাকেজ বিক্রি করতাছে সেখানে অন্যান্যগুলোকে কিভাবে দোষ দেই। আগে আমাদের টেলিটককে ঠিক করতে হবে।

রাষ্ট্রীয় কোম্পানী টেলিটক ঠিক ঠকাচ্ছেনা, ঠকাতে বাধ্য হচ্ছে। কারণ তারা কমদামে সার্ভিস দেয়া শুরু করলে অন্যান্য কোম্পানীগুলো তো মাঠে মারা যাবে। এজন্য অন্যান্য কোম্পানীগুলো “জায়গামতো” মাসোহারা দেয় কোটি কোটি টাকা, যাতে টেলিটক তাদের সার্ভিস কম মূল্যে না দেয়। ভাই, এটা বাংলাদেশ !!!!

Level 0

vai cholen sahabag jai

Level 0

ভাই আমি আপনাদের পাশে আছি। যতক্ষন দাবি আদায় না হবে।

ederke juta dia pitaite pitaite desh theke tarate hobe………….shalar shob gula Indianre nomo nomo kore

৩০০ টাকায় ১এমবিপিস আনলিমিটেড নেট এবং পেপাল ও এলার্টপে সুবিধাটা ভালোভাবে থাকলে দেশি ফ্রিল্যান্সার রা অনেক উপকৃত হত। এতে সরকারের খুব একটা খরচা হওয়ার কথা না।

Level 0

আপনি আমি freelancing করে ধনি হয়ে গেলে রাজনীতি করার জন্য দলগুলা পিকেটার পাবে কোথায়?

Level 2

vi bangalira now onek ta akjot hoise… ai time ai kisu akta kora uchit… tai druto kisu akta kori amra… fb te akta group khuli n sobai k ai bepar a aggrohi kore tuli… asen…..

Level 2

এই গ্রুপ টিতে যোগ দিন এবং আসুন আমরা প্রতিবাদ শুরু করি একত্রিত হয়ে । http://www.facebook.com/groups/100610490143871/

Level 0

জি পি নয় সরকার দায়ী। সরকার বাধ্য করলে জি পি অবশ্যই দিবে ।

Level New

boss tomago loge ami asi, gp re bohut bash dilam, now amago haque aday korar time, kom dam a valo speed de, naile desh thaika vag, ar teletalk re koite chai, bd te jodi net er speed 1mbps minimum and reduce rate a net pakage na pai taile projonmo chottore jhor tulmu and oita korte amra young youth e jothestho.. Hope aita upolobdhi korte problem hobe na govt er karon amara dakhai dici agei je projono chottore judhdhaporadhi der bichar korar jonnee.. So lets go guys.. We can do , we can get, and well will get our rights at any cost..

ওদের সংযোগ গণহারে বন্ধ করা হলে ওরা ভয়ে রাজি হবে।[গোটা কয়েক বড়লোক সংযোগ ব্যবহার করলেও]তাদের বিশাল ক্ষতি হয়ে যাবে,কথায় আছে না “ঠেলার নাম বাবাজি”। 😉

Level New

sob salara chor . . . Suar. Er . . Bacch a ra. Teletalk er 80% kormokorta guskhor. Baki 20% gush khaoar sujog pay na. Par le khaito. .

Level 2

India ta bandwidth er price amader theke kom. Amader office a TATA COM er line use kore per Mb 752 Rupees (Dedicated). Amra ekhon j price a BD te bandwidth use kori, seta easily 50% a kome dite pare. keno j dei na. 🙁
Tarpor o ashai thaki ekdin amra BD te o najjo molle bandwidth pabo. Tokhon amake Illegaly high Bandwidth use korte hobe na. Taka dia hight bandwidth er line chalamu. 🙂

Uninor e 6 GB 98 rupee chilo. R download speed thakto 30kbps er moto. Latest news ta jani na….