ব্লগিং স্কুল – হয়ে উঠুন একজন সফল ব্লগার [৭ম ক্লাস] :: এসইও ফর ব্লগ

নতুন বছরে ব্লগিং স্কুল এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, “শুভ নববর্ষ”।
নতুন বছরে ব্লগিং স্কুলের মাঝে নতুনত্ব আনার চেস্টায় আবার শুরু করছি ব্লগিং স্কুলের ক্লাস। আশা করি এই নতুন বছরে আপনাদের নতুন কিছু দিতে পারব। আপনাদের সফল ব্লগার হিসেবে গরে তোলার জন্য ব্লগিং স্কুল আবার শুরু হল। এখন থেকে নিয়মিত পোস্ট করতে পারব ইনশাআল্লাহ্‌।

যাই হোক আজকে আমরা এই বছরের ওপেনিং ক্লাস করব ব্লগের এস.ই.ও. নিয়ে। আমরা ইতিমধ্যেই ব্লগস্পটে ব্লগ তৈরির নিয়ম কানুন এবং পোস্ট করার নিয়ম কানুন শিখে ফেলেছি। অনেকেই ব্লগও খুলে ফেলেছি। এখন আমাদের প্রয়োজন ভিজিটর, যদিও ভাল কনটেন্ট পাবলিশ করলে এসইও এর প্রয়োজন হয় না। তারপরও যদি ব্লগটা এসইও ফ্রেডলি হয়, তাহলে খুব সহজেই ভিজিটর পাওয়া যায়। ভিজিটর এর মুল উৎস হল সার্চ-ইঞ্জিন, তাই আমাদের ব্লগটিকে সার্চ-ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। এর জন্য প্রয়োজন এসইও।

 

এসইও কি?

এসইও সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন নেই, কারন এসইও সম্পর্কে সবাই কিছু না কিছু জানেন। তারপরেও অল্প একটু আলোচনা করছি।
এসইও বা SEO এর পূর্ণ শব্দ হল Search Engine Optimization. অর্থাৎ, আমার ব্লগটিকে সার্চ-ইঞ্জিন এর অপ্টিমাইজ করতে হবে যাতে খুব সহজেই সার্চ-ইঞ্জিন আমার সাইটটিকে আলাদা করতে পারে। যে সাইট বেশি ভালমানের অপ্টিমাইজ করা হয় সেই সাইট তত বেশি ভিজিটর পায়। এই হল এসইও, এসইও কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • অন-পেজ এসইও।
  • অফ-পেজ এসইও।

অন-পেজ এসইওঃ অন-পেজ এসইও একটি ব্লগ বা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন-পেজ এসইও হল ব্লগের ভিতরে যেই অপ্টিমাইজেশন করা হয়। যেমনঃ মেটা ট্যাগ, মেটা কি-ওয়ার্ড, মেটা ডিস্ক্রিপশন, হেডিং ট্যাগ, টাইটেল ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, Alt ট্যাগ,এঙ্কর টেক্সট, ইত্যাদি। এগুলো মুলত ব্লগের পেজ অর্থাৎ পোস্ট এবং অন্যান্য পেজগুলোতে দেয়া হয়, তাই একে অন-পেজ অপ্টিমাইজেশন বলা হয়। পরবর্তীতে আমরা আর বিস্তারিত জানব।

অফ-পেজ এসইওঃ অফ-পেজ এসইও হল যেই অপ্টিমাইজেশন গুল ব্লগের বাইরে অর্থাৎ, অন্যান্য ব্লগে অথবা ওয়েবসাইটে নিজের প্রচারনা করা হয়।সাধারনত ব্যাকলিঙ্ক কেই অফ-পেজ এসইও বলা হয়। একটি ব্যাকলিঙ্ক আপনার সাইটের একটি ভোট। সার্চ-ইঞ্জিন যার ব্লগের ভোট বেশি তার ওয়েবসাইট বা ব্লগকেই আগে শো করে। তাই, অফ-পেজ এসইও ও একটি ব্লগের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। কিভাবে অফ-পেজ এসইও করা হয় আমরা তা পরবরতিতে শিখব।

আমরা পরবর্তী ক্লাশে শিখব কিভাবে ব্লগস্পট ব্লগের অন-পেজ এসইও করা যায়। পরবর্তী ক্লাশ পর্যন্ত ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আর দোয়া করবেন আমিও যেন সুস্থ থাকি। আল্লাহ্‌ হাফেজ।

 

ব্লগিং স্কুল (ওয়েবসাইট): http://bn.todayblogging.com/

ব্লগিং স্কুল (ফেসবুক গ্রুপ): http://www.facebook.com/groups/todayblogging/

ব্লগিং স্কুল (ফেসবুক ফ্যান পেজ): http://www.facebook.com/bloggingschoolbd/

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

(y) apnake welocome….

(আপনার ব্লগিং স্কুল এর সবগুলো টিউন সুন্দর হয়েছে) অনেক বেসিক ধারনা পেয়েছি কিন্তু প্রফেশনাল নিয়ে কিছু টিউন করুন।